• সৌন্দর্য্য অমৃতসিন্ধু তাহার তরঙ্গবিন্দু
    সৌন্দর্য্য অমৃতসিন্ধু তাহার তরঙ্গবিন্দু ললনার চিত্তাদ্রি ডুবায়। কৃষ্ণের যে নর্ম্মকথা সুধু সুধাময় গাথা কর্ণ তায় নদী হয়ে ধায়।। কহ সখি কি করি উপায়। কৃষ্ণেরদ মাধুরীছান্দে সর্ব্বেন্দ্রিয়গণে বান্ধে বলে পঞ্চেন্দ্রিয় আকর্ষায়।। নবাম্বুদ জিনি দ্যুতি বসন বিজুরী ভাতি ত্রিভঙ্গিম রম্যবেশ তায়। মুখ জিনি পদ্মচাঁদ নয়নকমল ফাঁদ মোর দিঠি আরতি বাঢ়ায়।। মেঘ জিনি কণ্ঠধ্বনি তাহে নূপুর কিঙ্কিণী মুরলি […] keyboard_arrow_right
  • স্বরূপেরে ধরি গোরা যায়
    স্বরূপেরে ধরি গোরা যায়। গালি পাড়ে শ্যাম বন্ধুয়ায়।। সে শঠ লম্বট রতিচোর। কত না দুর্গতি করে মোর।। কুল মান সকলি নাশিল। পতি গেহে আনল ভেজাইল।। শেষে কালা মোহে পরিহরি। কেলি করে লৈয়া অন্য নারী।। মুই কি হইনু তার পর। ইহা কহি কাঁদিয়া ফাঁফর।। বাসু কহে কি বুঝিব আমি। যার লাগি কাঁদ সেই তুমি।। keyboard_arrow_right
  • স্বর্ণ-বর্ণ বিবর্ণ ভৈ গেল
    স্বর্ণ-বর্ণ বিবর্ণ ভৈ গেল পূর্ণ বিধু-মুখ তূর্ণ নিরসল নয়ন-পঙ্কজ নিরহি ভীগল হিয়ক অম্বর রে। মান ভেল তুয় প্রাণ-গাহক নহিলে উপেখসি রসিক-নায়ক যো ভেল সো ভেল অবহুঁ অবুধিনি অপন সম্বর রে।। যতহি মন মহ কোপ উপজত ততহি কোপ কি করিতে সমুচিত পায়ে পরণত যো জন হোয়ত তাহে কি তেজিয়ে রে। হীত কহইতে অহিত মানসি সুহৃদ-গণে তুহুঁ […] keyboard_arrow_right
  • হন্ত ন কিমু মন্থরয়সি
    হন্ত ন কিমু মন্থরয়সি সন্ততমভিজল্পম্। দন্ত-রোচি রন্তরয়তি সন্তমসমনল্পম্।। রাধে পথি মুঞ্চ ভূরি সম্ভ্রমমভিসারে। চারয় চর- ণাম্বুরুহে ধীরং সুকুমারে।।ধ্রু।। সন্তনু ঘন- বর্ণমতুল কুন্তল-নিচয়ান্তম্। ধ্বান্তং তব জীবতু নখ- কান্তিভিরভিশান্তম্।। সসনাতন মানসাদ্য যান্তী গতশঙ্কম্। অঙ্গীকুরু মঞ্জু-কুঞ্জ বসতেরলমঙ্কম্।। keyboard_arrow_right
  • হরি হরি কি কহব বিপতি-বিশেষ
    হরি হরি কি কহব বিপতি-বিশেষ। হেরইতে পরিজন তনু ভেল শেষ।। হরিণি-নয়নি যছু নব নব রঙ্গ। হত-বিধি কয়ল মলিন তছু অঙ্গ।। হিম-ঋতু-হিম-হত জনু অরবিন্দ। হেম-বরণ মুখ ভেল তছু বন্ধ।। হেন নাহি অঙ্গ মলিন ভিন কোই। হিন রাধামোহন দাস কহ ফোই।। keyboard_arrow_right
  • হরি হরি গোরা কেনে কান্দে
    হরি হরি গোরা কেনে কান্দে। না জানি ঠেকিলা গোরা কার প্রেম-ফান্দে তেজিয়া কালিন্দী-তীর কদম্ব-বিলাস। এবে সিন্ধু-তীরে কেনে কিবা অভিলাষ।। যে করিল শত কোটি গোপী সঙ্গে রাস। এবে সে কান্দয়ে কেনে করিয়া সন্ন্যাস।। যে আঁখি-ভঙ্গীতে কত অনঙ্গ মুরছে। এবে কত শত ধারা বাহিয়া পড়িছে।। যে মোহন চূড়া-ছাঁদে জগত মোহিত। সে মস্তকে কেশ-শূন্য অতি বিপরীত।। পীত বাস […] keyboard_arrow_right
  • হরি হরি গোরা কোথা গেল
    হরি হরি গোরা কোথা গেল। কেনে নিদারুণ বিধি এত দুঃখ দিল।।ধ্রু।। হিয়া মোর জর জর পাঁজর গেল ধসি। পরাণ গেল যদি পিরীতি কিসে বাসি।। ঘরের বাহির নহি কুলের রমণী। স্বপনে না হয় দেখা করিব কি জানি।। সে রূপমাধুরী লীলা কাহারে কহিব। গোরা পহুঁ বিনে মুই অনলে পশিব।। গোরা বিনু প্রাণ রহে এই বড় লাজ। বাসু […] keyboard_arrow_right
  • হা হরি হা হরি হরি হরি হরি
    হা হরি হা হরি হরি হরি হরি হব সে হুতাশে সারা। হরি কি হিয়ায়ে হানি বাণ সব হরি বা কেমন পারা।। হের দেখি হরি হরষ পরশ তেজহ কিসের লাগি। হিয়াতে হুতাশ হয় নহে হরি বিদারি দেখহ আগি।। হাস পরিহাস রভস হারাস হরি নিদারুণ হও। হরষে গোপিনী যমুনাতে গিয়ে মরিলে তবে সে যেও।। হরিণী যেমন হাণে […] keyboard_arrow_right
  • হা হরি হা হরি হরি হরি হরি
    হা হরি হা হরি হরি হরি হরি হব সে হুতাশে সারা। হরি কি হিয়ায়ে হানি বাণ সব হরি বা কেমনপারা।। হের দেখি হরি হরষ পরশ তেজহ কিসের লাগি। হিয়াতে হুতাশ হয় নহে হরি বিদারি দেখহ আগি।। হাস পরিহাস রভস হারাস হরি নিদারুণ হও। হরষে গোপিনী যমুনাতে গিয়ে মরিলে তবে সে যেও।। হরিণী যেমন হানে ব্যাধগণ […] keyboard_arrow_right
  • হামারি যতেক দুখ বিরহ-হুতাশ
    হামারি যতেক দুখ বিরহ-হুতাশ। সবহি কহবি তুহুঁ বিরহিণি পাশ।। দুয় এক দিবসে মিলিব হাম যাই। যতনহি তুহুঁ পরবোধবি রাই।। কহবি সজনি মঝু আরতি-বাণী। তাকর মুখ হেরি বিছুরহ জানি।। শুনি দুতি ধাই চললি ধনি পাশ। গদ গদ কহতহিঁ বলরাম দাস।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ