চলিলা পুতুনা তবে গোকুল-নগরে। প্রবেশ করিল গিআ নন্দের মন্দির।। হরসে আপন স্তনে বিষ মাখে রাণ্ডি। রিপুর স্বভাবে জাএ নন্দ-সুতে ভাণ্ডি।। গিয়া সে নন্দের ঘরে পুতুনা রাক্ষসি। মাআ ডোর দিআ সে গলায় দিল ফাঁসি ।। “শুন গো যশোদা রাণি, আইল এথাই । শুনিল লোকের মুখে সুখী ভেল তাই।। নন্দের বৃদ্ধ বএসে হইল তার পুত্র। ভাগ্যবতী বড় […]
keyboard_arrow_right