• কহে ধনি রাধা কেন তুমি হেথা
    কহে ধনি রাধা “কেন তুমি হেথা কি হেতু ইহার বল। কেন বা আইলে কিসের কারণে কে তোমা পাঠাইয়া দিল।।” তবে কহে দূতী– “শুনহ আরতি মোরে পাঠাইল শ্যাম। সে হেন নাগর আমি সে আইল ভাঙ্গিতে দারুণ মান।। সে হেন নাগরে পরিহরি ধনি আছহ মাধবীতলে। শ্যামের বিধাতা শুনি তার কথা কহিতে পরাণ ঝুরে।।” কহে ধনি রাধা– “শুন […] keyboard_arrow_right
  • কহে ধনী রাধা কেন তুমি হেথা
    কহে ধনী রাধা কেন তুমি হেথা কি হেতু ইহার বল। কেন বা আইলে কিসের কারণে কে তোমা পাঠাইয়া দিল।। তবে কহে দূতী শুনহ আরতি মোরে পাঠাইল শ্যাম। সে হেন নাগর আমি সে আইল ভাঙ্গিতে তোমার মান।। সে হেন নাগর পরিহর ধনি আছহ মাধবী-তলে। শ্যামের বিধাতা ( ?) শুনি তার কথা কহিতে পরাণ ঝুরে।। কহে ধনী […] keyboard_arrow_right
  • কহে যদুমণি শুনহ সজনি
    কহে যদুমণি শুনহ সজনি রাধা আনিবারে গেলে। কি শুনি বচন কহ কহ দেখি সঘনে সঘনে বলে।। সখী কহে তায় শুন শ্যাম রায় রাধার বড়ই রোষ। তুমি গেলে যদি তার মান ঘুচে আমার কি আছে দোষ।। সখীর বচনে কমল-নয়ন আপনি সাজত কান। বেশ সে সুবেশ অতি মনোহর ভাঙ্গিতে রাধার মান।। বাঁধল কুন্তল লোটন সুন্দর বেড়িয়া মালতীদাম। […] keyboard_arrow_right
  • কহে যদুমণি শুনহ সজনি
    কহে যদুমণি “শুনহ সজনি, র‍াধা আনিবারে গেলে। কি শুনি বচন কহ কহ দেখি” সঘনে সঘনে বলে।। সখী কহে তায় “শুন শ্যামরায়, রাধার বড়ই রোষ। তুমি গেলে যদি তার মান ঘুচে আমার কি আছে দোষ।।” সখীর বচনে কমল-নয়ন আপনি সাজত কান। বেশ সে সুবেশ অতি মনোহর ভাঙ্গিতে রাধার মান।। বাঁধল কুন্তল লোটন সুন্দর বেড়িয়া মালতী-দাম। তাহার […] keyboard_arrow_right
  • কহেন কারণ নন্দের নন্দন
    কহেন কারণ নন্দের নন্দন — “তুমি কি জানহ মোরে। কোটি ব্রহ্মা আছে কিবা তার কাছে গণনা আছয়ে তোরে। মুদহ নয়ান দেখহ গেয়ান দেখাব কতেক জনা।। শতমুখ দেখ সহস্রমুখে দেখ দশমুখ আছে কতি।” এ সব দেখল মুদিত নয়ন কে জানে ঐছন গতি।। মন বিচারিয়া দেখল বেকত হইল ফাঁফর মনে। চরণে পড়িয়া স্তুতি করি শত– “কে তোমা-মহিমা […] keyboard_arrow_right
  • কহেন কারণ নন্দের নন্দন
    কহেন কারণ নন্দের নন্দন তুমি কি জানহ মোরে। কোটি ব্রহ্মা-আছে, কিবা তার কাছে গণনা আছয়ে তোরে।। মুদহ নয়ান দেখহ গেয়ান দেখাব কতেক ব্রহ্মা। এক সে পলকে দেখহ টাটকে জানহ কতেক জনা।। শতমুখ দেখ সহস্রমুখ দেখ দশমুখ আছে কতি। এ সব দেখল মুদিত নয়ন কে জানে ঐছন গতি।। মন বিচারিয়া দেখল বেকত হইল ফাঁফর মনে। চরণে […] keyboard_arrow_right
  • কাঞ্চন-কমল নিন্দি মুখ সুন্দর
    কাঞ্চন-কমল নিন্দি মুখ সুন্দর কাহে পুন ঝামর ভেলি। করতলে সতত করই অবলম্বন ছোড়ল কৌতুক কেলি।। হরি হরি না বুঝিয়ে গৌরাঙ্গ বিলাস। অভিনব ভাব বে- কত কিয়ে করতহিঁ কিয়ে ইহ সহজ প্রকাশ।। কহতহিঁ গদগদ কৈছনে বিছুরব ভেল মঝু শ্যামর দায়। ইহ দুখ হাম কহিয়ে না পারিয়ে হৃদি সঞে কৈছে বাহিরায়।। খেনে করু খেদ খেনে খেনে নিরবেদ […] keyboard_arrow_right
  • কাঁদয়ে নিন্দুক সব করি হায় হায়
    কাঁদয়ে নিন্দুক সব করি হায় হায়। একবার নদীয়া এলে ধরিব তার পায়।। না জনি মহিমা গুণ কহিয়াছি কত। এইবার লাগাইল পাইলে হব অনুগত।। দেশে দেশে কত জীব তরাইল শুনি। চরণে ধরিলে দয়া করিবে আপনি।। না বুঝিয়া কহিয়াছি কত কুবচন। এইবার পাইলে তার লইব শরণ।। গৌরাঙ্গের সঙ্গে যত পারিষদগণ। তারা সব শুনিয়াছি পতিতপাবন।। নিন্দুক পাষণ্ড যত […] keyboard_arrow_right
  • কানাই কত ফরকাহ চুল
    কানাই কত ফরকাহ চুল। দানী হৈয়া পথে যে জন বৈসয়ে তার ধরমগণ্ডা মূল।। আছে ঘন তোমার চাঁচর কেশ টানিয়া বান্ধ্যাছ ভালে। তাহার উপরে শিখী-পাখীর পাখা জড়ান বকুল-মালে।। এ তোড়ল বলয়া ঘাঘর ইথে আছে বুঝি ভাড়া। নন্দরাজ ঘরে নবনী খাইয়া হৈয়াছ উমাদ ষাঁড়া।। বনের কাষ্ঠ ঘসিয়া মেখেছ কত না সুগন্ধ তাহে। কি দেখি তোমার যুবতি ভুলিবে […] keyboard_arrow_right
  • কানু রহল পরদেশ
    কানু রহল পরদেশ। জলদ সময় পরবেশ।। দামিনী দশ দিশ ধাব। নিকরুণ কান্ত না আব।। সজনি কাহে করব দিন বঞ্চ। জীবইতে ভেল অশঞ্চ।।ধ্রু।। গগনে গরজে ঘন ঘোর। শুনি উনমত চিত মোর।। যব নিশি বাহিরে পয়ান। শীকরে নিকলে পরাণ।। দিনকর দিবস উপেখি। অলিকুল কমলে না পেখি।। চাতক পিউ পিউ নাদ। জ্ঞানদাস কহ পরমাদ।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ