• কপট চাতুরী চিতে জন-মন ভুলাইতে
    কপট চাতুরী চিতে জন-মন ভুলাইতে লইয়ে তোমার নামখানি। দাঁড়াইয়া সত্য-পথে অসত্য যজিয়ে তাথে পরিণামে কি হবে না জানি।। ওহে নাথ মো বড় অধম দুরাচার। সাধু শাস্ত্র গুরু বাক্য না মানিলুঁ মুঞি ধিক অতয়ে সে না দেখি উদ্ধার।। লোকে করে সত্য বুদ্ধি মোর নাহি নিজ-শুদ্ধি উদার হইয়া লোকে ভাঁড়ি। প্রেম-ভাব মোরে করে নিজ গুণে তারা তরে […] keyboard_arrow_right
  • কবরি বিথারিত বালিশ তলপে
    কবরি বিথারিত বালিশ তলপে। হরি নীলিম ভুজ ঠেসন অলপে।। ধনি মুখ মণ্ডল হেরহ সজনী। ধূসর চাঁদ কিয়ে ভেল রে রজনী।। উচ কুচ কোরক নখরক দাগে। শ্যাম সাজাওল নিজ অনুরাগে।। শিথিল বাহু রহু নাগর কান্ধে। মরকতে ঢালল হাটক ছান্দে।। বিপুল নিতম্বহি বিগলিত বসনা। কানুক জানু কতহি ভেল গহনা।। প্রতি তনু হেরইতে লাগয়ে চঙ্ক। সবহুঁ শোহায়ত নাগর […] keyboard_arrow_right
  • কমল জিনিয়া আঁখি
    কমল জিনিয়া আঁখি শোভা করে মুখশশী করুণায় সভাপানে চায়। বাহু প্রসারিয়া বোলে আইস আইস করি কোলে প্রেমধন সভারে বিলায়।। ভুবন ভুলানো বেশ শোভিছে চাঁচর কেশ বান্ধে চূড়া অতি মনোহর। নাটুয়া ঠমকে চলে বুক বাহি পড়ে লোরে বিবিধ জীবের তাপহর।। হরি হরি বোল বলে ডাহিনে বামে অঙ্গ দোলে রাম গৌরীদাসের গলা ধরি। মধুমাখা মুখচান্দ নিতাই প্রেমের […] keyboard_arrow_right
  • কমলিনী বাণী সুকোমল জিনি
    কমলিনী বাণী সুকোমল জিনি শুনিয়ে রসিক মণি। গদ গদ স্বরে কাতর অন্তরে কহে জোড় করি পাণি।। পিরীতি কি জানি ফিরি বনে বনে গোধন পালন মতি। তুমি প্রেমধাম প্রেমময়ী নাম মুরতি পিরীতিবতি।। প্রেমরসকূপ রসের স্বরূপ তুমি প্রণয়ের ধাতা। প্রেমের উদয় তোমা হতে হয় তুমি প্রেমধন দাতা।। বেদস্তুতি যত সেহ বিনিন্দিত মধুর ভর্ৎসনে তোর। তোর প্রেমরীতে নাগরালি […] keyboard_arrow_right
  • কর অঙ্গুলে হরি ধনিক বদন ধরি
    কর অঙ্গুলে হরি ধনিক বদন ধরি হসি হসি বোলত বাণি। এ তুয়া বদন চাহি মঝু অন্তর কৈছন করত না জানি।। সুন্দরি অতয়ে নিবেদিয়ে তোয়। যৈছন সদয় হৃদয়ে সুখ দেয়লি ঐছে রিঝায়বি মোয়।। নিরুপম রূপ অমিয়া রস পানহি নয়নক সাফলি দেখি। প্রতিতনু সরস পরশ রস লোভহি কাতর ভেল অলেখি।। দারুণ মদন এ হেন জনে মারত সবহুঁক […] keyboard_arrow_right
  • করযুড়ি কহে ধনি শুন দেব দিনমণি
    করযুড়ি কহে ধনি শুন দেব দিনমণি জনম সেবন কৈলুঁ তোর। ধনজন পরিবার সব হবে ছারখার এই সে কপালে ছিল মোর।। দিনমণি কর অবধান। পতি যদি মরি যাবে তবে মোর কিনা হবে কোন কাজে রাখিব পরাণ।। দেবর ননদ মোরা বাসে যেন আঁখিতারা শাশুড়ী সোহাগ করে সদা। এসব মরিয়া যাবে আমারে দেখিতে হবে এ তাপে কেমনে জীবে […] keyboard_arrow_right
  • করু জলকেলি আলি সঁয়ে বালা
    করু জলকেলি আলি সঁয়ে বালা। হেরলুঁ পথে জনু চাঁদকি মালা।। অপরূপ রূপ নয়নে মঝু লাগি। অনুখন মাধুরি মরমহি জাগি।। এ সখি মোহে হেরি রাই। বিহসি রহলি ধনী গীম মোড়াই।। সো মুখ ঝলমল নিরমল জ্যোতি। লোলিত নাসিক বেশর মোতি।। রঙ্গিম জাদ বিথারল পীঠ। চকিতহি মঝু মন লাগলি দীঠ।। ঐছে সুকেশিনী হম নাহি পেখি। চীত মুরতি হিয়ে […] keyboard_arrow_right
  • করে কর মণ্ডিত মণ্ডলি মাঝ
    করে কর মণ্ডিত মণ্ডলি মাঝ। নাচত নাগরি নাগররাজ।। বাজত কত কত যন্ত্র সুতান। কত কত রাগমান করু গান।। কত কত অঙ্গভঙ্গ করকম্প। চালয়ে চরণ সুমঞ্জীর ঝম্প।। কঙ্কণকিঙ্কিণী বলয়নিসান। অপরূপ নাচত রাধা কান।। জনু নবজলধরে বিজুরিক ভাতি। কহ মাধব দুহুঁ ঐছন কাঁতি।। keyboard_arrow_right
  • করে কর যোড়ি মিনতি করু তো সঞে
    করে কর যোড়ি মিনতি করু তো সঞে চরণে করল প্রণিপাত। কোপে কমলমুখি নয়নে না হেরসি অভিমানে অবনত মাথ।। সুন্দরি ইথে কি মনোরথ পূর। যাচিত রতন তেজি পুন মাঙ্গন সো মীলন অতি দূর।।ধ্রু।। কোকিলনাদ শ্রবণে যব শূনবি তব কাঁহা রাখবি মান। কোটি কুসুমশর হিয়া পর বরিখব তব কৈছে ধরবি পরাণ।। মঝু এত বচনে তোহার নাহি আরতি […] keyboard_arrow_right
  • কলধৌত কলেবর গৌরতনু
    কলধৌত কলেবর গৌরতনু। তছু রঙ্গ তরঙ্গ নিতাই জনু।। কোটি কাম জিনী কিয়ে অঙ্গছটা। অবধূত বিরাজিত চন্দ্রঘটা।। শচিনন্দন কণ্ঠে সুরঙ্গ মালা। তহিঁ রোহিণিনন্দন দীগ আলা।। গজরাজ জিনী দুন ভাই চলে। মকরাকৃতি কুণ্ডল গণ্ডে দোলে।। মুনি ধ্যান ভুলে সতিধর্ম্ম টলে। জগতারণ কারণ বিন্দু বলে।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ