• দরশনে উনমুখী দরশন সুখে সুখী
    দরশনে উনমুখী দরশন সুখে সুখী আঁখি মোর নাহি জানে আন। যাঁহা যাঁহা পড়ে দিঠি তাঁহা অনিমিখে ছুটি সে রূপমাধুরী করে পান।। মধুর হইতে সুমধুর মধুর অমিয়াপূর মধুর মধুর মৃদু হাস। চঞ্চল কুণ্ডল আভা ঝলমল মুখশোভা দেখিতে লোচন অভিলাষ।। কহিতে রূপের কথা মরমে পরম ব্যথা লাখে বিধি না দিলে বয়ান। দেখে আঁখি কহে মুখ তাতে কি […] keyboard_arrow_right
  • দশদিশ নিরমল ভেল পরকাশ
    দশদিশ নিরমল ভেল পরকাশ। সখীগণ মনে ঘন উঠল তরাস।। আম্রে কোকিল ডাকে কদম্বে মউর। দাড়িম্বে বসিয়া কীর বোলয়ে মধুর ।। দ্রাক্ষাডালে বসি ডাকে কপোত কপোতী। তারাগণ সহিতে লুকায় তারাপতি।। কুমুদিনী বদন তেজল মধুকর। পদুমিনী নিকটহু চলল সত্বর।। শারী কহে রাই জাগ চল নিজ ঘর। জাগল সকল লোক নাহি মান ডর।। শেখর শেখরে কহে হাসিয়া হাসিয়া। […] keyboard_arrow_right
  • দাম শ্রীদাম সে সুদাম সহিত
    দাম শ্রীদাম সে সুদাম সহিত। আসিয়া নন্দমহলে উপনীত।। উজ্জ্বল কোকিল মীলল তায়। সঘনে ভাই বলি বদন বাজায়।। ভদ্র সুভদ্র সেন বীরভদ্র। অনুখন বচন ধরই কত ছদ্ম।। আওল সুবল গুণ জগতে অতুল। ধীর গভীর বচন অনুকূল।। নিরমল গৌরবরণ মুখচান্দ। পহিরণ নীল বসন করে ছান্দ।। সকল সখা মেলি অঙ্গনে আই। ফুকারয়ে জাগহ ভাই কানাই।। শুনইতে ঐছন মধুরিম […] keyboard_arrow_right
  • দারুণ সংসারের চরিত্র দেখিয়া
    দারুণ সংসারের চরিত্র দেখিয়া পরাণে লাগিছে ভয়। কাল সাপের মুখে শুতিয়া রয়্যাছি কখন কি জানি হয়।।ধ্রু।। মনের ভরমে অরিরে সেবিলুঁ তেজিয়া বান্ধব লোক। কাচের ভরমে মাণিক হারায়্যা এখন হইছে শোক।। সুখের লাগিয়া এ ঘর বান্ধিলুঁ করিলুঁ দুখের তরে। জ্বলন্ত আনল দেখিয়া পতঙ্গ ইছায়ে পুড়িয়া মরে।। বিষয় গরলে ভরল এ দেহ আর কি ঔষধ আছে। অনন্ত […] keyboard_arrow_right
  • দিবানিশি চান্দ নাহি থাকএ গগনে
    দিবানিশি চান্দ নাহি থাকএ গগনে। পদুমিনি বিকশিত নহে নিশিদিনে।। তবে আর কিবা দিব মুখের তুলনা। খঞ্জন-গঞ্জন তাহে বঙ্কিম নয়না।। মেঘের বিজুরি জিনি রূপের মাধুরী। চাহিতে পিছলে আঁখি নিরূপিতে নারি।। দীনবন্ধু দাস কহে তুলনা না জানি। যারে দেখি আপনি ভুলিবে যদুমণি।। keyboard_arrow_right
  • দুহুঁ রস রাশি সমাপল হাসি
    দুহুঁ রস রাশি। সমাপল হাসি।। রতি রণ রঙ্গে। শ্রম ভেল অঙ্গে।। গাঁথি ফুলমালা। মিলে ব্রজমালা।। জলকেলি সাধে। চলু ধনি রাধে।। যুবতি সমাজে। শোভে যুবরাজে।। সভে একতানে। করি করু গানে।। সরসীসলিলে। পৈঠে স-লীলে।। করিণীক সঙ্গে। করিবর রঙ্গে।। দুহুঁ দুহুঁ মেলি। করু জলকেলি।। সখিগণ নিপুণা। বেঢ়লি হঠিনা।। কেহ দেই নীরে। কেহ লেই ঢীরে।। কেহ দেই তালি। কেহ […] keyboard_arrow_right
  • দুহুঁ রূপ লাবণি মনমথ মোহিনী
    দুহুঁ রূপ লাবণি মনমথ মোহিনী নিরখি নয়ান ভুলি যায়। রজনি জনিত রতি বিশেষ আলাপনে অলস রহল দুহুঁ গায়।। বিথারল কুন্তল তাহে কুসুমদল লোলহি আনহি ভাতি। দহুঁ দোঁহা হেরি মুখ হৃদয়ে বাঢ়ল সুখ ভুলি রহল দোঁহে মাতি।। নিজ নিজ মন্দির নাগরি নাগর চলইতে সখী অনুবন্ধ। বিরহ বিষানলে দুহুঁ তনু জারল লোচনে লাগল ধন্ধ।। ভীতক চীত পূতলি […] keyboard_arrow_right
  • দুহুঁ গুণে নিতি নিতি কব অনুরাগ
    দুহুঁ গুণে নিতি নিতি কব অনুরাগ। দুহুঁ রূপ নিতি নিতি দুহুঁ হিয়ে জাগ।। দুহুঁ মুখ চুম্বই দুহুঁ করু কোড়। দুহুঁ পরিরম্ভণে দুহুঁ ভেল ভোর।। দুহুঁ দুহেঁ যৈছন দারিদ-হেম। নিতি নব আরতি নিতি নব প্রেম।। নিতি নিতি ঐছন করত বিলাসা। নিতি নিতি হেরই গোবিন্দদাসা।। keyboard_arrow_right
  • দুহুঁ মুখ হেরইতে দুহুঁ ভেল ধন্দ
    দুহুঁ মুখ হেরইতে দুহুঁ ভেল ধন্দ। রাই কহে তমাল মাধব কহে চন্দ।। চীত পুতলি যেন রহু দুহুঁ দেহ। না জানিয়ে প্রেম কেমন অছু নেহ।। এ সখি দেখ দেখি দুহুঁক বিচার। ঠামরি কেহ লখই নাহি পার।। ধনি কহে কাননময় দেখি শ্যাম। সো কিয়ে গুণব মঝু পরিণাম।। চমকি চমকি উঠে নাগর কান। প্রতি তরুতলে দেখে রাই সমান।। […] keyboard_arrow_right
  • দুহুঁক বদনশশি ঝামর হইল
    দুহুঁক বদনশশি ঝামর হইল। দুহুঁ অবলম্বনে দুহুঁ সে রহিল। হোর দেখ রাই কানু অলস বিভঙ্গী। কৈছনে রহত দুহুঁ প্রতি তনু সঙ্গী।। অধরে অধর রহু চিবুকে চিবুক। ভুজে ভুজ বল্লরি বূকহি বুক।। জঘনে জঘনে রহু বসন নিধান। পদ পঙ্কজ যুগ কোন সন্ধান।। অতিহু নিরুপম বরণ মিশান। দুহুঁ ভেল এক নিসংশয় মান।। সপনকি জাগর একহি ধার। কৃষ্ণকান্ত […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ