• চলিলা নীলাচলে গৌরহরি
    চলিলা নীলাচলে গৌরহরি। দণ্ড কমণ্ডলু শ্রীকরে ধরি।। সঙ্গে নিত্যানন্দ মুকুন্দ আদি। প্রেমজলে হিয়ে বহয়ে নদী।। অরুণ অম্বর শোভয়ে গায়। প্রেমভরে তনু দোলাঞা যায়।। দণ্ড করে দেখি নিতাই চাঁদ। পাতয়ে অমিয়া পিরীতিফাঁদ।। আপন করে লইয়া প্রভুর দণ্ড। ফেলিলা ছলে জলে করিয়া খণ্ড।। আসিয়া যবে প্রভু চাহিলা দণ্ড। নিতাই কহে দণ্ড হইল খণ্ড।। দণ্ডভঞ্জন শুনিয়া কথা। কোপ […] keyboard_arrow_right
  • চলিলা পুতুনা তবে গোকুল-নগরে
    চলিলা পুতুনা তবে গোকুল-নগরে। প্রবেশ করিল গিআ নন্দের মন্দির।। হরসে আপন স্তনে বিষ মাখে রাণ্ডি। রিপুর স্বভাবে জাএ নন্দ-সুতে ভাণ্ডি।। গিয়া সে নন্দের ঘরে পুতুনা রাক্ষসি। মাআ ডোর দিআ সে গলায় দিল ফাঁসি ।। “শুন গো যশোদা রাণি, আইল এথাই । শুনিল লোকের মুখে সুখী ভেল তাই।। নন্দের বৃদ্ধ বএসে হইল তার পুত্র। ভাগ্যবতী বড় […] keyboard_arrow_right
  • চলিলা বৃষ-ভানুসুতা গহনে
    চলিলা বৃষ-ভানুসুতা গহনে। ব্রজ-ভূপতি-নন্দন ভাবি মনে।। অভিসার সুখার্ণব মগ্ন মনে। মদমত্ত গজেন্দ্রবধুগমনে।। মুরলী-ধর-দর্শন-আশ-সুখে। নাহি জানত পন্থ-পয়ান দুখে।। কুলকণ্টক লাগত পদ্ম-পদে। গণয়ে নাহি যে সব প্রেম-মদে।। চলিতে চলিতে তুলিতে চরণে। মণি নূপুরনাদ করে সঘনে।। চুটুটুকি রুনু রুনু রুনু গরজে। চটকাবলি যা শুনি লাজ ভজে।। কটিতে রসনা শুনি নাদ করে। শুনি সে ধ্বনি সারস দর্প হরে।। ঘন […] keyboard_arrow_right
  • চলিলা রসিক-রাজ ধনী ভেটিবারে
    চলিলা রসিক-রাজ ধনী ভেটিবারে। অথির চরণ যুগ আরতি অপারে।। সঙরিতে প্রেম অবশ ভেল অঙ্গ। অন্তরে উথলল মদন তরঙ্গ।। শীতল নিকুঞ্জবনে সুতি আছে রাধে। ধনী মুখ নিরখিতে পহু ভেল সাধে।। অধর কপোল আঁখি ভুরুযুগ মাঝ। ঘন ঘন চুম্বই বিদগধ-রাজ।। অচেতনী রাই সচেতন ভেল। মদন জনিত তাপ সব দূরে গেল।। নরোত্তম দাস-পহু আনন্দে বিভোর। দুহু দুহু মিলনে […] keyboard_arrow_right
  • চলিলা রাখাল সকল মণ্ডল
    চলিলা রাখাল সকল মণ্ডল লইয়া ধেনুর পাল। হৈ হৈ বলি দিয়ে করতালি নন্দের নন্দন ভাল।। কেহু নাচে গায় কেহ বেণু বায় কেহ বেণু দেয় সাড়া। কেহ তাল মান করে অতি গান কেহ নাচে অতি গাঢ়া।। কেহ বলে ভাই কোন্‌ বনে যাবে কহত বোলত ভেয়ে। সেই বন পানে চলে ধেনুগণে তবে যাই ধেনু লয়ে।। বলরাম তায় […] keyboard_arrow_right
  • চলিলেন হরি রাধাপতি শিরে
    চলিলেন হরি রাধাপতি শিরে করি শুভ অভিসার। আয়ান বুঝিতে নাহি পারে কিছু প্রেমে পূর্ণ দেহ তার।। প্রমত্ত বারণ সম প্রেমে মাতি রাধার মন্দিরে গেল। রাণীর সন্দেশ আগে নিবেদিয়া পেটিকা রাখিয়া এল।। কহিছেন রাধা শুন সখীগণ এ কি দেখি সুলক্ষণ। কাঁপে বাম বাহু নাচে বাম আঁখি পুলকিত দেহ মন।। কহিছে ললিতা অমূল্য রতন অনায়াসে লাভ হবে। […] keyboard_arrow_right
  • চলু অভিসারে বিনোদিনী রাধে
    চলু অভিসারে বিনোদিনী রাধে নব নব রঙ্গিণী সাথে। বাম শ্রবণমূলে শতদল কমল বীজই ধনুশর হাথে।। কুঞ্জর দর্শন ভূষণ করি সুন্দরি মদন জিনিতে ধনী সাজে। পহিরন ধৌত বসন কটি-বন্ধন কটিতটে কিঙ্কিণী বাজে।। কপালে সিন্দুর বিন্দু দুরে রবিকীরণ চারি পাশে মলয়জ বিন্দু। হেরইতে লাজ- সায়রে রবি ডুবল দিনে দিনে খিন ভেল ইন্দু।। নব নব রঙ্গিণী চামর ঢুলায়ত […] keyboard_arrow_right
  • চলু গজ-গামিনি হরি অভিসার
    চলু গজ-গামিনি হরি অভিসার। গমন নিরঙ্কুশ আরতি বিথার।। পঙ্কপিছল পথ গুরুয়া নিতম্ব। পড়ু কত বেরি নাহি অবলম্ব।। বিজুরি-জোতি দরশায়ল দেহ। উঠইতে চাহে জলধারক থেহ।। ঐছন মীলল নাগর পাশ। গোবিন্দদাস কহ পূরল আশ।। keyboard_arrow_right
  • চলু গজগামিনি হরিঅভিসার
    চলু গজগামিনি হরিঅভিসার। গমন নিরঙ্কুশ আরতি বিথার।।ধ্রু।। পঙ্কজপিছল পথ গুরুয়া নিতম্ব। পড়ু কত বেরি নাহি অবলম্ব।। বিজুরি জোতি দরশায়ল দেহ। উঠইতে চাহে জলধারক থেহ।। ঐছনে মীলল নাগর পাশ। গোবিন্দদাসিয়া কহ পূরল আশ।। keyboard_arrow_right
  • চলু রাজপথে রাই সুনাগরি
    চলু রাজপথে রাই সুনাগরি লাসবেশ করি অঙ্গে। ঘৃত দধি দুগ্ধে সাজাইয়া পসরা সহচরি করি সঙ্গে।। পাটের জাদেতে বান্ধিয়া কবরী বেড়িয়া মালতীমালে। সিঁথায় সিন্দূর লোচনে কাজর অলক তিলক ভালে।। মণি আভরণ শ্রবণে কুণ্ডল গীমে সুরেশ্বরী হার। রূপ নিরূপম বিচিত্র কাঁচুলি পীন পয়োধর ভার।। চরণ কমলে রাতুল আলতা বাজন নূপুর বাজে। গোবিন্দাই ভণে ও রূপ যৌবনে জিতব […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ