• গৌরাঙ্গে সন্ন্যাস দিয়া ভারতী কাঁদিলা
    গৌরাঙ্গে সন্ন্যাস দিয়া ভারতী কাঁদিলা। শ্রীকৃষ্ণচৈতন্য নাম নিমাইয়েরে দিলা।। পহুঁ কহে গুরু মোর পূরাহ মনসাধ। কৃষ্ণে মতি হউক এই দেও আশীর্ব্বাদ।। ভারতী কাঁদিয়া বোলে মোর গুরু তুমি। আশীর্ব্বাদ কি করিব কৃষ্ণ দেখি আমি।। ভুবন ভুলাও তুমি সব নাটের গুরু।। রাখিতে লৌকিক মান কহ গুরু গুরু।। আমার সন্ন্যাস আজি হইল সফল। বাসু কহে দেখিলাম চরণকমল।। keyboard_arrow_right
  • গৌরাঙ্গের সহচর শ্রীবাসাদি গদাধর
    গৌরাঙ্গের সহচর শ্রীবাসাদি গদাধর নরহরি মুকুন্দ মুরারি। সঙ্গে স্বরূপ রামানন্দ হরিদাস প্রেমকন্দ দামোদর পরমানন্দ পুরী।। যে সব করিলা লীলা শুনিয়ে গলয়ে শিলা তাহা মুঞি না পাইলুঁ দেখিতে। তখন নহিল জন্ম এবে কেন ভব বন্ধ সে না শেল রহি গেল চিতে।। প্রভু সনাতন রূপ রঘুনাথ ভট্টযুগ ভূগর্ভ শ্রীজীব লোকনাথ। এ সকল প্রভু মেলি যে সব করিলা […] keyboard_arrow_right
  • গৌরাঙ্গের দুটী পদ যার ধন সম্পদ
    গৌরাঙ্গের দুটী পদ যার ধন সম্পদ সে জানে ভকতি-রস সার। গৌরাঙ্গ মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা হৃদয় নির্মল ভেল তার।। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয় তার মুঞি যাও বলিহারি। গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্যলীলা তার স্ফুরে সে জন ভকতি অধিকারী।। গৌরাঙ্গের সঙ্গিগণে নিত্য সিদ্ধ করি মানে সে যায় ব্রজেন্দ্রসুত পাশ। শ্রীগৌড়মণ্ডল ভূমি যেবা জানে […] keyboard_arrow_right
  • গৌরি আরাধন ছল করি সুন্দরি
    গৌরি আরাধন ছল করি সুন্দরি মীললি নাগর সঙ্গে। আগুসরি নাহ রাই-কর ধরি তহিঁ আনল কৌতুক-রঙ্গে।। কুণ্ডক তীরে কুঞ্জ অতি শীতল বহতহি মলয়-সমীর। কোকিল কুহরত কপোত ফুকারত চৌদিশে শিখিকুল ফীর।। রাধা-মাধব কোলি-বিলাস। দোহেঁ দোহাঁ বদন নেহারি ঘন চুম্বয়ে কতহুঁ হাস পরিহাস।।ধ্রু।। চন্দন কুসুম-হার সব সখিগণ দেয়ত কানুক অঙ্গে। ঐছন সময়ে কবহু রাধামোহন হেরব সহচরি সঙ্গে।। keyboard_arrow_right
  • গৌরী আরাধন ছলে চলু কাননে
    গৌরী আরাধন ছলে চলু কাননে জটিলা আদেশ পায়। নানা উপহার সখিগণ লেওল হরষিতে সভে চলি যায়।। সুন্দরী উপনীত যমুনাক তীরে। নব নিকুঞ্জে কুসুম সব বিকশিত মধুলই বহই সমীরে।। তুয়া আমোদে মাতি প্রবেশল কুঞ্জে যাঁহা সখিগণ মেল। কুসুম উঠায়ত সভে বন বিহরত করতহি কৌতুক বোল।। ঐছন সময়ে আসি বরনাগর দেখল কুসুমবিলাস। রঙ্গিম নয়নে কোনে ধনি প্রতি […] keyboard_arrow_right
  • গৌরী ঔরী ককরা পর করতী
    গৌরী ঔরী ককরা পর করতী বর ভেল তপসি ভিখারি। আগে মাই হেমসিখর পর বসথি এক ঘর-নৈ ছৈহ্ন অপন পরার।। বারি কুমারী রাজ দুলারী ঋষি কে প্রান অধার। সে গৌরী কোনা বিপতি গমৌতী কে মুখ করত দুলার।। তেল ফুলেল লৈ কেশ বহ্নাবথি ঔর উগারথি আঁগ। সে গৌরা কোনা ভস্ম লোটৈতী নিতউঠি কুটতী ভাঁগ।। ভনহিঁ বিদ্যাপতি সুনিএ […] keyboard_arrow_right
  • গৌরীদাস করি সঙ্গে আনন্দিত তনু রঙ্গে
    গৌরীদাস করি সঙ্গে আনন্দিত তনু রঙ্গে চলি যায় গোরা গুণমণি। ভাবে অঙ্গ থরহরি দুনয়নে বহে বারি চাহে গৌরীদাসের মুখখানি।। আচম্বিতে অচৈতন্য প্রেমাবেশে শ্রীচৈতন্য পড়ি গেলা সুরধুনীতীরে। গৌরীদাস ধীরে ধীরে ধরিয়া করিল কোরে কোন দুখ কহত আমারে।। কহিবার কথা নয় কেমনে কহিব তায় মরি আমি বুক বিদরিয়া। বাসু কহে আহা মরি রাধাভাবে গৌরহরি ধরিতে নারয়ে নিজ […] keyboard_arrow_right
  • গৌরীদাস সঙ্গে কৃষ্ণকথারঙ্গে
    গৌরীদাস সঙ্গে কৃষ্ণকথারঙ্গে বসিলা গৌরহরি। ভাবে হিয়া ভোর ঘন দেয় কোর দোহে গলা ধরাধরি।। ভাব সম্বরিয়া প্রভুরে বসাঞা গৌরীদাস গৃহ হৈতে। চম্পকের মাল আনিয়া তৎকাল গলে দিল আচম্বিতে।। চম্পকের হার চাহে বারে বার আমার গৌর রায়। রাধার বরণ হইল স্মরণ প্রেমধারা বহি যায়।। প্রভু কহে ভাষ শুন গৌরীদাস মনেতে পড়িল রাধা। বাসু ঘোষ কয় রাই […] keyboard_arrow_right
  • গৌরীদাসের নিমন্ত্রণে ষতেক মহান্ত গণে
    গৌরীদাসের নিমন্ত্রণে ষতেক মহান্ত গণে আইল সবে অম্বিকা নগরে। মহা মহোৎসব ধ্বনি হরিনাম গর্জন শুনি নাচে গৌরীদাসের মন্দিরে ।। গৌরীদাস হাসি হাসি প্রভুর নিকটে আসি কহে কিছু মধুর বচন। যদি কৃপা করি মোরে এসেছ আমার ঘরে তবে কিছু করহ ভোজন।। করি এ …সাদ দ্বাদশ গোপাল মাঝ বসিলেন মহান্তের গণ। বামেতে অদ্বৈত করি বসিলেন গৌর হরি […] keyboard_arrow_right
  • গ্রামহি জাবট যৈছন পাবক
    গ্রামহি জাবট যৈছন পাবক তৈছন সব জন রীত। পরচরচা বিনে আনহি নাহি জানে না বুঝিয়ে কৈছে চরিত।। সখিরে ইহকুলে ইহ বেবহার। কুটিল কুমতি জন পৈশুন পরায়ণ নিন্দুক গলে ধরু হার।।ধ্রু।। নিজ নিজ যশগুণ ঘোষয়ে পুনপুন কেহ কাহু হিত নাহি মানে। হামারি করমফলে বিহি বান্ধি হাতে গলে সোঁপল তাকর থানে।। জনমে জনমে কত পাপ কৈলুঁ শত […] keyboard_arrow_right
  • 1
  • 24
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ