যত গোপগণ পূজে গোবর্দ্ধন না কৈল ইন্দ্রের পূজা। পাই অপমান কোপে কম্পমান সাজিলা দেবের রাজা।। মহা অহঙ্কারে কৃষ্ণনিন্দা করে অজ্ঞানে মোহিত হৈয়া। কহে গোপপুরী মহাবৃষ্টি করি আজি ডুবাইব যাঞা।। ডাকি মেঘগণে যতেক পবনে আজ্ঞা দিলা সুরপতি। শিলাবৃষ্টি করি ভাঙ্গ ব্রজপুরী যাহ যাহ শীঘ্রগতি।। আপনে তখনে চড়িয়া বারণে বজ্র হস্তে দেবরাজ। সঙ্গে সেনাগণ ছাইয়া গগন আইল […]
keyboard_arrow_right