গৌরাঙ্গ রসের নদী প্রেমের তরঙ্গ। উথলিয়া যাইছে ধারা কভু নহে ভঙ্গ।। অভিরাম সারঙ্গ তায় তট দুইখানি। অচ্যুতানন্দ তাহে প্রেমের ঘুরণি।। স্রোত বহি যায় তাহে শ্রীঅদ্বৈতচন্দ্র। ডুবারি কাণ্ডারি তাহে প্রভু নিত্যানন্দ।। প্রেম জলচর শ্রীবাসাদি সহচর। স্বরূপ শ্রীরূপ ভেল প্রেমের মকর।। থাকুক ডুবিরার কাজ পরশ না পাইয়া। দুঃখিয়া শেখর কাঁদে ফুকার করিয়া।।
keyboard_arrow_right