• একে সে মুরতি তার পিরীতি রসের সার
    একে সে মুরতি তার পিরীতি রসের সার আঁখি আড়ে চায় বা না চায়। মধুর মুরলীস্বরে তরুণীপরাণ হরে না চাহিতে যৌবন যাচায়।। কালিন্দীকূলে তরুমূলে উরে পীতবাস। কালাপারা তারে বলি গোয়াল কুলের কালি আজু দেখি লাগিল তরাস।।ধ্রু।। ভালে সে কুটিল কেশ মল্লিকা মালতী বেশ মধুকরী সঙ্গে মধুকর। চন্দনের বিন্দু তাতে উপমা করিতে চিতে হারাইল যত বুদ্ধিবল।। হিয়ায় […] keyboard_arrow_right
  • এর আগেতে রয়্যা
    … ………… এর আগেতে রয়্যা। এ সব সামৃগি জত গোপগনে কোথারে জাইছে লয়্যা।।” ত …………. ………… “….রিতে ইন্দ্রের পুজা। গোকুল-নগরে প্রতি ঘরে ঘরে আছএ জতেক প্রজা।। ……সনে ইঁ……………….জা ল জতেক গোপে। পুজা-উপচার আনি গোপ জত পুজএ হরস রূপে।।” কহে জদু…… …….. ……….পুজা। এত আয়োজন করে জনে জন জত গোপগন পুজা।। তবে কহে বানি মধুর ……….. […] keyboard_arrow_right
  • এসব বচন শুনিঞা উদ্ধব
    এসব বচন শুনিঞা উদ্ধব চিন্তিত হইলা মনে। রাধার আরতি শুনিতে পিরিতি কোহো না জানয়ে প্রেমে ।। কাষ্ঠের পুতলি জেমন থাকয়ে না ফুরে বচন শ্বাস। ভকতি কি রিতি দেখিয়া উদ্ধব কহেন একটি ভাষ।।– “শুন সুধামুখি, শুনি ভেল দুখি নহেত এমনি কাজ। এহেন পিরিতি এড়িয়া জুবতি গেছেন রসিক-রাজ।। চিত কর স্থির সুনহ সুন্দরি, তেজহ দারুণ মতি। হেন […] keyboard_arrow_right
  • কত কত ভুবনে আছয়ে বর নাগরি
    কত কত ভুবনে আছয়ে বর নাগরি কে না করই অভিলাষ। যো পুরুখ রতন যতনে নাহি পাওই সো তুয়া দাসকি আশ।। সজনী আর কত সাধসি মানে। রসময় লোচন লোরে লাঞ্ছসি অনুভূয়ি সহসি পরাণে।। যাকর মুরলী আলাপহি কত কত কুলরমণীগণ ভোর। তোহারি প্রেমভএ বাত না কহতহিঁ অতএ কি মানসি থোর।। প্রেমকি দহন প্রেমপয়ে শীতল আনহি হোয়ত আন। […] keyboard_arrow_right
  • কত ঘর বাহির হইব দিবারাতি
    কত ঘর বাহির হইব দিবারাতি। বিষম হইল কালা কানুর পীরিতি।। খাইতে না রুচে অন্ন শুইতে না লয় মন। বিষ মিশাইলে যেন এ ঘর করণ।। পাসরিতে চাহি যদি পাসরা না যায়। তুষের অনল যেন জ্বলিছে হিয়ায়।। হাসিতে শ্যামের সনে পীরিতি করিয়া। নাহি যায় দিবা নিশি মরয়ে ঝুরিয়া।। পীরিতি এমন জ্বালা জানিব কেমনে। তবে কেন বাড়াই লেহা […] keyboard_arrow_right
  • কনকাচল যব ছায়া ছোড়ল
    কনকাচল যব ছায়া ছোড়ল হিমকর বরিখয়ে আগি। দিনফলে দিনকর শীত না নিবারল হাম জীয়ব কথি লাগি।। সজনি এহো না বুঝিয়ে বিচারে। ধনকা আরতি নাহি ধনবতি পূরল জনম ভরল দুখভারে।।ধ্রু।। জনমে জনমে হরগৌরী আরাধলুঁ শিব ভেল শকতিবিভোর। কামধেনু কত কৌতুকে পূজলুঁ না পূরল মনোরথ মোর।। অমিয়াসরোবরে সবে সিনাওলুঁ সঙ্কট পড়ল পরাণে। বিহি বিপরীত ভেল ঐছন হোয়ল […] keyboard_arrow_right
  • কমল কাননে করিণীর সনে
    কমল কাননে করিণীর সনে করি করে যৈছে মেলি। কানু সুঘড় কামিনী পাইয়া তেমনি করিছে কেলি।। করেতে ধরই কনক কটোরী প্রিয়ার হৃদয় মাঝ। কুঙ্কুম চন্দন করে বিলেপন বিদগধবর রাজ।। কুঞ্জের মাঝারে কানু সে বিহরে কনক লতিকা লৈয়া। কুমুদিনি মন হৈল হরশন কুমুদ বন্ধুয়া পাইয়া।। কতেক প্রকারে কামিনি তোষিল কানু সে পিরীতি জানে। করে কণ্ঠ ধরি অধর […] keyboard_arrow_right
  • কমল-নয়ন ধেয়ান স্মরণ
    কমল-নয়ন ধেয়ান স্মরণ মুদিয়া নয়ান দুটি। ব্রহ্মজ্ঞানেতে দেখি হৃদয়েতে ব্রহ্মার হেনক কুটি।। আমায় ছলিতে আসি বনভিতে ঐছন তাহার কাজ। মোর তথ্য কিছু জানিতে নারিয়ে বুঝিব শকতি আজ।। আমি কি বটিয়ে জানিতে নারিয়ে পাইয়ে মরমে ব্যথা। তেঁই শিশু-বৎস হরিয়া লইল জানিল এ তথ্য-কথা।।” “ভাল ভাল”–বলি জানিয়ে অন্তরে নন্দের নন্দের কান। সৃজিল রাখাল যত ধেনুপাল ইথে সে […] keyboard_arrow_right
  • কমলনয়ন ধেয়ান স্মরণ
    কমলনয়ন ধেয়ান স্মরণ মুদিয়া নয়ান দুটি। ব্রহ্মজ্ঞানেতে দেখি হৃদয়েতে ব্রহ্মার হেনক কুটি।। আমায় ছলিতে আসি বনভিতে ঐছন তাহার কাজ। মোর তথ্য কিছু জানিতে নারিয়ে বুঝিব শকতি আজ।। আমি কি বটিয়ে জানিতে নারিয়ে পাইয়ে মরমে ব্যথা। তেঁই শিশু বৎস হরিয়া লইয়া জানিল এ তথ্য কথা।। ভাল ভাল বলি জানিয়ে অন্তরে নন্দের নন্দন কান। সৃজিল রাখাল যত […] keyboard_arrow_right
  • কহইতে সো ধনি বচন না শুন
    কহইতে সো ধনি বচন না শুন। পহিল সম্ভাষে পুছই নাহি পূন।। আন পরথাই যাই যব পাশে। আন সম্ভাষি আন পরিহাসে।। শুন শুন মাধব তুহুঁ সুচতুর। কিয়ে বিধি পরসন্ন কিয়ে প্রতিকূল।। লাজে লাজাই কহলুঁ এক বেরি। যতনহি নয়নকোণে নাহি হেরি।। মুকুলিত সহকার কুসুম না ভেল। হেরি হেরি ভ্রমর নিরাশ ভৈ গেল।। করকুবলয় চীর চিকুর ছোঁয়ায়ে। কিয়ে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ