• কবে কৃষ্ণধন পাব হিয়ার মাঝারে থোব
    কবে কৃষ্ণধন পাব হিয়ার মাঝারে থোব যূড়াইব এ পাঁচ পরাণ । সাজাইয়া দিব হিয়া বৈসাইব প্রাণ প্রিয়া নিরখিব সুচান্দ বয়ান।। সজনি কবে মোর হবে শুভদিন। সো প্রাণনাথের সঙ্গে কবে বা ফিরিব রঙ্গে সুখময় যমুনা পুলিন।। ললিতা বিশাখা লঞা তাহারে ভেটিব যাঞা সাজাইঞা নানা উপহার। এমন হইব বিধি মিলায়ব গুণনিধি হেন দশা হইব আমার।। দারুণ বিধির […] keyboard_arrow_right
  • কবে দশা হবে এই পাব বৃন্দাবন সেই
    কবে দশা হবে এই পাব বৃন্দাবন সেই বসতি করিব কুঞ্জবনে। তাহাতে দ্বাদশ বন করিব সে ভ্রমণ বিলসিব যমুনা পুলিনে।। হেন দশা হবে জানি নয়ন গোচর পুনি মদনগোপাল গোপীনাথ। গোবিন্দদর্শন মোর নয়নের গোচর কবে হবে ভক্তগণ সাথ।। ব্রজেতে বসতি করি অঞ্জলি অঞ্জলি পূরি পিব কবে যমুনার নীর। হেন দশা মোর হবে মাধুকরী মাগি কবে খাইয়া পালিব […] keyboard_arrow_right
  • কবে প্রভুর অনুগ্রহ হব
    কবে প্রভুর অনুগ্রহ হব। বিষয়-বাসনা-পাশ কবে মোর হবে নাশ কবে আমি বৃন্দাবনে যাব।।ধ্রু।। এ সংসারে দুঃখ ফল সে আনন্দে মহাবল জানিয়া যাইব সেই স্থানে। সর্ব্ব দুঃখ পলাইবে গড়াগড়ি দিব যবে রাস-থলী-যমুনা-পুলিনে।। কৃষ্ণ-মূর্ত্তি গোবর্ধন মহাভাগ্য দরশন মোর কিয়ে হবে হেন কর্ম। কৃষ্ণের রাধিকা যৈছে শ্রীকুণ্ড তাহার তৈছে কায়-মনে কবে হবে মর্ম। কুণ্ড-যুগে স্নান করি সেইখানে যদি […] keyboard_arrow_right
  • কমল কাননে করিণীর সনে
    কমল কাননে করিণীর সনে করি করে যৈছে মেলি। কানু সুঘড় কামিনী পাইয়া তেমনি করিছে কেলি।। করেতে ধরই কনক কটোরী প্রিয়ার হৃদয় মাঝ। কুঙ্কুম চন্দন করে বিলেপন বিদগধবর রাজ।। কুঞ্জের মাঝারে কানু সে বিহরে কনক লতিকা লৈয়া। কুমুদিনি মন হৈল হরশন কুমুদ বন্ধুয়া পাইয়া।। কতেক প্রকারে কামিনি তোষিল কানু সে পিরীতি জানে। করে কণ্ঠ ধরি অধর […] keyboard_arrow_right
  • কমল কোষ তনু কোমল হমারে
    কমল কোষ তনু কোমল হমারে দিঢ় আলিঙ্গন সহএ কে পারে চাপি চিবুক হে অধর মধুপীবে কওনে জানল হমেউ ধরব জীবে। পুরুষ নিঠুর হিঅ সহজক ভাবে নোনুআ অঙ্গ মোরা নখখত লাবে। তখাক … …. মঞে মরিতহু তাহি তিরিবধ লাই। এ কপটিনি সখি কি বোলিবোঁ তোহী, হাথ বান্ধি বুঅঁ মেললহ মোহী ভনই বিদ্যাপতি সুনহু মুরারি, পহু অবলেপএ […] keyboard_arrow_right
  • কমল চরণে ঠাঁই মাগম্‌ সততে
    কমল চরণে ঠাঁই মাগম্‌ সততে, তুয়া বিনু প্রাণেশ্বর নাহিক জগতে। ধু অবলা কুমারী আমি, সূক্ষ্ম তনু জগস্বামী, অই দুঃখ মরমে বিশেষ। কামিনী শরীর পীন, কামানলে রাত্রিদিন, তনু দহে পিয়া পর দেশ।। প্রাণনাথ বুলি ডাকি, নিত্য পন্থ হেরি থাকি, কতদিনে দরশন পাম্। স্বামীকে না দেখি পাশ, বিষপ্রায় গৃহবাস, পিয়ার উদ্দেশে শ্রদ্ধা যাম্‌।। পিরীতি রতন মূলে, হীন […] keyboard_arrow_right
  • কমল জিনিয়া আঁখি
    কমল জিনিয়া আঁখি শোভা করে মুখশশী করুণায় সভাপানে চায়। বাহু প্রসারিয়া বোলে আইস আইস করি কোলে প্রেমধন সভারে বিলায়।। ভুবন ভুলানো বেশ শোভিছে চাঁচর কেশ বান্ধে চূড়া অতি মনোহর। নাটুয়া ঠমকে চলে বুক বাহি পড়ে লোরে বিবিধ জীবের তাপহর।। হরি হরি বোল বলে ডাহিনে বামে অঙ্গ দোলে রাম গৌরীদাসের গলা ধরি। মধুমাখা মুখচান্দ নিতাই প্রেমের […] keyboard_arrow_right
  • কমল নয়নে বরিখে সঘনে
    * * * * * * কমল নয়নে বরিখে সঘনে যেমন সাঙন-ধারা। চণ্ডীদাস বলে হংসের বচন ঐছন দেখল ধারা।। keyboard_arrow_right
  • কমল ভমর জগ অছএ অনেক
    কমল ভমর জগ অছএ অনেক। সব তঁহসেঁ বড় জাহি বিবেক।। মানিনি তোরিত করিঅ অভিসার। অবসর থোড়হু বহুত উপকার।। মধু নহিঁ দেলহ রহলি কি খাগি। সে সম্পতি জে পরহিত লাগি।। অতি অতিশয় ওলনা দেল। জাব জীব অনুতাপক ভেল।। তোঞে নহিঁ মন্দ মন্দ তুঅ কাজ। ভলেও মন্দ হো মন্দা সমাজ।। ভনই বিদ্যাপতি দুতি কহ গোএ। নিঅ ক্ষতি […] keyboard_arrow_right
  • কমল মিলল দল মধুপ চলল ঘর
    কমল মিলল দল মধুপ চলল ঘর বিহগে গহল নিজ ঠামে। অরে রে পথিক জন থির রে করিঅ মন বড় পাঁতর দুর গামে।। ননদি রুসিএ রহু পরদেস বস পহু সাসুহি ন সুঝ সমাজে। নিঠুর সমাজ পুছরি উদাসীন আওব কি কহব বেআজে।। চন্দন চারু চম্প ঘন চামর অগর কুঙ্কুম ঘরবাসে। পরিমল লোভে পথিক নিত সঞ্চর তেই নহি […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ