• সুন্দরি সুবদনি ভাঙু সুরেখি
    সুন্দরি সুবদনি ভাঙু সুরেখি। দীঘ নয়ানি ধনি হরিণি বিশেখি।। নাসা খগপতি অধর সুরঙ্গ। গমন মন্থর অতি জিনি মাতঙ্গ।। যাইতে পেখলুঁ সো বর নারী। তবধরি মঝু মন মনসিজ জারি।।ধ্রু।। শুন শুন সুবল মরমক বাত। কৈছে মিলব আমি সো ধনি সাথ।। দাস হরেকৃষ্ণ বচন অবধান। ধনি মিলব তোহে নিচয়ে জান।। keyboard_arrow_right
  • সুবল বোলে গোঠে আল্যা
    সুবল বোলে গোঠে আল্যা হাতের বেণু কোথা। হেঁট মাথে রৈছ কেন কও না মনের কথা।। তোমাকে কহিতে ভাই নাই কোন ডর। সেই দিন গেছিলাম আমি আয়ানের ঘর।। আয়ানেরে না দেখি ঘরে নির্ভয় হইয়া। রাই কোলে শুয়্যাছিলাম কাপড় মুড়ি দিয়া।। নিদ্রায় বিভোল আমি আনন্দিত মনে। কি জানি পাপিষ্ঠ মাগী ছিল কোনখানে।। আচম্বিতে আসি মাগী ঘুচালো কাপড়। […] keyboard_arrow_right
  • সুবলে নাগরে কহয়ে কথা
    সুবলে নাগরে কহয়ে কথা। বিশাখা সুন্দরী আইলা তথা।। কি কথা কহিছ সুবল সনে। কহিতে কহিতে কাঁদিছ কেনে।। বলি শুন ওহে নাগর রাজ। আমারে কহ না মনের কাজ।। মনের মরম কহিবে যবে। বেদনা বাঁটিয়া লইব তবে।। দূতীমুখে শুনি হরষ প্রাণ। গোবিন্দদাসিয়া কহিছে জান। keyboard_arrow_right
  • সুমুখী সঙ্কেত জানি তুরিতে চলিলা রাণি
    সুমুখী সঙ্কেত জানি তুরিতে চলিলা রাণি আসিয়া পশিলা বেশঘরে। কানুরে আনিয়া তথি বেশ করে যশোমতী দুখে হিয়া দর দর করে।। নন্দরাণী কাচ কাচে নাটুয়ার ছাঁদে। শিরে গুঞ্জা দিয়া বেড়া টানিয়া বান্ধিল চূড়া তাহে দিলা শিখিপুচ্ছচাঁদে।।ধ্রু।। কিবা সে গ্রীবার শোভা মদনের মনলোভা গোরাচনা তিলক সুভালে। হিয়ে হারমণি জ্বলে বনমালা দোলে গলে অমল মুকুতা নাসাতলে।। অঙ্গদ বলয়া […] keyboard_arrow_right
  • সুরুজ আরাধন ছল করি সুন্দরি
    সুরুজ আরাধন ছল করি সুন্দরি নিধুবন করল পয়ান। গোধন সঙ্গে রঙ্গে যমুনাতটে বিহরই নাগর কান।। বিদগধ রসময় নাহ। বিকশিত চম্পক হেরি বেয়াকুল বাঢ়ল বিরহক দাহ।। ঝর ঝর লোর ভোর দিঠি-পঙ্কজ সঘন মোছই পীত বাসে। ছল করি সহচর সংগতি পরিহরি চলল রাই অভিলাষে।। চৌদিগে চকিত রাই পথ নিরখত দীগ বিদিগ নাহিঁ জান। দীনবন্ধু ভণ হৃদয় উচাটন […] keyboard_arrow_right
  • সে যে নাগর গুণের ধাম
    সে যে নাগর গুণের ধাম। জপয়ে তোহারি নাম।। শুনিতে তোহারি বাত। পুলকে ভরয়ে গাত।। অবনত করি শির। লোচনে ঝরয়ে নীর।। যদি বা পুছিয়ে বাণি। উলট করয়ে পাণি।। কহিয়ে তাহারি রীতে। আন বা বুঝিবি চিতে ।। ধৈরজ নাহিক তায় । বড়ু চণ্ডীদাসে গায়। keyboard_arrow_right
  • সে যে বৃষভানুসুতা
    সে যে বৃষভানুসুতা। মরমে পাইয়া বেথা।। সজল নয়ান হৈয়া। রহে পথ পানে চাঞা।। ফুল সেজ বিছাইয়া। রহয়ে ধৈয়ানি হৈয়া।। উজর চান্দনী রাতি। মন্দিরে রতনবাতি।। কহে সব ভেল আন। কাহে না মিলল কান।। সকল বিফল হৈল । আধেক রজনী গৈল।। শ্যাম বন্ধুর পাশ। চলু বড়ু চণ্ডীদাস।। keyboard_arrow_right
  • সেবয়ে সেবকগণ আনন্দে আকুল মন
    সেবয়ে সেবকগণ আনন্দে আকুল মন নেহসুখে পাসরে আপনা। রাম দামোদর বিনে আর কিছু নাহি জানে সেবাসুখে সতত মগনা।। আস্তে ব্যস্তে অলঙ্কার ঘুচাইল দোহাঁকার ভোজনের বসন পরাইয়া। চরণ পাখালি নীরে মোছিল পাতল চীরে ভোজন ভবনে যায় লইয়া।। রক্তক পবিত্র করি পাতে পিঁঢ়া সারি সারি পূরি ঝারি সুশীতল নীরে। রাম দামোদর আসি পিঁঢ়ার উপরে বসি বাপেরে বোলায় […] keyboard_arrow_right
  • সোনা শতবাণ যেন গৌরাঙ্গ আমার
    সোনা শতবাণ যেন গৌরাঙ্গ আমার। সুন্দর চাঁচর মাথে কুন্তলের ভার।। কি লাগি মুড়ায়ে মাথা গেলা কোন্ দেশে। কার ঘরে রহিলেক এই চতুর্ম্মাসে।। সোঙারি সোঙারি হিয়া বিদরিয়া যায়। কোথা গেল পরাণ পুতলি গোরা রায়।। কাঁদয়ে ভকতগণ ছাড়য়ে নিশ্বাস। ধৈরজ ধরিতে নারে নরহরি দাস।। keyboard_arrow_right
  • সোনার বরণ গৌরসুন্দর
    সোনার বরণ গৌরসুন্দর পাণ্ডুর ভৈগেল দেহ। শীতে ভীত যেন কাঁপয়ে সঘন সোঙরি পূরুব নেহ।। কিছু না কহই দীঘ নিশাসই চিত্রের পুতলি পারা। নয়ন যুগল বাহি পড়ে জল যেন মন্দাকিনী ধারা।। থামে তিতি গেল সব কলেবর না জানি কেমন তাপে। কখন সঙ্গীত কখন রোদন কিবা করে পরলাপে।। কহে নরহরি মোর গৌরহরি চাহয়ে রঙ্কের পারা।। হরি হরি […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ