• নিকুঞ্জ বিজই শ্যাম রাধিকার সাথে
    নিকুঞ্জ বিজই শ্যাম রাধিকার সাথে। রসের দীপিকা জ্বলে ললিতার হাথে।। আগে শ্যাম মাধে রাই গমন মাধুরি। তার পিছে দীপ হাতে ললিতা সুন্দরি আগমনে উত্তরিল যমুনার কুলে । নাসিকা মাতিয়া গেল নানা গন্ধ ফুলে ফুল তুলিবারে কৃষ্ণ তরু পানে চায়। সে ফুল পড়য়ে আসি রাধিকার পায়।। রাধার মনের মান ভাঙ্গিবার তরে। পথে ফুল বিছাইয়া দিলেন নাগরে […] keyboard_arrow_right
  • নিকুঞ্জ বনমে ঝূলত যুগল কিশোর
    নিকুঞ্জ বনমে ঝূলত যুগল কিশোর। মরকত কাঞ্চন মীলল যৈছন কিয়ে দুহুঁ চাঁদ চকোর।।ধ্রু।। নয়নে নয়নে ঘন করত বিলোকন সরস পরশে দুহুঁ ভোর। দুহুঁ মুচকায়ত আধ আধ বোলত ঝূলত থোরহি থোর।। পবন মন্দগতি হেরি দুহুঁ মূরতি উলসিত নাচত মন্দ। নব বৃন্দাবন ত্রিভুবন মোহন নব নব কুসুম সুগন্ধ।। নওল হিণ্ডোরে নওল নাগরি সঞে ঝূলত নাগর চন্দ। রাধা […] keyboard_arrow_right
  • নিকুঞ্জ বাহির হইয়া চলে বিনোদিনী
    নিকুঞ্জ বাহির হইয়া চলে বিনোদিনী। এ ঘোর রজনী কোথা যাবে কমলিনী।। চলে যেতে নারে প্যারী শ্যাম কুণ্ডের তীরে। সখিগণ অঙ্গে পড়ে ঢলি প্রেমের ভরে।। চৌদিকে সখিগণ নিল সবে ধরি। শ্যাম কুণ্ড তীরে গেল যথা বংশীধারী।। মাণিকচান্দ ঠাকুর বলে মিনতি অশেষ। সুকুমারী কৈলা আজ কুঞ্জে পরবেশ।। keyboard_arrow_right
  • নিকুঞ্জ মন্দির ঘরে ধরি কিশোরীর করে
    নিকুঞ্জ মন্দির ঘরে ধরি কিশোরীর করে কহিছেন রসময় হরি। বিশাখাকে কহে ডাকি পাশা আন প্রাণসখি রাই সঙ্গে খেলাইব সারি।। ললিতা কহয়ে হাসি হারিলে লইব বাঁশী রাই দিবে গজমোতি হার। হাসিয়া কহেন হরি আমি যদি জিনি সারি রাই চুম্ব দিবে শতবার।। শুনিয়ে শ্যামের কথা কহিছে চম্পক লতা থাক বন্ধু ভরমে সরমে। কহিবার কথা নয় রাইয়ের যদি […] keyboard_arrow_right
  • নিকুঞ্জ মন্দিরে দেখ অদভূত রঙ্গ
    নিকুঞ্জ মন্দিরে দেখ অদভূত রঙ্গ। দুহুঁ শিরে শোভে চূড়া দোঁহেই ত্রিভঙ্গ।। রাই শিখয়ে বাঁশী নাগর শিখায়। এক বাঁশী আধ আধ ধরিল দোঁহায়।। রাই ভেল বিনোদ মুরলী শ্রুতিধর। অঙ্গুলি লোলায়ে ভেদ জানায় নাগর।। শ্যাম কহে বাজাও দেখি বিনোদিনী রাই। যেই নামে উপাসনা সদাই ধেয়াই।। নিজ নাম রাই বাঁশী পুরিল অধরে। শ্যাম নাম ডাকিছে আপন বামাস্বরে।। রাই […] keyboard_arrow_right
  • নিকুঞ্জ মন্দিরে শেজ বিছায়ই
    নিকুঞ্জ মন্দিরে শেজ বিছায়ই সঘনে কাঁপয়ে দেহ। নীল নিচোল সো তনু ঝাঁপল পবনে না রহে থেহ।। সুকুমারি কত না সহিবে দুখ। মন্দিরে রচিত তুলি পরিযঙ্ক তেজিয়া সে সব সুখ।। কপট কামুক পিরিতি লাগিয়া আয়ল সঙ্কেত গেহা। কোন কলাবতি সঞে বিলসয়ে তেজিয়া এ হেন নেহা।। এ ঘর বাহির করিতে কতই চমকিত হৈয়া চাহে। ঘন বসি উঠে […] keyboard_arrow_right
  • নিকুঞ্জ মাঝারে রাই বিনোদিনী
    নিকুঞ্জ মাঝারে রাই বিনোদিনী বসিয়া শ্যামের বামে। চৌদিগে বেঢ়িয়া সখীগণ মেলি দাঁড়াইয়া রহল ঠামে।। দুহুঁ মুখ চাঁদ হেরিয়া উল্লাস কত না আনন্দ তায়। শ্রীরূপ মঞ্জরী বীজনে বীজই আনন্দে ভাসিয়া যায়।। ময়ুরা ময়ূরী দুহুঁ মুখ হেরি রঙ্গে নাচিছে তায়। শুক সারী মেলি তরু ডালে বসি রাধাকৃষ্ণ গুণ গায়।। নবীন গান নবীন তান নব অলিকুল বেঢ়িয়া। ভ্রমরা […] keyboard_arrow_right
  • নিকুঞ্জ শোভিত কি রস-কেলি
    নিকুঞ্জ শোভিত কি রস-কেলি এ মণিমণ্ডপ করিয়া মেলি রতন-মণ্ডিত পরেশ দোল স্তম্ভ সুচারু গড়ল ভাল রতন-মন্দিরে শোভিতে। ঝঝর ঝলকে এ চারু পাশ মুকুতা দুসারি গাঁথনি সারি গন্ধ মল্লিকা যাতি সুবাস কুঞ্জ-কুটীরে চৌদিকে ভাল সুগন্ধে আমোদ মোহিতে।। চৌদিকে ভ্রমরা ভ্রমরী গান চকোর চকোরী গাওত তান হংস হংসীকর জোড়েতে ফিরত নিকুঞ্জ-মাঝে মাঝে ঘুরি মণ্ডলগণ সারিতে।। ময়ূরা ময়ূরী […] keyboard_arrow_right
  • নিকুঞ্জ-মন্দিরে রাই প্রবেশিলা রঙ্গে
    নিকুঞ্জ-মন্দিরে রাই প্রবেশিলা রঙ্গে। আপনার বরণ দেখয়ে শ্যাম-অঙ্গে।। আন রমণী বলি নিবারল দীঠ। ফিরিয়া চলিলা ধনী শ্যাম করি পীঠ।। আকুল গোকুলচাঁদ পসারিয়া বাহু। শরদের চাঁদ যেন গরাসয়ে রাহু।। দরশে বিরস কেন কিয়ে অপরাধ। চান্দ বিনে চকোর না জিয়ে তিল আধ বলরাম দাস কহে শুন বিনোদিনি। শ্যাম-অঙ্গ কত কোটি দরপণ জিনি।। keyboard_arrow_right
  • নিকুঞ্জ-শোভিত কি রস-কেলি
    নিকুঞ্জ-শোভিত কি রস-কেলি এ মণিমণ্ডপ করিয়া মেলি রতন-মণ্ডিত পরেশ দোল স্তম্ভ সুচারু গঢ়ল ভাল রতন মন্দিরে শোভিতে। ঝঝর ঝলকে এ চারু পাশ মুকুতা দুসারি গাঁথনি সার গন্ধ মল্লিকা যাতি সুবাস কুঞ্জ-কুটীরে চৌদিকে ভাল সুগন্ধে আমোদে মোহিতে। চৌদিকে ভ্রমরা ভ্রমরী গান চকোর চকোরী পাওত তান হংস হংসী কর জোড়েতে ফিরত নিকুঞ্জ মাঝে মাঝে ঘুরি। মণ্ডলগণ সারিতে। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ