• রাই কানু মেলি প্রহেলি আলাপন
    রাই কানু মেলি প্রহেলি আলাপন রাগ-তাল-যুত গান। বহুবিধ সুনটন রাস-লাস্য অরু করি কত বিবিধ-বিধান।। দেখ দেখ অদভুত সখিগণ-ভাব। দুহুঁক উলাসহি উলসিত অন্তর মানই কত কত লাভ।।ধ্রু।। দুহুঁকর মানস রতি-গত হোয়ল অনুমানি পরম আনন্দ। যৈছন উহ রস হোয়ত সমাপন ঐছন করু পরবন্ধ।। রতি-সুখ-শেজ- আদি সমাপন আনছলে কয়ল পয়ান। অদভুত বৈদগধি অদভুত গুণগান করু রাধামোহন গান।। keyboard_arrow_right
  • রাইক আগমন বাত
    রাইক আগমন বাত। শুনইতে উলসিত গাত।। তাহে কহই নব-কাম। নাগ-দমন মঝু নাম।। খগপতি রহু মঝু পাশ। সবহুঁ সেকরব গরাস।। বিকট মকর পুন হোয়। এক না রাখব সোয়।। দৈব করয়ে যব আন। দংশয়ে হামারি বয়ান।। রসনা-ধনন্তরি আগে। তহিঁ পুন অমিয়া লাগাবে।। নিরবিয হোয়ব তায়। জীতব এ হিত উপায়।। এত শুনি সহচরি গেল। গোবিন্দ অনুমতি দেল।। keyboard_arrow_right
  • রাইক আগমন বাত
    রাইক আগমন বাত। শুনইতে উলসিত গাত।। মোহে কহই নবকাম। নাগদমন মঝু নাম।। খগপতি রহু মঝু পাশ। সবহুঁ সে করব গরাস।। বিকট মকর পুন হোয়। এক না রাখব সোয়।। দৈব করয়ে যব আন। দংশয় হামারি বয়ান।। রসনা ধন্বন্তরি আাগে। তহিঁ পুন অমিয়া লাগাবে।। নিরবিষ হোয়ব তায়। জীতব এহিত উপায়।। এত শুনি সহচরি গেল। দাসিয়া অনুতি দেল।। keyboard_arrow_right
  • রাইক ঐছে দশা হেরি নাগর
    রাইক ঐছে দশা হেরি নাগর কাতর ভই করু কোর। বহু যতনে পুন চেতন করাইয়া মধুর বচন কহু থোর।। সুন্দরি কহ ইহ কোন অনুবন্ধ। নিরুপম প্রেম-অমিয়া-রস-মাধুরি অনুভবি লাগল ধন্দ।।ধ্রু।। হামে নিজ নয়ান সমুখহি নিরন্তর হেরইতে মানসি দূর। কত পরলাপ করসি তহিঁ দারুণ বিরহ-জলধি মাহা বুর।। ঐছন শুনইতে রাই সূনায়রি বিহসি লাজে ভেল ভোর। রাধামোহন-পহু আনন্দে নিমগন […] keyboard_arrow_right
  • রাইক চরিত বুঝিয়া বরনাগর
    রাইক চরিত বুঝিয়া বরনাগর মন মাহা কয়ল উপায়। চরণ পাকড়ি নিজ দোখ মানাইয়ে তব কিয়ে ধনি রোখ যায়।। হরি হরি অপরাধ কিছুই না জান। যাহে লাগি শয়নে সপনে নাহি হেরিয়ে সোই করত অব মান।।ধ্রু।। এত কহি রাইক চরণ ধরি বোলত ক্ষেম ধনি মঝু অপরাধ। ঐছন দোষ হাম কবহুঁ না করব প্রেমে না কর ধনি বাদ।। […] keyboard_arrow_right
  • রাইক জীবন শেষ শুনি সহচরি
    রাইক জীবন শেষ শুনি সহচরি বহু পরবোধল তায়। ধৈরজ করি পুন কানু নীয়ড়ে চলু না দেখিয়া আনহি উপায়।। মাধব নিলজহিঁ কহি পুন বেরি। সো কুল-কামিনি নিচয় মরণ জানি কহইতে আয়লুঁ ফেরি।।ধ্রু।। শুনইতে কানু নয়ন-যুগ ঝরঝর আকুল তনু মন প্রাণ। গুণি গুণি কাতর ধৈরজ পরিহরি বোলত নাগর কান।। সজনি তোহে হাম কি কহব আর। মঝু লাগি […] keyboard_arrow_right
  • রাইক দশমি দশা নিজ সখিমুখে
    রাইক দশমি দশা নিজ সখিমুখে শুনি চন্দ্রাবলী রোই। নিজ তনু ঢারি ধূলি গড়ি যাওত ভূতলে কুন্তল ফোই।। রাইক প্রেমে পুনহি নন্দ নন্দন আওব করি ছিল আশ। সো সব মনোরথ বিহি কৈল আন মত এতদিনে ভেল নৈরাশ।। এত কহি পুন পুন শিরে কর হানই মুরছিত হরল গেয়ান। পদ্মা দেবী তাহে কোর পর নেয়ল ঝর ঝর লোরে […] keyboard_arrow_right
  • রাইক পিরীতিবচনে কানু উলসিত
    রাইক পিরীতিবচনে কানু উলসিত লোচনে আনন্দ বারি। শ্রবণে মনোরথ পুলকে পুরল তনু পুন পুন কহে বলিহারি।। রীঝি রীঝি হিয়ে হিয়ায় মিলায়ই কত যে সাধ তছু মরমে। রসভরে মুখে মুখ নিবেশিয়া নাগর রহে রসনারসমিলনে।। অঙ্গহি অঙ্গ মিশাইয়া এক হয়ে প্রেমভরে কছু নাহি জানে। এমন পিরীতি আর কথিহু না পেখিয়ে দুহুঁ এক শকতি বিধানে।। হব গিরিজা জনু […] keyboard_arrow_right
  • রাইক বেশ বনাইয়া কান
    রাইক বেশ বনাইয়া কান। হেরইতে ধনিমুখ সজলনয়ান।। কক্খটি বানরি তরুপর থারি। জটিলা গমন পুন কহয়ে ফুকারি।। শুনইতে দুহুঁ জন চমকিত চীত। বেশ বিভূষণ ভেল বিপরীত।। ভরমহি পীতাম্বর লেই রাই। তুরতহি কুঞ্জক বাহির যাই।। নীল ওঢ়নি লেই চলু তব কান। উদ্ধবদাস হেরি বিরস বয়ান।। keyboard_arrow_right
  • রাইকুণ্ড তিরে শ্যামর গোরি
    রাইকুণ্ড তিরে শ্যামর গোরি। কুঞ্জে পীঠ পর আনন্দে ভোরি।। বহু উপহার ফলাদি রসাল। সমুখহি ভরি ভরি কাঞ্চন থাল।। বৃন্দা পুন পুন সব পরিবেশে। ভোজন করিয়া স্বাদু পরশংসে।। ভোজন সারি আচমন কেল। রূপমঞ্জরি দোঁহে তাম্বূল দেল।। ললিতা রতনদীপ করে লাই। আরতি করি দুহুঁ বদন নিছাই।। সখিগণ কুসুম বরিখে দুহুঁ অঙ্গে। গাওত কোই বাজাওত রঙ্গে।। চন্দ্রবদনে দুহুঁ […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ