কান্দয়ে মহাপ্রভু গদাধর সঙ্গে। পহিলহি পুরব পিরীতি-পরসঙ্গে।। সোঙরি সে সব সুখ নিকুঞ্জকাননে। উপজল দুহুঁ প্রেমভাব মনে মনে।। সুগন্ধি চন্দন মালা তুলসী দূর্ব্বা লৈয়া। দুহুঁ দোহাঁ সম্ভাষণে মিলিল আসিয়া।। হাসি হাসি পরশি পরশি করু কোর। দুহুঁ রসে ভাসল না বুঝল ওর।। না জানি পুরুষ নারী না জানি ভকত। দোঁহার আবেশে তিন লোক উনমত।। কহয়ে নয়নানন্দে নিগুঢ় […]
keyboard_arrow_right