• কোথা গেল নন্দ ঘোষ হের দেখ আসি
    কোথা গেল নন্দ ঘোষ হের দেখ আসি। তব গৃহে উদয় হৈয়াছে কত শশী।। এতেক দিবসে জন্ম হইল সফল। মনের আনন্দে দেখ বদন কমল।। যশোদার পুত্র হৈল পড়ি গেল সাড়া। মহানন্দে ধায়্যা আল্য যত গোয়াল পাড়া।। নন্দের মন্দিরে রে গোয়াল আল্য ধায়্যা। হাতে লড়ি কান্ধে ভার নাচে থৈয়া থৈয়া।। সভে বোলে নন্দ ঘোষ বড় ভাগ্য তোর। […] keyboard_arrow_right
  • কোথা গেলি রে কানাই
    কোথা গেলি রে কানাই । সকল বুন খুঁজিয়ে তোরে নাগাল পাইনে ভাই।। বনে আজ হারিয়ে তোরে গৃহে যাব কেমন করে। কি বলব মা যশোদারে ভাবনা হ’ল তাই।। মনের ভাব বুঝিতে নারি কি ভাবের ভাব তোমারি। খেলতে খেলতে দেশান্তরী ভাব তো দেখতে পাই।। আজ বুঝি গোচারণ-খেলা খেলনি না রে নন্দলালা। লালন বলে, চরণ খেলা তলা পাইনে […] keyboard_arrow_right
  • কোথা গেলে পাব রাম কৃষ্ণ দুই
    কোথা গেলে পাব রাম কৃষ্ণ দুই জগত-জীবন ধন। আর কি হেরব সবার গোচরে তথাই আছয়ে মন।। শুন নন্দ ঘোষ আমার বচন চল যাব সেই ঠাম। দু বাহু পসারি কোলেতে লইয়া দেখি ঘনশ্যাম।। এ ক্ষীর নবনী ছেনা দুগ্ধ চিনি দিব সে দোঁহার মুখে। তবে সে যাইব আদর আগুন হইব অতি সে সুখে।। দোঁহার বদন মোহন মদন […] keyboard_arrow_right
  • কোথা গেলে পাব রামকৃষ্ণ দুই
    “কোথা গেলে পাব রামকৃষ্ণ দুই জগত-জীবন ধন। আর কি হেরব সবার গোচর তথাই আছয়ে মন।। শুন নন্দঘোষ, আমার বচন চল যাব সেই ঠাম। দু বাহু পসারি কোলেতে লইয়া দেখি নবঘন শ্যাম।। এ ক্ষীর নবনী ছেনা দুগ্ধ চিনি দিব সে দোঁহার মুখে। তবে সে যাইব আদর আগুন হইব অতি সে সুখে।। দোঁহার বদন মোহন মদন চল […] keyboard_arrow_right
  • কোথা যাও পরাণ রাধার
    কোথা যাও পরাণ রাধার। মুখ তুলি চাহ একবার।। কি কহিলে নিকুঞ্জকুটীরে। দুটী হাত দিয়া রাধার শিরে।। পাথারে ভাসালে ব্রজবালা। দাঁড়াইবার নাহি গাছের তলা।। তোমার সোহাগে মাতিলাম। গুরু গরবিত না মানিলাম।। গোবিন্দদাসের ঝোরে প্রাণ। পুন কিয়ে মিলব কান।। keyboard_arrow_right
  • কোথা হতে এলে তুমি কোথায় তোমার ঘর
    কোথা হতে এলে তুমি কোথায় তোমার ঘর। কিসের পসরা তোমার মাথার উপর।। হেন ধনী কমলিনী কোথাকে গমন। মুনি জনার ধ্যান ভাঙ্গে দেখে ও চরণ।। না যাইও না যাইও ধনী বৈস তরুতলে। আইস কাছে বাজে পাছে চরণ কমলে।। চাঁচর চিকুরে বেণী দোলিছে কোমরে। ফণির ভরমে বেণী গিলিবে ময়ূরে।। করি কুম্ভ জিনি তার কুচ যুগ গিরি। গজের […] keyboard_arrow_right
  • কোথাকারে যাও রাধে আমারে ছাড়িয়ে
    কোথাকারে যাও রাধে আমারে ছাড়িয়ে। হইয়াছি পথের দানী তোমার লাগিয়ে।। ব্রহ্মা আদি দেব যত না পায় ধেয়ানে। সো হরি মিনতি করে নাহি শুন কাণে।। তোমার লাগিয়া হাম বৃন্দাবন কৈল। তুয়া গুণ গাইবারে মুরলী শিখিল।। বিরলে পাইয়াছি নাগল না দিব ছাড়িয়া। বলরাম দাসে কয় উলসিত হৈয়া।। keyboard_arrow_right
  • কোথাতে রাখিমু লুকাইয়া রে
    কোথাতে রাখিমু লুকাইয়া রে, পিরীতি তো রে কিরূপে রাখিমু লুকাইয়া। ধু দারুণ আনল প্রেমে, ঠাকুরের তনু ঘর্মে,ত্রিভুবন পুড়ি করি ছার।। মহারত্ন প্রেম তোর, রাখিতে কি শক্তি মোর, সর্বজগত সেই অধিকার। যে পালে পিরীতি সার, ত্রিলোক নিছনি তার, কান্ত সোহাগিনী সে সকল।। যে জন পিরীতি ছাড়া, সে সব জীয়তে মরা, আদি অন্তে নাই তার ফল। প্রেমরত্ন […] keyboard_arrow_right
  • কোথায় রে সাজিয়েছ
    “কোথায় রে সাজিয়েছ। কাহার জনম সফল করিতে এ বেশ বনায়েছে।।” চাঁদমুখ চেয়ে যশোদা জননী পড়ে মুরছিত হয়ে। “কেমনে বাঁচিব তিলেক না জীব দেখহ বেকত হয়ে।। কিসের কারণে এ ঘর-করণে আগুনি ভেজায়ে দিয়া। তোমার বিহনে মরিব সঘনে যাব সে বাহির হয়া।। কেবল নয়ন- তারার পুতলি তোমা না দেখিলে মরি। যখন দেখিয়ে ও চাঁদ বদন তবে সে […] keyboard_arrow_right
  • কোথায় আছিল গোরা এমন সুন্দর
    কোথায় আছিল গোরা এমন সুন্দর। ও রূপে মুগধ কৈল নদীয়া নগর।। বান্ধিয়া চিকণ কেশ দিয়া নানা ফুলে। রঙ্গণ মালতী যূথী বান্ধুলী বকুলে।। মধু-লোভে মধুকর তাহে কত উড়ে। ও রূপ দেখিতে প্রাণ নাহি রহে ধড়ে।। মণি-মুকুতার হার ঝলমল বুকে। প্রতি অঙ্গে আভরণ বিজুরী চমকে।। কুঙ্কুম লেপিত অঙ্গ চন্দন মিশালে। আজানুলম্বিত ভুজ বনমালা গলে।। মন্থর চলনি গতি […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ