• নবীন কালিয়ার রূপ দেখ গো আসিয়া
    নবীন কালিয়ার রূপ দেখ গো আসিয়া। দেখ গো আসিয়া সখি দেখ গো আসিয়া।। গেছিলাম যমুনার জলে কলসী লইয়া। দু নয়ান জলে নিল আমার কলসী ভাসাইয়া।। যে যাইব জলের ঘাটে নতুন যৌবন লইয়া। ঐ বন্দের চরণে দিব কুল মান সপিয়া।। আবলু হুছনে বলে সেরূপ না পাইয়া। নয়ানের পলক বাদী দেখিলাম ভাবিয়া।। keyboard_arrow_right
  • নবীন কিশোরী মেঘের বিজুরী
    নবীন কিশোরী মেঘের বিজুরী চমকি চলিয়া গেল। সঙ্গের সঙ্গিনী সকল কামিনী ততহি উদয় ভেল।। সই দেখি নাই হেন নারী। ভঙ্গিম রঙ্গিম ঘন সে চাহনি গলে যে মোতিম হারি।। অঙ্গের সৌরভে ভ্রমরা ধাওয়ে ঝঙ্কার করয়ে যাই। অঙ্গের বসন ঘুচায় কখন কখন ঝাঁপয়ে তাই।। মনের সহিতে মরম কৌতুকে সখীর কান্ধেতে বাহু। হাসির চাহনি দেখাল কামিনী পরাণ হারানু […] keyboard_arrow_right
  • নবীন নাগরী নবীন লোরেতে
    নবীন নাগরী নবীন লোরেতে দেখিতে নাহিক পায়। নীরস বচন নাহিক কখন মতিকে কেমন ভায়।। নব নব রামা না ফেল পাথারে নাহিক আপন কেহ। না জানি পীরিতি না জানি কি রীতি কেবল সুঁপিল দেহ।। নয়নে নয়ন মিলিল যে দিন সে দিনে আছিলে ভালে। নাগরী আগরি যমুনা নাগর সেই সে কদম্বতলে।। নানা রঙ্গ তথা নানা রস-কথা আন […] keyboard_arrow_right
  • নবীন যুবতী না লো গগনের শশী
    নবীন যুবতী না লো গগনের শশী, ওরে লাগাইলায় অবলার গলে প্রেম রসির ফাঁসি, লো নবীন যুবতী। ধু যুবতী লো প্রথমে পিরিতি হইল দুহার নয়নে, একেতে দ্বিগুণ হইল মুখের জবানে। সে হনে পিরিতের শেল লাগিয়াছে দিলে, হায়রে তুষের অনল যেমন ঘইয়া ঘইয়া জ্বলে।। যুবতী লো ভ্রমরা ফুলের জন্যে করে অন্বেষণ, সেরূপে চিত্তেতে আমার করে যে ভ্রমণ। […] keyboard_arrow_right
  • নবীন কিশোরী মেঘের বিজুরি
    নবীন কিশোরী মেঘের বিজুরি চমকি চলিয়ে গেল। সঙ্গের সঙ্গিনী সকল কামিনী ততহি উদিত ভেল।। সই জনমিয়ে দেখি নাই হেন নারী। রঙ্গিম ভঙ্গিম ঘন সে চাহনি গলে যে মোতিম হারি।। অঙ্গের সৌরভে ভ্রমরা ধাওয়ে ঝঙ্কার করয়ে তাই। অঙ্গের বসন ঘুচায়ে কখন সঘনে ঝাঁপয়ে তাই।। মনের সহিতে মনের কৌতুকে সখীর কাছেতে যাই। হাসির চাহনি দেখালে কামিনী পরাণ […] keyboard_arrow_right
  • নবীন কিশোরী মেঘের বিজুরি
    নবীন কিশোরী মেঘের বিজুরি চমকি চাহিয়ে গেল। সঙ্গের সঙ্গিনী সকল কামিনী ততহি উদিত ভেল।। সই, জনমিয়ে দেখি নাই হে নারী। রঙ্গিম ভঙ্গিম ঘন সে চাহন গলে সে মোতিম হারি।। অঙ্গের বসন ঘুচায়ে কখন সঘনে ঝাঁপয়ে তাই।। মনে সহিতে মরম কৌতুকে সখীর কাছেতে যাই। হাসির চাহনি দেখালে কামিনী পরাণ হারানু ভাই।। চলন ভঙ্গিম অতি সুরঙ্গিম চাপটিলে […] keyboard_arrow_right
  • নবীন নাগরী নবীন লোরেতে
    নবীন নাগরী নবীন লোরেতে দেখিতে নাহিক পায়। নীরস বচন নাহিক কখন মতিকে কেমন ভায়।। নব নব রামা না ফেল পাথারে নাহিক আপন কেহ। না জানি পীরিতি না জানি কি রীতি কেবল সুঁপিল দেহ।। নয়নে নয়ন মিলিল যে দিন সে দিনে আছিলে ভালে। নাগরী আগরি যমুনা নাগর সেই সে কদম্বতলে।। নানা রঙ্গ তথা নানা রসকথা আন […] keyboard_arrow_right
  • নবীন মেঘের ছটা জিনিয়া বিজুরিঘটা
    নবীন মেঘের ছটা জিনিয়া বিজুরিঘটা ভালে কোটি চন্দনের চান্দ। শিরে শিখি শ্রীখণ্ড ঝলমল করে গণ্ড মুখমণ্ডল মোহন ফান্দ।। রাম কানাই দোঁহে ভুবনমোহন বেশে বনে যায় গোধন লইয়া। শিঙ্গা বেণু লাখে লাখে বাজায় ব্রজবালকে ডাকে সভে শ্যামলী বলিয়া।। সোনার নূপুর তাড়বালা আপাদলম্বিত মালা রঙ্গে সব সঙ্গে শিশু ধায়। কটিতে কিঙ্কিণী রোল আবা আবা আবা বোল ভাবভরে […] keyboard_arrow_right
  • নবীন সন্ন্যাসিবেশে বিশ্বম্ভর ঊর্দ্ধ্বশ্বাসে
    নবীন সন্ন্যাসিবেশে বিশ্বম্ভর ঊর্দ্ধ্বশ্বাসে বৃন্দাবন পানেতে ছুটিল। কটিতে করঙ্গ বাঁধা মুখে রব রাধা রাধা উধাউ হইয়া পহুঁ ধাইল।। দুনয়নে প্রেমধারা বহে। বলে কাঁহা মঝু রাই কাঁহা যশোমতি মাই ললিতা বিশাখা মঝু কাঁহে।।ধ্রু।। কাঁহা গিরি গোবর্দ্ধন কাঁহা সে দ্বাদশবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড কই। ছিদাম সুবল সখা কাঁহা মুঝে দেও দেখা কই মোর নীপতরু কই।। কাঁহা নব লক্ষ […] keyboard_arrow_right
  • নমঃ নমঃ নমঃ প্রভু নমঃ নারায়ণ
    নমঃ নমঃ নমঃ প্রভু নমঃ নারায়ণ। রক্ষাকর ভজিলুম রাঙ্গা শ্রীচরণ।। ধু তন্ত্র মন্ত্র দেবারাধ্য, সেবা শান্তিযোগে বাধ্য। এক নাম বিনে সব অকারণ। তুমিত সতত সঙ্গে, খেলিতেছ রঙ্গে ঢঙ্গে, অদর্শন ভাবিতেছি হৃদয়ে নাই নয়ন।। উদ্ধার সঙ্কট ত্যজি, তোমা রাঙ্গা পদে ভজি, গান রচে হীন ফএজর রহমান। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ