• শুনিয়া কানুর কটু কাতর কামিনী
    শুনিয়া কানুর কটু কাতর কামিনী। নিঃশ্বসিয়া হেটঁমুখে লিখয়ে ধরণী।। ছল ছল নয়নে কহয়ে ধিরি ধিরি। পরাণ হরিল আগে ওরূপ মাধুরী।। পুন মুরলীর নাদে আনিল টানিয়া। এখন ধরম পথ কহ বুঝাইয়া।। পতিকুল সতী অতি জীবন যৌবনে। ব্রজবধূ সঁপিয়াছে ও রাঙ্গা চরণে।। নারীবধ পাতকে তোমার নাহি ভয়। পূতনা বালক কালে বধ মহাশয়।। গোপিনী বধিলে তব পূরিবেক সাধে। […] keyboard_arrow_right
  • শুনিয়া বিশাখার বাক্য মুখরা লজ্জিতা
    শুনিয়া বিশাখার বাক্য মুখরা লজ্জিতা। নিজালয়ে গেল গৃহকর্ম্মআকুলিতা।। সুবদনী আসি কৈল মুখপ্রক্ষালন। দন্তধাবন আদি কৈল সমাপন।। নিজগৃহে সখী সঙ্গে হাস্য পরিহাসে। কত কত উপজিল রস পরকাশ।। এ যদুনন্দন কহে সখী সঙ্গে রাই। রজনি রভস কথা কহয়ে তথাই। keyboard_arrow_right
  • শুনিয়া কহয়ে গোরী বলরামের বেশ ধরি
    শুনিয়া কহয়ে গোরী বলরামের বেশ ধরি যাই তবে তা সবার মাঝে। ধরিয়া শ্যামের হাতে লইয়া আসিব সাথে সাধব নিজের মন কাজে।। এতেক ভাবিয়া মনে আজ্ঞা দিল সখীগণে বলরামবেশ হব আমি। চন্দন মাখাও অঙ্গে চূড়া বান্ধ নানারঙ্গে শিঙা বেণু আনি দেহ তুমি।। রাধিকার কথা শুনে সখীগণ ভাবে মনে এ সময় শিঙ্গা কোথা পাব। মনে জানি পৌর্ণমাসী […] keyboard_arrow_right
  • শুনিয়া নিঠুর বচন আমার
    শুনিয়া নিঠুর বচন আমার সে চন্দ্রবদনী রাধা। হইল প্রেমের অঙ্কুর সুন্দর ভাঙ্গে পাছে পাঞা রাধা।। সখি আর কি কহিব তোরে। কেনে পরিহাস- বচন নৈরাশ কহিলুঁ হইয়া ভোরে।। কিম্বা সেই ধনী ধৈর্য্য ধরে জানি হৃদয়ে ধরিয়া বেথা। পাছে সে বেথায়ে সে তনু জারয়ে উপায় কি করি এথা।। কিম্বা দারুণ কামের কামান বিন্ধয়ে বিষমশরে। শিরীষের ফুল জিনিয়া […] keyboard_arrow_right
  • শুনিয়া শ্রীদামের কথা অন্তরে পাইয়া বেথা
    শুনিয়া শ্রীদামের কথা অন্তরে পাইয়া বেথা কহে তুমি যাহ পুনর্ব্বার। যাঁহা যজ্ঞপত্নী রহে কহ কৃষ্ণ অন্ন চাহে শুনিলে নৈরাশ নহে আর।। শুনি আর বার ধাই যজ্ঞপত্নী স্থানে যাই কৃষ্ণআজ্ঞা কহিলা সত্বর। কহি তোমাদের আগে রামকৃষ্ণ অন্ন মাগে ইথে মোরে কি কহ উত্তর।। শুনি কৃষ্ণপরসঙ্গ প্রেমে পরিপূর্ণ অঙ্গ থরে থরে থালী সাজাইয়া। দিব্য অন্ন ভরি ভরি […] keyboard_arrow_right
  • শূন্য কুঞ্জ হেরি রসবতি রাই
    শূন্য কুঞ্জ হেরি রসবতি রাই। নাগর শেখর না মিলল আই।। মধুঋতু রজনী চান্দ উজোর। কোকিল ভ্রমর ডাকে আনন্দে বিভোর।। মলয় পবন বহে কুসুম সুগন্ধ। দ্বিজকুল শবদ কতহুঁ পরবন্ধ।। ঐছে সময়ে যব মীলব কান। দাস অনন্ত তোহারি গুণ গান।। keyboard_arrow_right
  • শেষ-রজনি মাহা শূতল শচি-সুত
    শেষ-রজনি মাহা শূতল শচি-সুত ততহিঁ ভাবে ভেল ভোর। স্বপন জাগর কিয়ে দুহুঁ নাহি সমুঝই নয়নহি আনন্দ লোর।। অনুমানে বুঝহ রঙ্গ। যৈছন গোকুল- নায়ক-কোরহি নায়রি-শয়ন-বিভঙ্গ।।ধ্রু।। বাম চরণ ভুজ পুন পুন অগোরাই যাঁতই দক্ষিণ পাশ। তৈছন বচন কহত পুন আঁখি মুদি বচন রসাল সহাস।। যাকর ভাবহি প্রকট নন্দ-সুত গৌর-বরণ পরকাশ। সতত নবদ্বিপে সোই বিথারই কহ রাধামোহন দাস।। keyboard_arrow_right
  • শোন শোন ওগো সখি দুখের কাহিনী
    শোন শোন ওগো সখি দুখের কাহিনী। মদনে হানয়ে বাণ দগধে পরাণী।। শাশুড়ী ননদী ডরে থাকি গো অমনি। ব্যাধের মন্দিরে যেন কম্পিতা হরিণী।। ফুকারি কান্দিতে নারি পিঞ্জরার পাখী। চাতকিনী মত যেন দিবানিশি থাকি।। বরিষা শুকালে যেন মীনের মরণ। হরেকৃষ্ণ দাস বলে শুন বিবরণ।। keyboard_arrow_right
  • শ্যামর চন্দ উতাপিত অঙ্গ
    শ্যামর চন্দ উতাপিত অঙ্গ। হেরি বরনাগরি অতিহুঁ সশঙ্ক।। কঠিন মানি হিয়ে কাঁচুলি ডারি। তাহিঁ নিধারল ভূধর ধারি।। সুকঠিন দরপক দুরতর কাজ। মানি সুকামিনি পরিহরু লাজ।। কর দেই ঠেলই নয়নক বারি। অধরে অধর দেই চুম্বই অপারি।। পাই পরমরস অতিহুঁ উদণ্ড। শ্যাম সিতকারই পুলকিত গণ্ড।। দুহুঁ মন মনোভব তরঙ্গ বিথার। দুহুঁজন ভূলল সহজ বিচার।। কো কি কর […] keyboard_arrow_right
  • শ্যামরূপ হিয়ার মাঝে জাগে
    শ্যামরূপ হিয়ার মাঝে জাগে। কত অনুরাগিণি ঝুরে অনুরাগে।। কিয়ে রূপ মনোহর রায়। যাচিয়া যৌবন দিতে কুলবতী ধায়।। ওই রূপে আছে কি মাধুরী। মদনমুগধি কত মরে ঝুরি ঝুরি। তাহে আর ধরে নানা বেশ। কি করিবে যুবতি মজিল সব দেশ।। রূপে আছে ঔষধ মোহিনি। পরাণে পরাণ সহ করে উমতিনি।। তাহে হাসি কয় কথাখানি। অমিয়া বমিয়া বিধু পড়ল […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ