• কানাই তোমার তিলেক নাহি লাজ
    কানাই তোমার তিলেক নাহি লাজ। বিষয় কে দিল পথে ঠেকিলে রাধার হাতে অলপ না বাসিহ কাজ।। মোহন মুরতি ধর সন্ধানে মুরলী পূর বুকে হান মনমথ বাণ। রমণী মণ্ডলী করি আভরণ নিব কাড়ি ভালমতে সাধাইব দান।। কাড়ি নিব পীত ধড়া এলায়ে ফেলিব চূড়া মুরলী ভাসায়ে দিব জলে। কুবোল বলিবে যদি মাথায় ঢালিব দধি যেবা থাকে দানীর […] keyboard_arrow_right
  • কানু পরিবাদ মনে ছিল সাধ
    কানু পরিবাদ মনে ছিল সাধ সফল করিল বিধি। কুজনবচনে ছাড়িতে নারিব সে হেন গুণের নিধি।। বন্ধুর পিরীতি শেলের ঘা পহিলে সহিল বুকে। দেখিত দেখিতে বেথাটি বাঢ়িল এ দুখ কহিব কাকে।। হিয়া দগ দগ করে নিরন্তর যারে না দেখিলে মরি। হিয়ার ভিতরে কি শেল সাম্ভাইল বল না কি বুদ্ধি করি।। অন্য বেথা নয় বোধে শোধে রয় […] keyboard_arrow_right
  • কানু কহে শশিমুখি কর অবধান
    কানু কহে শশিমুখি কর অবধান। তহুঁ রতিরণবীর অব হাম জান।। তুয়া ঠাম ঠমকে চমক ভেল কাম। ভাগি রহল দূরে গণি পরিণাম।। তুহুঁ ধনি করলি যৈছন কেলি। হাম নাহি জানিয়ে ঐছন মেলি।। অব হাম গুরু করি মানলুঁ তোয়। অদভূত রতিরীতি শিখায়লি মোয়। অধরে দশনচিহ্ন দেয়লি হঠিনী। হৃদয় বিদারল তুয়া কুচ কঠিনী।। নখরে বিদারল সব তনু মোর। […] keyboard_arrow_right
  • কানুক গোঠ গমন হেরি রাই
    কানুক গোঠ গমন হেরি রাই। বিরহে বেয়াকুল নিরজনে যাই।। তহিঁ মুখরা সখি সঞে উপনীত। রাইক মুখ হেরি গদগদ চীত।। সো কহে কাহে বিলপসি অনুরাগে। হাম মিলায়ব তোহে কানুক আগে।। ধনি কহে এক বার হেরব তাহে। উদ্ধব কহয়ে গোঠে কানন মাহে।। keyboard_arrow_right
  • কানুদরশ লাগি ভানুকুমারি
    কানুদরশ লাগি ভানুকুমারি। গদগদ অন্তর কহই না পারি।। পুলকে পুরিত তনু লোচনে লোর। শ্যামদরশে চিত ভেল অতি ভোর।। সখিগণ সঙ্গহি কয়ল পরাণ। বৃন্দাবিপিনহিঁ হেরইতে কান।। যাই মিলল ধনি যমুনাক তীর। প্রেমদাস তহিঁ করত সমীর।। keyboard_arrow_right
  • কানুরে পাঠাইয়া বনে যশোদা বিষাদমনে
    কানুরে পাঠাইয়া বনে যশোদা বিষাদমনে আসিয়া রাইবে করে কোরে। দুখে আউলাইছে গা মুখে না নিঃসরে রা বসন ভিজিয়া গেল লোরে।। গদগদস্বরে রাণী কহয়ে বিষাদবাণী ধরিয়া রাধার দুটি করে। কীর্তিদা সমান হেন আমারে জানিবা তেন সে ঘর এ ঘর সব তোরে।। কি আর করিব সাধ সকল পড়িল বাদ দিনেক রাখিতে নারি তোমা। এমনি বিষম লোক জীয়ন্তে […] keyboard_arrow_right
  • কান্দয়ে মহাপ্রভু গদাধর সঙ্গে
    কান্দয়ে মহাপ্রভু গদাধর সঙ্গে। পহিলহি পুরব পিরীতি-পরসঙ্গে।। সোঙরি সে সব সুখ নিকুঞ্জকাননে। উপজল দুহুঁ প্রেমভাব মনে মনে।। সুগন্ধি চন্দন মালা তুলসী দূর্ব্বা লৈয়া। দুহুঁ দোহাঁ সম্ভাষণে মিলিল আসিয়া।। হাসি হাসি পরশি পরশি করু কোর। দুহুঁ রসে ভাসল না বুঝল ওর।। না জানি পুরুষ নারী না জানি ভকত। দোঁহার আবেশে তিন লোক উনমত।। কহয়ে নয়নানন্দে নিগুঢ় […] keyboard_arrow_right
  • কামিনি কাম কলা কিয়ে জীতল
    কামিনি কাম কলা কিয়ে জীতল নীচল শ্যামরদেহ। যামিনি শেষ বেশ সব খণ্ডিত তবহুঁ না পাওত থেহ।। সখি হে হোর দেখ রাইক ঠাম। স্বেদিত সবতনু শ্বাস বহত ঘন কীয়ে করব পরিণাম।।ধ্রু।। শ্যামর বদন-কমল-মধু পানহিঁ অবহি কি ভেল বিভোর। অধরে অধর ধরি নিচলে নিচুম্বল প্রতিতনু ঠোরহিঁ ঠোর।। অতুল মদালসে সবহুঁ বিছুরল শূতলি ধনি তনু ঢারি। উহ কিয়ে […] keyboard_arrow_right
  • কালিন্দী কিনারে কান
    (তথা হি) কালিন্দী কিনারে কান বৈঠহি তুহারি ধ্যান একহু পলক যুগ কোটি কোটি মানহি। কুহু কুহু লিয়ে তান কোকিলাক সারী গান দুসরে অনঙ্গবাণ হোই প্রাণ হানহি।। ফুলহি বিছাই সেজ দুরহি দূরন তেজ শ্রবণে বয়নে আওর আন নাহি বাতহি। বাঁশুরী মে সোই ঠাম নেতহি তোহারি নাম যামিনী সো যাম যাম যায় হোয় যাঁতহি।। keyboard_arrow_right
  • কালিন্দীর কূলে নাগররাজ
    কালিন্দীর কূলে নাগররাজ দেখি কুল শীলে পড়িল বাজ নয়ন সন্ধানে ভাঙ্গিল লাজ হৃদয়ে রহল ধন্দ রে। মদনমোহন চূড়ার ছান্দ কুলবতিচিত বান্ধিতে ফান্দ তাহার উপরে ময়ূর চান্দ পবনে উড়িছে মন্দ রে।। কপালে চন্দন শরদ-শশী সুরঙ্গ অধরে মধুর হাসি রাধা রাধা বলি বাজায় বাঁশী উগারে অমিয়াপুঞ্জ রে। নবীন পল্লব শিরীষ ফুলে শেজ বিছাইঞা কদম্বমূলে চৌদিগে ঘেরিঞা মাধবী […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ