• শ্যামর সকল কলারসমীম
    শ্যামর সকল কলারসমীম। গোরি নাগরি কত গুণহিঁ গরীম।। দুহুঁ বনি বেশ বয়স একছান্দ। রাজিত কঞ্জ মঞ্জু মুখচাঁদ।। বিলসই রাসে রসিকবর নাহ। নয়নে নয়নে কত রসনিরবাহ।। দুহুঁ বৈদগধি দুহুঁ হিয়ে হিয়ে লাগ। দুহুঁকে মরমে পৈঠে দুহুঁক সোহাগ।। দুহুঁক পরশরসে দুহুঁ ভেল ভোর। বোলইতে বয়নে উগয়ে নাহি বোল।। পূরল দুহুঁক মনোরথসিন্ধু। উছলিত ভেল তহিঁ স্বেদ উদবিন্দু।। দুহুঁক […] keyboard_arrow_right
  • শ্যামরচন্দ গোরি যব বৈঠল
    শ্যামরচন্দ গোরি যব বৈঠল নিধুবনে সখিগণ সঙ্গ। চাতুরি রভস কলা কত কৌশল কিয়ে কিয়ে মদনতরঙ্গ।। সজনী কো পয়ে ঐছন জান। পিয় পিয় পিপিয় নাদ শুনি আকুল মুরছি আনত ভই আন।।ধ্রু।। ঢর ঢর লোরে নয়ন বহি যাওত কত কত করুণা কোটি। দন্তে তৃণহুঁ কহি প্রিয় দরশন দেহ না হেরিয়া হিয়া যাউ ফোটি।। বহুত বিনতি করে সখির […] keyboard_arrow_right
  • শ্যামরী শ্যামের গুণে উনমত হৈয়া
    শ্যামরী শ্যামের গুণে উনমত হৈয়া। চলিলা নিকুঞ্জে প্রিয় সহচরী লৈয়া।। নানা যন্ত্রে প্রেমমন্দ্রে উঠে উনমাদ। আবেশে অবশ মনে করি শ্যাম-চাঁদ।। চৌদিগে চমকি চায় কালিয়া বলিয়া। আনন্দে নয়ন-জলে পড়িছে ঢলিয়া।। সখী আশে পাশে হাসি উলসিত মনে। গায় সুললিত গীতি সুমধুর তানে।। প্রবেশিলা বৃন্দাবনে দিয়া জয় জয়। উথলে রসের নদী যদুনাথে কয়।। keyboard_arrow_right
  • শ্যামরু শোকে সিন্ধু নিরমায়ল
    শ্যামরু শোকে সিন্ধু নিরমায়ল তথি পর আনল ডারি। সবগুণে হারল যো কছু রহি গেল হৃদি কম্পিত অনিবারি।। সখি হে আর নাহি মীলব কান। গোপতি তনয় সো কাছে মারব আপহি তেজব পরাণ।। গিরিতনয়াধব কতহি নাম লব জপি জপি জীবন শেষ। নিজ বসন লাগে আগি সব রজনী দশমী দশা পরবেশ।। অমরাবতী পতি ঘরণী গুণদ্বয় যদি মঝু হোয়ত […] keyboard_arrow_right
  • শ্যামরূপ হিয়ার মাঝে জাগে
    শ্যামরূপ হিয়ার মাঝে জাগে। কত অনুরাগিণি ঝুরে অনুরাগে।। কিয়ে রূপ মনোহর রায়। যাচিয়া যৌবন দিতে কুলবতী ধায়।। ওই রূপে আছে কি মাধুরী। মদনমুগধি কত মরে ঝুরি ঝুরি। তাহে আর ধরে নানা বেশ। কি করিবে যুবতি মজিল সব দেশ।। রূপে আছে ঔষধ মোহিনি। পরাণে পরাণ সহ করে উমতিনি।। তাহে হাসি কয় কথাখানি। অমিয়া বমিয়া বিধু পড়ল […] keyboard_arrow_right
  • শ্যামল সুন্দর তনু দেখিলুঁ স্বপনে
    শ্যামল সুন্দর তনু দেখিলুঁ স্বপনে। দেখিয়া মোহিত হৈলুঁ আর না লয় মনে। ধু মেঘের বরুণ তনু চিকণিয়া কালা। বিজুলী চঞ্চলা দোলে নবগুঞ্জা মালা।। যে বোল বলহ বৃন্দা বোল দুরাচার। আপনে সদয় হইলে সেহ অলঙ্কার।। বন্ধুয়া আসিব করি পাতিয়াছি ফান্দ। মুখানি নিছিয়াফেলাম লাখকোটি চান্দ।। কেহবলে কালাকালা আমি বলি শ্যাম। আঞ্চলে বান্ধিয়া রাখম কালার নিজ নাম।। সৈয়দ […] keyboard_arrow_right
  • শ্যামল সুন্দর রূপ অমিয়া রসের কূপ
    শ্যামল সুন্দর রূপ অমিয়া রসের কূপ হেরি রাধা পড়ল বিভোর। সম্বিত হইয়া বোলে নিজ চিত্ত কুতূহলে সাধু প্রাণ রহি গেল মোর।। শিখণ্ড শিখর কৃষ্ণ রাধারূপে সতৃষ্ণ উলটি ফিরাইতে নারে আঁখি। মধুর মধুর প্রীত কিবা হই উপনীত সেই সে পিরিতি তার সাখি।। হেনই সময়ে আসি জটিলা কর্কশভাষী বধূ লইয়া চলিলেন সাথ। রাই ছলে ফিরি ফিরি সো […] keyboard_arrow_right
  • শ্যামলা বিমলা মঙ্গলা অবলা
    শ্যামলা বিমলা মঙ্গলা অবলা আইলা রাইয়ের পাশে। যদি স্বতন্তরে তথাপি রাধারে পরাণ অধিক বাসে।। দেখি সুবদনী উঠিলা অমনি মিলিলা গলায় ধরি। কত না যতনে রতন আসনে ঘসায় আদর করি।। রাই-মুখ দেখি হই মহাসুখী কহয়ে কৌতুক-কথা। রজনী-বিলাস শুনিতে উল্লাস অমিয়া অধিক গাথা।। হাস পরিহাসে রসের আবেশে মগন হইল রাধা। চণ্ডীদাস-বাণী নিশির কাহিনী শুনিতে লাগয়ে সাধা।। keyboard_arrow_right
  • শ্যামলা বিমলা মঙ্গলা অবলা
    শ্যামলা বিমলা মঙ্গলা অবলা আইল রাইএর পাশে। যদি স্বতন্তরে তথাপি রাধারে পরাণ অধিক বাসে।। দেখি সুবদনী মিলিল অমনি মিলিল গলায় ধরি। কত না যতনে রতন-আসনে বসায় আদর করি।। রাইমুখ দেখি হৈয়া মহাসুখী কহয়ে কৌতুককথা। রজনী-বিলাস শুনিতে উল্লাস অমিয় অধিক গাথা।। হাস পরিহাসে রসের আবেশে মগনে হইল রাধা। চণ্ডীদাসবাণী নিশির কাহিনী শুনিতে লাগয়ে সাধা।। keyboard_arrow_right
  • শ্যামে সম্ভাষিতে যান বিনোদিনী রাধা
    শ্যামে সম্ভাষিতে যান বিনোদিনী রাধা। নীল বসনে মুখ ঝাঁপিয়াছে আধা।। পিঠেতে পাটের থোপা নামিয়াছে ঝুরি।। লবঙ্গ মালতী মালে গুঞ্জরে ভ্রমরী।। নাসার বেশর দোলে মুকুতা হিলোলে। অধরে মধুর হাসি আধ আধ বোলে।। রঙ্গিম নয়নে কিবা কাজরের রেখা। জলদে বিজুরি যেন চাঁদে দিছে দেখা।। শ্যাম কোলে মিলায়ল রসের মঞ্জরী । জ্ঞানদাসে মাগে রাঙ্গা চরণ মাধুরী।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ