সুমুখী সঙ্কেত জানি তুরিতে চলিলা রাণি আসিয়া পশিলা বেশঘরে। কানুরে আনিয়া তথি বেশ করে যশোমতী দুখে হিয়া দর দর করে।। নন্দরাণী কাচ কাচে নাটুয়ার ছাঁদে। শিরে গুঞ্জা দিয়া বেড়া টানিয়া বান্ধিল চূড়া তাহে দিলা শিখিপুচ্ছচাঁদে।।ধ্রু।। কিবা সে গ্রীবার শোভা মদনের মনলোভা গোরাচনা তিলক সুভালে। হিয়ে হারমণি জ্বলে বনমালা দোলে গলে অমল মুকুতা নাসাতলে।। অঙ্গদ বলয়া […]
keyboard_arrow_right