কোথায় লুকাইয়ে রৈলে ওহে কালাচাঁদ । তোমাকে হারাইয়া রৈনু উদাসিনী মন।। তুমিমোর কাল শশি, গলাতে লাগাইয়া ফাঁসি। দূরেথাক টান রসি না যায় ও সহন।। তুমি মোর প্রাণপ্রিয়া, তোমায় বিনে জ্বলে হিয়া। তুমি মোর প্রাণেশ্বর ওহে প্রাণধন।। তুমি মোর প্রাণ সখা, কবে হবে তোমার দেখা। কৃপা করি দিয়ে দেখা জুরাও প্রাণ।। দেখা যদি না দেও প্রিয়া, […]
keyboard_arrow_right