• যবে দেখাদেখি হয় হেন তার মনে লয়
    যবে দেখাদেখি হয় হেন তার মনে লয় নয়ানে নয়ানে মোরে পীয়ে। পিরীতি আরতি দেখি হেন মনে লয় সখি আমি তারে চাহিলে সে জীয়ে।। আহা মরি মরি মুঞি কি কব আরতি। কি দিয়া শোধিব শ্যাম বঁধুর পিরীতি।।ধ্রু।। রসিয়া নাগর যে নিতুই দুয়ারে সে বিনা কাজে কত আইসে যায়। জ্ঞানদাস তবে কয় তোমার চিতে যেবা লয় তাহা […] keyboard_arrow_right
  • যমুনাক তীর সমীর ইহ মৃদু
    যমুনাক তীর সমীর ইহ মৃদু অলি-পিকু-পঞ্চম গানে। দুহুঁ রসে ভোর ওর নাহি পাওব বিলসিব নটন বিধানে। কবে হেন কৃপা হবে তোর। সো রস-বৈভব রাস মহোৎসব দরশন হোয়ব মোর।।ধ্রু।। সহচরি সঙ্গে রঙ্গে করি মণ্ডলি যবহুঁ নাচায়বি শ্যাম। তব সখি-ইঙ্গিতে তন্ত্র সঙারিয়া যন্ত্র দেয়ব তুয়া ঠাম।। হেন কিয়ে হোয়ব সংহতি গায়ব হরিষহি হেরবি মোয়। হাম তব অমিয়া-সরোবরে […] keyboard_arrow_right
  • যমুনার জলে গেলা যশোদা রোহিণী
    যমুনার জলে গেলা যশোদা রোহিণী। শূন্য ঘর পাঞা গোপাল লুটয়ে নবনী।। পিঁড়ির উপর পিঁড়ি উদুখল দিয়া। তমূ ত শিকার ভাণ্ড লাগি না পাইয়া।। লড়িতে ছেদিয়া ভাণ্ড হেঁটে পাতে মুখ। হেনই সময় দেখে জননী সম্মুখ।। মায়ের শবদ শুনি যাদু ধন নাচে। ধড়ার অঞ্চল দিয়া চাঁদ-মুখ মোছে।। এমনে কেমনে গোপাল লুকাইবা আর। তোমার বুক বাহিয়া পড়ে গো-রসের […] keyboard_arrow_right
  • যশোদা বলেন বাছা শুন মোর বাণী
    যশোদা বলেন বাছা শুন মোর বাণী। ঘরে ঘরে চুরি কর‍্যা কেন খাও নুনি।। যতেক গোপের মায়্যা দেয় গালাগালি। তেঁঞি পুন নিষেধিয়া তোমা প্রতি বলি।। সোনার লাটিম দিব কনক পাঁচনি। উরে বসি খাও তুমি দধি দুগ্ধ নুনি।। অন্যের বাটিতে যাও তুমি নুনি খাইতে। গোপনারী পথে আইসে গাল্যাইতে গাল্যাইতে।। নারিব সহিতে আমি গোয়ালার গালি। করপুটে তোমাস্থানে হৈনু […] keyboard_arrow_right
  • যশোদা রোহিণী পরম যতনে
    যশোদা রোহিণী পরম যতনে সাজাওল সব সখী। সুন্দর সিন্দূর কটক ঠাটক লাগল কামের আঁখি।। যশোদাঅন্তর অমিয়াসাগর রাধিকা মকর তায়। অগম অথল মধুর শীতল ডুবল সকল গায়।। আমার জীবন তোমরা দু জন দুখানি আঁখির তারা। ব্রজরাজমন জানিবা এমন সে জন আমারি পারা। এ ঘরকরণ তোদের কারণ শুনহ রাজার ঝী। ধাতার মাথায় পড়ুক বজর আর বা বলিব […] keyboard_arrow_right
  • যশোদা রোহিণী সকল গোপিনী
    যশোদা রোহিণী সকল গোপিনী দেখিঞা পুছই কথা। বধূর করেতে ধরি আচম্বিতে কি লাগি আইলে হেথা।। জটিলা কুটিল কহিল সকল ধরি সুবলের হাথে। নন্দের কুমার বনের ভিতর দেখিলাম বধূর সাথে।। তখনি সুবল হাসি খল খল করল আপন সাজ। যশোদার মন আনন্দে মগন জটিলা পাইল লাজ।। পবন গমনে আইল ভবনে হৃদয়ে রহল ধন্দ। আস্য আস্য বলে চরণ […] keyboard_arrow_right
  • যশোমতি যতনহি সখি সঞে কহতহি
    যশোমতি যতনহি সখি সঞে কহতহি তুরিতে পয়ান কর তাই। হামারি সন্দেশ কহবি সব গুরুজনে আনবি রসবতি রাই।। রতন থারি ভরিপুর। বিবিধ মিঠাই খীর দধি শাকর বহু উপহার মধুর।। কর্পূর তাম্বুল হার মনোহর বাসিত চন্দন-কটোর। সহচরি থারি চীর দেই ঝাঁপল গোবিন্দদাস মন ভোর।। keyboard_arrow_right
  • যশোমতী আরতি করত বিধানে
    যশোমতী আরতি করত বিধানে। গুরুকুল মঙ্গল করতহি গানে।। সুখভরে দ্বিজগণে দেয়লি দানে। দাসগণ তৈখনে চলু নিজ কামে।। বেদিপর কহ ধরে শীতল নীরে। কেহ লই আওল পাতল চীরে।। কেহ লেই দুই ভাই বেদিতে বসাই। রতন ভূষণ পুন যতনে খসাই।। রামকানু দোহে পুন পহিরল চীরে। গোধূলি ধোয়ল শীতল নীরে।। কোই দেই দুহুঁ অঙ্গে উবটন গন্ধে। সুঘড় সেবক […] keyboard_arrow_right
  • যাদবেরে নাহি দেখি ছল ছল দুটি আঁখি
    যাদবেরে নাহি দেখি ছল ছল দুটি আঁখি রোহিণীরে ডাকিয়া শুধায়। গোপালে রাখিয়া ঘরে মো গেলাম যমুনার নীরে প্রভাতে সে দুধ নাহি খায়।। যে কানু ক্ষুধার তাপে তিলেক না ছাড়ে মাকে বসন ধরিয়া কান্দে কাছে। দলিত অঞ্জনে জিনি ননি ছানি তনুখানি ক্ষুধায় মলিন হয়ে পাছে।। রোহিণী বহিণি যা হেদে গো শ্রীদামের মা এ পথে দেখেছ যাদু […] keyboard_arrow_right
  • যূথে যূথে রঙ্গিনি বরজ বর কামিনি
    যূথে যূথে রঙ্গিনি বরজ বর কামিনি যামিনি কানন মাহ। সব জন পরিহরি কুঞ্জে চলল হরি করে ধরি রাইক বাহ।। সজনি অব হরি কোন কানন মাহা গেল। গুণবতি গুণহি মনহি মন বান্ধল নাগর অনুকূল ভেল।।ধ্রু।। ঠামহি ঠাম চরণচিহ্ন হেরই রাই করল যাঁহা কোর। কুসুম তোড়ি বহু বেশ বনায়ল সুরত রভসে ভেল ভোর।। কিশলয়শেজ ঠামহিঁ ঠাম হেরই […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ