নবীন যুবতী না লো গগনের শশী, ওরে লাগাইলায় অবলার গলে প্রেম রসির ফাঁসি, লো নবীন যুবতী। ধু যুবতী লো প্রথমে পিরিতি হইল দুহার নয়নে, একেতে দ্বিগুণ হইল মুখের জবানে। সে হনে পিরিতের শেল লাগিয়াছে দিলে, হায়রে তুষের অনল যেমন ঘইয়া ঘইয়া জ্বলে।। যুবতী লো ভ্রমরা ফুলের জন্যে করে অন্বেষণ, সেরূপে চিত্তেতে আমার করে যে ভ্রমণ। […]
keyboard_arrow_right