কহে যদুমণি “শুনহ সজনি, রাধা আনিবারে গেলে। কি শুনি বচন কহ কহ দেখি” সঘনে সঘনে বলে।। সখী কহে তায় “শুন শ্যামরায়, রাধার বড়ই রোষ। তুমি গেলে যদি তার মান ঘুচে আমার কি আছে দোষ।।” সখীর বচনে কমল-নয়ন আপনি সাজত কান। বেশ সে সুবেশ অতি মনোহর ভাঙ্গিতে রাধার মান।। বাঁধল কুন্তল লোটন সুন্দর বেড়িয়া মালতী-দাম। তাহার […]
keyboard_arrow_right