• হাহা বৃষভানু-সুতে
    হাহা বৃষভানু-সুতে। তোমার কিঙ্করী শ্রীগুণমঞ্জরী মোরে লবে নিজ যূথে।।ধ্রু।। নৃত্য-অবসানে তোমরা দুজনে বসিবে আসন পরে। ঘামে টলমল সো অঙ্গ অতুল রাস-পরিশ্রম-ভরে।। মুঞি তব কৃপা- ইঙ্গিত পাইয়া শ্রীমণি-মঞ্জরী সাথে। দোঁহার শ্রীঅঙ্গে বাতাস করিব চামর লইয়া হাতে।। কেহুঁ দুহু জন- বদন-চরণ পাখালি মোছাবে সুখে। শ্রীরূপমঞ্জরী তাম্বুল বীটিকা দেয়বে দোঁহার মুখে।। শ্রম দূরে যাবে অঙ্গ সুখী হবে অলসে […] keyboard_arrow_right
  • হিম শিশিরে রিপু মদন দুরন্ত
    হিম শিশিরে রিপু মদন দুরন্ত। দ্বিগুন তাপায়ল রীতু বসন্ত।। গিরিষ দিবসপতিকিরণ-বিথার। ঝামর ভেল তনু গল অনিবার।। শতগুণ ভেল ইথে কেবল নিদান। কৈছনে বরিষায় রহল পরাণ।। হেরি সহচরি কছু ভেল আশোয়াস। শরদ-চাঁদ হেরি ভেল নৈরাশ।। রোয়ত সখীগণ কিয়ে দিন রাতি। জ্ঞানদাস হেরি বিদরয়ে ছাতি।। keyboard_arrow_right
  • হিয়ায় আগুনি ভরা আঁখে বহে বহু ধারা
    হিয়ায় আগুনি ভরা আঁখে বহে বহু ধারা দুখে বুক বিদরিয়া যায়। ঘর পর যে না জানে সে জন্য চলিল বনে এ তাপ কেমনে সহে মায়।। আমার জীবন দুলালিয়া। কিবা ধন নাহি মোরা কেনে বনে যারি তোরা রাখালে রাখিবে ধেনু লৈয়া।।ধ্রু।। আমার নয়নের তারা হা পুতীর পুত তোরা আন্ধল করিয়া যাবি মোরে। দুধের ছাওয়াল হৈয়া বনে […] keyboard_arrow_right
  • হিরণক হার হৃদয়ে নাহি ধরই
    হিরণক হার হৃদয়ে নাহি ধরই। হরি-মণি হেরি সঘনে জল খলই।। হিমকর-কিরণহিঁ সো তনু দহই । হা হা শশি-মুখি কত দুখ সহই।। হলধর-সোদর কিয়ে তুহু ভোরি। হেলে হারায়লি হিরণময়ি গোরি।। হরিণ-নয়ানি অবধি-দিন গণই। হেরইতে পন্থ নিমিখ যুগ মনই।। হিয় মাহা নেহ মরম কাঁহা কহই। হরি হরি বোলি মূরছি মাহি রহই।। হসি হসি হরখে হরখে খেণে উঠই। […] keyboard_arrow_right
  • হে নাথ গোকুলচন্দ্র হা কৃষ্ণ পরমানন্দ
    হে নাথ গোকুলচন্দ্র হা কৃষ্ণ পরমানন্দ হাহা ব্রজেশ্বরীর নন্দন। হা রাধিকা চন্দ্র-মুখি গান্ধর্ব্বিকা সহ সখী কৃপা করি দেহ দরশন।। তোমা দোঁহার শ্রীচরণ আমার সর্ব্বস্ব-ধন তাহার দর্শনামৃত-পান। করাইয়া জীবন রাখ মরিতেছি এই দেখ করুণা কটাক্ষ কর দান।। দোঁহে সহচরী সঙ্গে মদনমোহন-রঙ্গে শ্রীকুণ্ডে কলপতরু ছায়। আমারে করুণা করি দেখাইবে সে মাধুরী তবে হয় জীবন উপায়।। হাহা শ্রীদামের […] keyboard_arrow_right
  • হে বজরকায় ক্ষীণ রাই তনু দুবরী
    হে বজরকায় ক্ষীণ রাই তনু দুবরী পিরীতি নহ জন্য বধ নারী। কুলিশ তনুভালে চির কাল বাস গোকুলে অব কুবজা সঙ্গসুখ ভারি।। আধ জলে কালিন্দী আধ কূলে কামিনী নলিনীদল শেজ গড়ি যায়। বিশাখা বিষ পান করি লুঠত মহিমণ্ডলে ললিতা সখী ধাই ধরু তায়।। নন্দ নিরানন্দ মাতা যশোদা ক্ষিতি লুঠত শির উপর সঘনে কর হানে। সবহুঁ ব্রজবাল […] keyboard_arrow_right
  • হেদে আর কথা শুনহ ঝি
    হেদে আর কথা শুনহ ঝি। কহিলে কহিতে ভুলিয়াছি।। আগুন লাগুক অমার মনে।। রহিতে নারিয়ে কহিয়ে মেনে।। তনয় আয়ান গেয়ানে দড়। তোমার মায়েরে ডরায় বড়।। দেবতা সমান মানয়ে তায়। কহিতে সিঞ্চড়া পড়য়ে গায়। তপের ফলেতে দেবতা বশ। তেঞি সে ভুবনে ঘোষয়ে যশ। জরতী কহিয়া পিরীতিবাত। হাসিয়া ধরিলা বধূর হাত।। উঠিলা রাধিকা চলিলা সঙ্গে। রন্ধন ভবনে পশিলা […] keyboard_arrow_right
  • হেদে গো ললিতা শোন মোর কথা
    হেদে গো ললিতা শোন মোর কথা দুখের উপরে দুখ। কালিয়া নাগর রসের সাগর না পাইলু তাহার সুখ।। সই কি খেণে পিরীতি ভেল। সুখের লাগিয়া পিরীতি করিল কান্দিতে জনম গেল।। কালা কালা করি দিবানিশি মরি অভাগী অবলা নারী। তবু তো কালিয়া না আইল ফিরিয়া আমারে গেল গো ছাড়ি।। গেল গো ছড়িয়া না আইল ফিরিয়া নাগর রসিক […] keyboard_arrow_right
  • হেদে লো বিনোদিনি
    হেদে লো বিনোদিনি এ পথে কেমতে যাবে তুমি। শীতল কদম্বতলে বৈসহ আমার বোলে সকলি কিনিয়া নিব আমি।।ধ্রু।। এ ভর দুপুর বেলা তাতিল পথের ধূলা কমল জিনিয়া পদ তোরি। রৌদ্রে ঘমিয়াছে মুখ দেখি লাগে বড় দুখ শ্রমভরে আউলাইল কবরী।। অমূল্য রতন সাথে গোঙারের ভয় পথে লাগি পাইলে লইবে কাড়িয়া। তোমার লাগিয়া আমি এই পথে মহাদানী তিলআধ […] keyboard_arrow_right
  • হেন কালে সখী মেলে রাইকনকগিরি
    হেন কালে সখী মেলে রাইকনকগিরি আচম্বিতে দরশন দিলা।। দাড়াঞা রূপের ভরে ধরি সহচরী-করে মুখ জিনি শশী ষোলকলা।। রাই নব সুমেরু সুঠান। স্মিত সুরধুনীধারে রসের ঝরণা ঝরে হেরি হেরি তৃষিত নয়ান।। নব অনুরাগ বাতে স্থির নাহি বান্ধে চিতে পাসরিলা নিজ মরিযাদ। কাঁপে তনু থরহরে পর্ব্বত ডোলয়ে করে গোয়ালে গণিল পরমাদ।। লগুড় লইয়া করে কেহো কেহো গিরি […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ