• কেনে কৈনু পীরিতির সাধ
    কেনে কৈনু পীরিতির সাধ। পীরিতি অঙ্কুর হৈতে যত দুখ পাইনু চিতে শুনিলে গণিবে পরমাদ।। মুঁই যদি জানিতু এত তবে কেন হব রত না করিতুঁ হেন সব কাজ। ভুলিনু পরের বোলে কুলটা হইনু কুলে জগৎ ভরিয়া রইল লাজ।। যখন পীরিতি কৈল আনি চাঁদ হাতে দিল পুন তাহে না পাই দেখিতে। কি করিতে কি না করি ঝুরিয়া […] keyboard_arrow_right
  • কেনে কৈলুঁ পীরিতির সাধ
    কেনে কৈলুঁ পীরিতির সাধ। পীরিতি-অঙ্কুর হৈতে যত দুখ পাইলুঁ চিতে শুনিলে গণিবে পরমাদ।।ধ্রু মুঁই যদি জানিতু এত তবে কেন হব রত না করিতুঁ হেন সব কাজ। ভুলিলুঁ পরের বোলে কুলটা হইলুঁ কুলে জগৎ ভরিয়া রৈল লাজ।। যখন পীরিতি কৈল আনি চাঁদ হাতে দিল পুন তারে না পাই দেখিতে । কি করিতে কি না করি ঝুরিয়া […] keyboard_arrow_right
  • কেনে গেলাম জল ভরিবারে
    কেনে গেলাম জল ভরিবারে। যাইতে যমুনার ঘাটে সেখানে ভুলিলুঁ বাটে তিমিরে গরাসিল মোরে।।ধ্রু।। রসে তনু ঢর ঢর তাহে নব কৈশোর আর তাহে নটবর বেশ। চূড়ায় টালনি বামে মউর চন্দ্রিকা ঠামে ললিত লাবণ্য রূপশেষ।। ললাটে চন্দনপাঁতি নবগোরোচনা কাঁতি তার মাঝে পূণিমক চাঁদ। অলকাবলিত মুখ ত্রিভঙ্গভঙ্গিমা রূপ কামিনী জনের মনফান্দ।। লোকে তারে কাল কয় সহজে সে কাল […] keyboard_arrow_right
  • কেনে বা পীরিতি কৈলুঁ শ্যাম বঁধুর সনে
    কেনে বা পীরিতি কৈলুঁ শ্যাম বঁধুর সনে। ভাবিতে রসের তনু জারিলেক ঘুণে।। কত ঘর বাহির হইব দিবারাতি। বিষম হইল কালা কানুর পীরিতি।। না রুচে ভোজন-পান কি মোর শয়নে। বিষ মিশাইল যেন এ ঘরকরণে।। ঘরে গুরু দুরুজন ননদিনী আগি। দু আঁখি মুদিলে বলে কাঁদে কানু লাগি।। আকাশ যুড়িয়া ফাঁদ, যেত পথ নাই। কহে বড়ু চণ্ডীদাস মিলিবে […] keyboard_arrow_right
  • কেনে বা পোহাল্য নিশি দিশি কেনে আইল
    কেনে বা পোহাল্য নিশি দিশি কেনে আইল। ভাবিয়া মরিব কত বিপরীত হইল।। সখি হে কি কহব কহ। প্রবোধ না মানে চিত করে দহ দহ।। গুরু গরবিত কত কহে কুবচন। না করে আঁখির আড় নিজ পতি জন।। বিহানে যাইব বন্ধু আসিব যামিনী। কত না চাহিব পথ কুলের কামিনী।। বিদ্যাপতি কহে এই লয় মোর মনে। করহ যুগতি […] keyboard_arrow_right
  • কেনে মান কর গো রাই
    কেনে মান কর গো রাই। ধু আজ বুঝি রাধার সনে মিলিবা কানাই।। লং এলাচি জায়ফল যত্রি কর্পূরের গুড়ি। এগো সোনা মুখে তুলিয়া কেনে লওনা পানের বিড়ি।। আতর গুলাববাস কাশেতে ভরিয়া। এগো সোনা বন্ধের অঙ্গে দিও ছিটাইয়া ছিটাইয়া।। কিবা নারী কিবা সতী তোর এত বড়াই। তোমার মত রঙ্গে রূপে আর কি মানুষ নাই।। পাগল মিয়াধনে বলে […] keyboard_arrow_right
  • কেনে মান করিনু লো সই
    কেনে মান করিনু লো সই। গোরা গুণনিধি গেল কই।। তেজিলাম যদি বঁধুয়ায়। কেনে প্রাণ নাহি বাহিরায়।। আমি ত তেজিনু গৌরহরি। তোরা কেনে না রাখিলি ধরি।। এবে গেহ দেহ শূন ভেল। গৌর বৈমুখ ভৈ গেল।। এবে কেন মিছা হা হুতাশ। বাসু কহে পূরিবেক আশ।। keyboard_arrow_right
  • কেবা আইসে দূর পর হই
    “কেবা আইসে দূর পর হই না দেখি আছিনু ভাল। তোমারে দেখিতে হৃদয়ে আনল দিগুন জ্বলিয়া গেল।। কাননে আনল জলিলে নিভায়ে জদি বা মেঘের লেহা। বারি পরসনে দারূন কাননে নিভায়ে তিলেক দেহা।। এমতি আনল হিয়ায়ে পসিল কিসেতে নিভায়ে বল। ভস্ম আৎসাদনে তাহে ঘৃত দিয়া অধিক করিয়া জাল।। ধিকি ধিকি সদা অন্তর-আনল জলছে এ রাতি দিনে। তাহে […] keyboard_arrow_right
  • কেবা নিরমাল্য এহেন পীরিতি
    কেবা নিরমাল্য এহেন পীরিতি আখর গণিঞা তিন। প্রথম সময়ে মধুর বিষয়ে পরিণামে এই চিন।। জথা পাই লাগি উঠিছে জে আগি জা করি মনেতে আছে। ভাল মতে তার সাজাই করিব জাইঞা তাহার কাছে।। এ দেহ তাপিত ভাজিল দুগুণ দোষ গুণ নাহি জানি। কেনে হেন করে অবলার দেহ অখল কুলের ধনি।। পীরিতি গরল না হএ সরল কুটিল […] keyboard_arrow_right
  • কেবা সে প্রকৃতি পুরুষ কেবা
    কেবা সে প্রকৃতি পুরুষ কেবা। কেবা সে মানুষ কার করে সেবা।। প্রকৃতি বলিয়া বলয়ে জগতে। প্রকৃতি কি বস্তু না জানে তত্ত্বে।। রসের মাধুরী সবা হইতে ভারি বুঝিতে শকতি কার। এ সব বিরল অদভুত সকল ইহাতে মানুষ অধিকার।। চণ্ডীদাস কহে পাইতে বিরল এইত মানুষ রস। যাহার আলাপে দুখ ভয় ভাঙ্গে সবা হইতে প্রেম-রস।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ