• শ্যাম রূপ কে পাইয়াছে তরুমূলে
    শ্যাম রূপ কে পাইয়াছে তরুমূলে। নিরবধি বাজে বাঁশী বন্ধু বন্ধু বলে। অনীল পর্বতের মাঝে সদায় বাঁশীর গান। রহিতে না পারি ঘরে উড়িছে পরাণ।। ঘরে ঘরে বাজে বাঁশী জপে বন্ধের নাম। কোন কালে বাজে বাঁশী জপে কোন নাম। কদম ডালে বসিয়া বন্ধে সদায় ফুকে বাঁশী। না ভরিলু যমুনার জল হইয়া উদাসী।। কোথা হইতে আইসে বাঁশীর সুর […] keyboard_arrow_right
  • শ্যাম শুক পাখী সুন্দর নিরখি
    শ্যাম শুক পাখী সুন্দর নিরখি ধরিলাম নয়ন ফাঁদে। হৃদয় পিঞ্জরে রেখেছিলাম তারে মনের শিকলে বেন্ধে।। তারে প্রেম পয় পান দিয়ে। দিয়ে করতালি শিখাইলাম বুলি ডাকিত রাধা বলিয়ে।। বিশ্বাসঘাতক কাটিয়া শিকল পালায়ে এসেছে উড়ে। খুঁজিতে খুঁজিতে পাইলাম শুনিতে কুব্জা রেখেছে ধরে। আপনার বোন করিয়া গ্রাথন শ্রীমতী পাঠাইলো মোরে। দোহাই মহারাজ কহিতে বাসি লাজ যার পাখী দাও […] keyboard_arrow_right
  • শ্যাম শুকপাখী সুন্দর নিরখি
    শ্যাম শুকপাখী সুন্দর নিরখি রাই ধরিল নয়ান-ফান্দে। হৃদয়-পিঞ্জরে রাখিল সাদরে মনোহি শিকলে বান্ধে।। তারে প্রেম-সুধানিধি দিয়ে। তারে পুষি পালি ধরাইল বুলি ডাকিত রাধা বলিয়ে।। এখন হয়ে অবিশ্বাসী কাটিয়ে আকুসি পলায়ে এসেছে পুরে। সন্ধান করিতে পাইনু শুনিতে কুবুজা রেখেছে ধরে।। আপনার ধন করিতে প্রার্থন রাই পাঠাইল মোরে। চণ্ডীদাস দ্বিজে তব তজবিজে পেতে পারে কি না পারে।। keyboard_arrow_right
  • শ্যাম শ্যাম বলি সদা শ্যাম হেরি
    শ্যাম শ্যাম বলি সদা শ্যাম হেরি সকল সঁপিল শ্যামে। শ্যাম পরিবাদ সকল গোকুল এ তনু সঁপিনু শ্যামে।। সব তেয়াগিনু শ্যামের কারণে সবাই করিল সারা। শ্যাম কলঙ্কিনী শবদ উঠিল তাহার এমন ধারা।। সহিতে সহিতে সে সব কারণ শুনিতে পরাণ ফাটে। শঙ্খবণিকের করাত যেমন ও দিক্‌ ও দিক্‌ কাটে।। শরণ যে লয়ে শীতল চরণে সে জন এমন […] keyboard_arrow_right
  • শ্যাম সুনাগর ময়মদ-কুঞ্জর
    শ্যাম সুনাগর ময়মদ-কুঞ্জর তাড়ল রস-উনমাদে। নুনিক পুতলি জনু গোরি সুনাগরি মুরছলি অতি অবসাদে।। হরি হরি কৈছে চলব ধনি গেহা। নিধুবন-সমর-পরাভব-কাতর শূতলি দূবরি-দেহা।। ঘন ঘন চুম্বন দৃঢ় পরিরম্ভণ জরজর পড়ি রহু শয়নে। অম্বর কেশ সম্বরি নাহি পারই ছরমহি মুদল নয়নে।। নিরদয় নাহ তবহিঁ নাহি ছোড়ই বান্ধল পুন ভুজ-পাশে। খিণ-তনু বারি ডারি হিয়ে ঘুমল কি করব বলরাম […] keyboard_arrow_right
  • শ্যাম সুনাগর রায়
    শ্যাম সুনাগর রায়। সকল তেজিয়া শরণ লয়েছি সহজে না ঠেল পায়।। শুনিল যখন শ্রবণ ভরিয়া সকল কুলের নারী। সরল হৃদয়ে সম্মুখে হইয়া শুন হে মুরলীধারী।। শূন্য করি যাবে সব গোপীগণে সবাই মরিব শোকে। সব গোপীগণ সঘনে স্বরূপে শেল দিয়া গেল বুকে।। শাশুড়ী ননদী সবাই সবাই শাসিল সবার আগে। সে দিন পাসর দেখি মনে কর স্বরূপে […] keyboard_arrow_right
  • শ্যাম সুনাগর রায়
    শ্যাম সুনাগর রায়। সকল তেজিয়া শরণ লয়েছি সহজে না ঠেল পায়।। শুনিল যখন শ্রবণ ভরিয়া সকল কুলের নারী। সরল হৃদয়ে সম্মুখ হইয়া শুনহে মুরলীধারী।। শূন্য করি যাবে সব গোপীগণে সবাই মরিব শোকে । সব গোপীগণ সঘনে স্বরূপে শেল দিয়া গেল বুকে।। শাশুড়ী ননদী সবাই সবাই শাসিল সবার আগে। সে দিন পাসর দেখি মনে কর স্বরূপে […] keyboard_arrow_right
  • শ্যাম সুন্দর হিদ্‌রে মোর কুরঙ্গ নয়নে তোর
    শ্যাম সুন্দর হিদ্‌রে মোর কুরঙ্গ নয়নে তোর। মাইলে মাইলে গো প্রেম শর। না হেরিয়া রূপ তোর প্রাণদহে নিরন্তর। তোষানলে জ্বলে দেহা অদর্শনি হয় তোর। কটাক্ষে জুড়িয়েশর অন্তরে হানিলে মোর। জ্বলনে সর্বাঙ্গ জ্বলে জ্বলে মমান্তর । লাগাইয়ে প্রেমের শর অঙ্গ হৈল ঝর ঝর। জ্বলনে ছটফট হিদরে শ্যামার বিচ্ছেদে মোর। শ্যামরূপে মনোহর লাইগাছে নয়নেতে মোর। অন্বেষিয়ে রূপ […] keyboard_arrow_right
  • শ্যাম সুরঙ্গ তোর দেখতে মোর অগ্নি জ্বলে
    শ্যাম সুরঙ্গ তোর দেখতে মোর অগ্নি জ্বলে। মমান্তর দরশনেতে প্রাণ রক্ষা কর। শ্যামের বিরহে মোর বিচ্ছেদে জ্বলে পাঞ্জর, জ্বলেজ্বলে দেহাজ্বলে জ্বলেকুঞ্জ জ্বলন্তর। প্রাণশ্যামা রূপেশ্বর বিদ্যাধরীমনোহর, দেবকি গন্ধর্বজিনি সেতুল্য না আছে নর। নয়নবাণ প্রেমশর বিন্ধিয়াছে মমান্তর। নিলনিল প্রাণনিল দেহাশূন্য করি মোর। লালটে ভাস্কর তোরপ্রাণ হরিনিল মোর । নয়নে অঞ্চল শোভেসুক্ষইন্দু লালধর। বদন গোলাবী তোর লাগাইয়াছে নয়নেতে […] keyboard_arrow_right
  • শ্যাম-অভিসারে চললি সুন্দরি ধনি
    শ্যাম-অভিসারে চললি সুন্দরি ধনি নব নব রঙ্গিণি সাথে। বাম-শ্রবণ-মূলে শতদল পঙ্কজ কামজয়-ফুলধনু হাথে।। ভালহি সিন্দুর ভানু-কিরণ জনু তহিঁ চারু চন্দন-বিন্দু। মুখ হেরি লাজসে সায়রে লুকায়ল দিনে দিনে খীণ ভেল ইন্দু।। করি-রদ-বিরচিত চারু ভূষণ করে মদন জিনিয়া ধনি সাজ। চরণহি নূপুর মুখর মনোহর রতি-জয়-বাজন বাজ।। ললিতাদি সখি মিলি মঙ্গল-হুলাহুলি শ্যাম-দরশ-রস-আশে। দোঁহে দোঁহা হেরইতে দুহুঁ চিত পুলকিত […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ