ধনি কানড় ছাঁদে বাঁধে কবরী। নবমালতি মাল তহি উপরী।। দলিতাঞ্জন গঞ্জ কলা কবরী। খেণে ঊঠত বৈঠে উড়ী ভ্রমরী।। ধনি সিন্দুরবিন্দু ললাটে বনী। অলকা ঝলকে তহিঁ নীলমণী।। তহি গণ্ডে কুণ্ডল অলক-পাতা। ভুরু ভঙ্গিম চাপ ভুজঙ্গলতা।। নয়ানঞ্চল চঞ্চল খঞ্জরিটা। তহি কাজর শোভিত নীলছটা।। তিলপুষ্প সমান নাসা ললিতা। কনকাতি ভাতি ঝলকে মুকুতা।। ধনি সুন্দর শারদ ইন্দুমুখী। মধুরাধর পল্লব […]
keyboard_arrow_right