• কলহ করিয়া ছলা আগে পহুঁ চলি গেলা
    কলহ করিয়া ছলা আগে পহুঁ চলি গেলা ভেটিবারে নীলাচল রায়। বিচ্ছেদে ভকতগণ হইয়া বিষণ্ণ মন পদচিহ্ন অনুসারে দায়।। নিতাই বিরহে নয়ন ভেল অন্ধ। আঠার নালা হৈতে কান্দি কান্দি যান পথে নিত্যানন্দ অবধুত চন্দ।। সিংহ দ্বারেতে গিয়া মরমে বেদনা পাইয়া দাঁড়াইলা নিত্যানন্দ রায়। সভে অতি অনুরাগী উদ্দেশ পাবার লাগি নীলাচলবাসিরে সুধায়।। জাম্বুনদ স্বর্ণ জিনি গৌর বরণ […] keyboard_arrow_right
  • কলি কবলিত কলুষ জারত
    কলি কবলিত কলুষ জারত দেখিয়া জীবের দুখ। করল উদয় হইয়া সদয় ছাড়িয়া গোকুল সুখ।। দেখ গৌরগুণের সীমা। দীনহীন পাইয়া দিছেন যাচিয়া বিরিঞ্চিবাঞ্ছিত প্রেমা।। অকিঞ্চন বেশে ফিরে দেশে দেশে সঙ্গে লৈয়া নিজজন। করিয়া সন্ন্যাস হৈলা আন বেশ কে বুঝে তাহার মন।। পতিত পাবন বলে সব জন এসব করুণা লাগি। শোকের সাগর এ রায় শেখর ও রাঙ্গা […] keyboard_arrow_right
  • কলি ঘোর তিমিরে গরাসল জগজন
    কলি ঘোর তিমিরে গরাসল জগজন ধরম করম রহু দূর। অসাধনে চিন্তামণি বিহি মিলাওল আনি গোরা বড় দয়ার ঠাকুর।। ভাই রে গোরাগুণ কহনে না যায়। কত শত আনন কত চতুরানন বরণিয়া ওর না পায়।।ধ্রু।। চারি বেদ ষড়্‌- দরশন পড়িয়াছে সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। কিবা তার অধ্যয়ন লোচনবিহীন যেন দরপণে কিবা তার কাজে।। বেদ বিদ্যা দুই […] keyboard_arrow_right
  • কলিকাল করি ধন্য অবতরি শ্রীচৈতন্য
    কলিকাল করি ধন্য অবতরি শ্রীচৈতন্য নবদ্বীপে করিলা বিহার। গোলক গোকুল ধাম ধন্য নবদ্বীপ গ্রাম যাহে পূর্ণ পূর্ণ অবতার।। স্বয়ং কৃষ্ণ ভগবান নিত্যানন্দ বলরাম অদ্বৈত আচায্য সদাশিব। পণ্ডিত শ্রীগদাধর প্রভুশক্তিগণ বর উদ্ধারিতে কলি ঘোর জীব।। শচীমাতা অগ্রগণ্যা যশোদা রোহিণী ধন্যা ধন্য ধন্য মিশ্র জগন্নাথ। জন্মিয়া যাহার ঘরে সন্ন্যাসী হইয়া ফিরে কৃষ্ণ চন্দ্র আপনি সাক্ষাৎ।। করিয়া পরম […] keyboard_arrow_right
  • কহ কহ এ সখি মরম কি বাত
    কহ কহ এ সখি মরম কি বাত। সো তোহে কি করল শ্যামর গাত।। মনমথ কোটি মথন তনু রেহ। কৈছে উবরি তুঁহু আওলি গেহ।। কুলবতী কোটি হোয়ে যদি অন্ধ। পাওলি কছু কিয়ে সো মুখ গন্ধ।। যাকর মুরলী শ্রবণে যহি লাগে। খসতহি বসন শাশ পতি আগে।। অব নিরধারসি কোন বিচার। বল্লভ সো রস সাগর পার।। keyboard_arrow_right
  • কহ কহ শ্যাম চিকনিঞা
    কহ কহ শ্যাম চিকনিঞা। রজনী বঞ্চিলে কোন রসবতী পায়্যা।। নয়নে ঝমকে তোমার মলিন অধর। গদগদ কহ কথা ঘুমেতে কাতর।। নিকটে না আইস বঁধু থাক ঐখানে। সাঁজে হারাইয়া তোমায় পায়্যাছি বিহানে।। যেইখানে ছিলে বঁধু সেইখানে যাও। মনের মানস তথা ক্ষেণেক ঘুমাও।। দ্বিজ বলরাম কহে মিনতি আমার। তব পদে দেহ স্থল নন্দের কুমার।। keyboard_arrow_right
  • কহ সখি মোরে কি করি লো
    কহ সখি মোরে কি করি লো। কে হরিল মম সে হরি লো।। কি লয়ে এখন বিহরি লো। ক্ষণে তনু উঠে শিহরি লো।। প্রহারে কোকিল কুহরি লো। চোর ধরি যে প্রহরী লো।। দারুণ বিরহ লহরী লো। কোথায় করিব শ্রীহরি লো।। বিফলে পোহালে শর্ব্বরী লো। কেমনে বাঁচিবে পামরী লো।। হরি নিল কোন্ আহিরী লো। শেখর সন্ধানে বাহিরিলো।। keyboard_arrow_right
  • কহিয় কানুরে সই কহিয় কানুরে
    কহিয় কানুরে সই কহিয় কানুরে। একবার পিয়া যেন আইসে ব্রজপুরে।। নিকুঞ্জে রাখিলুঁ মোর এই গলার হার। পিয়া যেন গলায় পরয়ে একবার।। এই তরুশাখায় রহিল শারী শুকে। এই দশা পিয়া যেন শুনে ইহার মুখে।। এই বনে রহিল মোর রঙ্গিণী হরিণী। পিয়া যেন ইহারে পুছয়ে সব বাণী।। শ্রীদাম সুবল আদি যত তার সখা। ইহা সভার সনে পুনরায় […] keyboard_arrow_right
  • কহে হেন হবে কি আমারে
    কহে হেন হবে কি আমারে। এ হেন দেখিব রাইয়েরে।। ললিতা অঙ্গুলি করে ধরি। অভিসার করব সুন্দরী।। সে বদনচান্দের মাধুরী।। সে হাস্য যে বিনোদচাতুরী।। সে নয়নকোণের চাহনি। মৃদু হাস্য মুখ মোড়ায়নি।। বলয়াকিঙ্কিণীধ্বনি শুনি। মদনকে জাগায় মোহিনী।। তাহা আমি শুনিব কি কানে। চমক পাইবে মোর মনে।। এ যদুনন্দনদাস ভণে। রাই বিনু না রহে জীবনে।। keyboard_arrow_right
  • কানন কুঞ্জে কুসুম পরকাশ
    কানন কুঞ্জে কুসুম পরকাশ শারি-শুক-পিকু-মধুরিম ভাষ গুঞ্জত ভ্রমরা ভ্রমরি উতরোল। মধু-লোভে মাতল আনন্দে ভোল তাহি গমন করু বিদগধ-রাজ। রণঝন কিঙ্কিনি নূপুর বাজ।। ভ্রমি ভ্রমি বৈঠল নিভৃত-নিকুঞ্জে। শেজ বিছায়ল কিশলয় পুঞ্জে।। পথ হেরি আকুল বিকল পরাণ। অবহুঁ না সুন্দরি কয়ল পয়াণ।। অন্তরে মদন কয়ল পরকাশ। চৌদিগে হেরত গোবিন্দদাস।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ