• শ্যাম সুন্দর শরণ আমার
    শ্যাম সুন্দর শরণ আমার শ্যাম শ্যাম সদা সার। শ্যাম সে জীবন শ্যাম প্রাণধন শ্যাম সে গলার হার।। শ্যাম সে বেশর শ্যাম বেশ মোর শ্যাম শাড়ী পড়ি সদা। শ্যাম তনু মন ভজন পূজন শ্যামদাসী হল রাধা।। শ্যাম ধন বল শ্যাম জাতি কুল শ্যাম সে সুখের নিধি। শ্যাম হেন ধন অমূল্য রতন ভাগ্যে মিলাইল বিধি।। কোকিল ভ্রমর […] keyboard_arrow_right
  • শ্যাম অঙ্গে বংশী রব হে অমিয়া তরঙ্গ
    শ্যাম অঙ্গে বংশী রব হে অমিয়া তরঙ্গ। শুতিছি বন্ধুর সঙ্গে জড়িয়ে অঙ্গে অঙ্গে। আহীর বালক মিলি করন্ত যে রাস কেলি কদম্ব হেলানে রহু ললিত ত্রিভঙ্গ।। ধু মিশ্রিত ভৈরব নাদ শুনিয়া মালব জাত নানা স্বরে শব্দ পূরে শ্রীমন্ত মোহন। শুনিয়া বসন্ত তান কাষ্ঠ শিলা দ্রবমান মল্লার মিশ্রিত আশাবরী শুভগান।। মন্দ মন্দ বহে ঔর সোহি ধ্বনি সুমধুর […] keyboard_arrow_right
  • শ্যাম আন না লয় মনে
    শ্যাম আন না লয় মনে। ভুবন মোহন রূপ লাগিছে মরমে।। মণিময় কুণ্ডল কর্ণেত দোলে নবরঙ্গ বন মালা হিয়ার মাঝে লোলে। চরণে শরণ লৈলুঁ না বাসিও ভিন সহজে অবলা মুঞি পরের অধীন। সৈয়দ মর্তুজা কহে রসময় শ্যাম চরণে শরণে লৈলুঁ পাইয়া নিজ নাম। keyboard_arrow_right
  • শ্যাম উপেখি রাই ক্ষিতি লেখত
    শ্যাম উপেখি রাই ক্ষিতি লেখত অধোমুখে রোয়ত তাঁহি। রাইক পাশ দূতী চলি আয়ত হেরত পুন পুন চাহি।। দূতি কহত তব কহ কহ রে সখি অব কাহে রোয়ত রাই। হাম বড় দুখিনি তুয়া মুখ চাহত তুয়া বিনু আর কোই নাই।। কহি এক অকপটে মানে ভরল হাম কত রূপে সাধল নাহ। হাম নাহি পালটি নেহারলু সো মুখ […] keyboard_arrow_right
  • শ্যাম এই আছিল তোর মনেতে
    শ্যাম এই আছিল তোর মনেতে। ত’কেনে প্রেম কৈলা গোপতে।। ধু জাতি কুল মান গেল শ্যামের পিরীতে। তোর পিরীতে কলঙ্কিনী হৈলুম জগতে।। যে খণে গেলা বৃন্দাবনে ধেনু চরাইতে। বংশীর স্বরে প্রেম বাণ হান্যাছ মোর বুকেতে।। বিরহিণী একাকিনী থাকি ব্রজেতে। কারে ভাবে ভুল্যাছ মোরে নাই গো তোমার মনেতে। কাঙ্গালিনী কৈলা মোরে ব্রজ কুলেতে । গোপাল জাতির এমনি […] keyboard_arrow_right
  • শ্যাম একবার আওআওরে আমি তোরে
    শ্যাম একবার আওআওরে আমি তোরে ডাকিরে শ্যাম রাখি হৃদয়মন্দিরে শ্যাম। আমি তোর নামের ভিখারী দুয়ারে দুয়ারে ঘুরি লৈয়া তুই শ্যামেরি নাম।। ফুলের বিছানা রঙিল ঘরে আগুন দিয়া তোর দায়। আমি ফকির হৈয়া ঘুরি কেন গাছ তলায় রে শ্যাম।। চরণে তোর সঁপিয়া প্রাণ হৈছি চরণদাসী। কি বুকে সেথাকে ঘরে যারে ডাকে বনের বাঁশী রে শ্যাম। পাথরে […] keyboard_arrow_right
  • শ্যাম কহে শুন, রাই বিনোদিনি
    শ্যাম কহে “শুন, রাই বিনোদিনি, তুলিয়া বদন চাহ। হরস বদন যাই নিরখিয়া , আমারে বিদায় দেহ।।” এ বোল শুনিয়া বৃকভানুসুতা শোকেতে আকুল অঙ্গ। “আর কি এমন হইব সুদিন করিব রসের রঙ্গ।” গদ গদ বোলে প্রেমে ছল ছলে কহে বিনোদিনী রাধে। “কি আর বলিব তোমার চরণে বিধাতা লাগিল বাদে।। পলকে প্রলয় না হেরিলে নয় কি বলিব […] keyboard_arrow_right
  • শ্যাম কহে শুন রাই বিনোদিনী
    শ্যাম কহে শুন রাই বিনোদিনী তুলিয়া বদনে চাহ । সরস বদনে হাসি নিরখিয়া আমারে বিদায় দেহ।। এ বোল শুনিতে বৃকভানুসুতে পুলক বেদ অঙ্গ। আর কি সুজন শুনিব বচন কবির রসে রঙ্গ।। গদ গদ বোলে অতি প্রেমছলে কহে বিনোদিনী রাধা। কি বলিব আমি তোমার চরণে সকলি হইল বাধা।। মুখে না নিঃস্বরে তোমারে বলিতে কি বলিব আমি […] keyboard_arrow_right
  • শ্যাম কানাইয়া আমাকে বধিলাম রে জলের ঘাটে নিয়া
    শ্যাম কানাইয়া আমাকে বধিলাম রে জলের ঘাটে নিয়া।। জল ভরিতে গেলাম আমি, কলসী ভাঙ্গিলায় তুমি। এই বুঝি পিরীতের রীতি তোমার ও শ্যাম কানাইয়া।। সকলে ভরিয়া জল, আমায় কৈলায় জলের তল। কদম্বের ডালে বসি জলে ঝলক দেখাইয়া।। প্রেম নদীয়ার ঘাটের জল, তাতে করে ঝলমল। পূর্ণিমাহের মত আমার রসের চান্দ কালিয়া।। জল ভরিতে সখিগণ চলে আনন্দিত মন। […] keyboard_arrow_right
  • শ্যাম গুণ-ধাম বিনে
    শ্যাম গুণ- ধাম বিনে যাম যুগ ভেল। কাম-শর- দাম অব ভেল মুঝে শেল।। ভ্রমর-কুল- নাদে অব- সাদ মধু প্রাণ। কুঞ্জ মন- রঞ্জ ভয় পুঞ্জ সম ভান।। কোকিল-কল- ভাষে অব ত্রাস ভেল চীত। সঙ্গ-সুখ লাগি মম অঙ্গ ভেল ভীত।। গন্ধ সহ গন্ধবহ মন্দ-গতি ভেল। ইহ সুখদ বিপিন-দ্রুম- দাম দুখ দেল।। বিকচ ফুল- বৃন্দ চিত গন্ধ হরি […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ