• গদাধর নরহরি করে ধরি গৌরহরি
    গদাধর নরহরি করে ধরি গৌরহরি প্রেমাবেশে ধরণী লোটায়। কহিলে না হয় তহুঁ ফুকরি ফুকরি পহুঁ বৃন্দাবিপিনগুণ গায়।। নিজ লীলানিধুবন সোঙরিয়া উচাটন কাঁদে পহুঁ যমুনা বলিয়া। নয়ানে ঝরিছে কত সুরধুনী ধারা মত দর দর চিবুক বাহিয়া।। সুবলের শুদ্ধ সখ্য বৃন্দাদেবীর প্রিয়বাক্য ললিতার ললিত সুলেহ। বিশাখার প্রেমকথা সোঙারি মরমে ব্যথা কহি কহি না ধরয়ে থেহ।। কাঁহা মোর […] keyboard_arrow_right
  • গোরা হেন জলদ অবতার
    গোরা হেন জলদ অবতার। সঘনে বরিখে জলধার।। নিজ গুণে করিয়া বাদল। গভীর নাদে করিয়া টলমল।। করুণা বিজুরী দিন রাতি। বরিখয়ে আরতি পিরীতি। সুখপঙ্ক করি ক্ষিতিতলে। প্রেম ফলাইল নান ফুলে।। এক ফলে নব রস ঝরে। ভাব তার কে কহিতে পারে।। নামগুণ কর্মচিন্তামণি। কহে বাসু অদ্‌ভূত বাণী।। keyboard_arrow_right
  • চলহ দুলহ কুল-রামা
    চলহ দুলহ কুল-রামা। উর বিনু শেজ পরশ নাহি দেয়বি তব তুহুঁ বিদগধ-নামা।। গুরুজন-নয়ন চৌকি ঘন দশ দিশ অহনিশি রহত অগোর। সো সব বারি আনি তোহে সোঁপলু যশ অপযশ অব তোর।। সখিগণ জীবন ধনি সরবস ধন তনু জনু নব-নবনীত। তুহুঁ গিরিবর-ধর এ অতি কাতর ইথে লাগি চমকয়ে চীত। সখিগণ মাঝে বিদিত তুয়া গুণ-গণ পুন জনি কর […] keyboard_arrow_right
  • জনম গোঁয়ানু দুঃখে কত না সহিব বুকে
    জনম গোঁয়ানু দুঃখে কত না সহিব বুকে কানু কানু করি কত নিশি পোহাইব। অন্তরে রহিল বেথা কুলশীল গেল কোথা কানু লাগি গরল ভখিব।। কুলে দিলুঁ তিলাঞ্জলি গুরুদিঠে দিলু বালি কানু লাগি এমতি করিলুঁ । ছাড়িলুঁ গৃহের সাধ কানু হৈল পরিবাদ তাহার উচিত ফল পালুঁ।। অবলা কি জানে কিছু এমতি হইবে পিছু তবে কি এমন প্রেম […] keyboard_arrow_right
  • দেখ দেখ অপরূপ গৌরাঙ্গবিলাস
    দেখ দেখ অপরূপ গৌরাঙ্গবিলাস। পুন গিরিধারণ পূরব লীলাক্রম নবদ্বীপে করিলা প্রকাশ।।ধ্রু।। শুদ্ধ ভক্তি গোবর্দ্ধন পূজা কর জগ-জন এই বিধি দিলা কলি মাঝে। শ্রবণাদি নব অঙ্গ কল্পতরুময় শৃঙ্গ পঞ্চরস ফল তাহে সাজে।। পুলকঅঙ্কুর শোভা অশ্রুজল মনোলোভা মন্দ বায়ু বেপথু সুন্দর। নিজেন্দ্রিয় উপচারে সেব সেই গিরিবরে প্রেমমণি পাবে ইষ্টবর।। দেখিয়া লোকের গতি কলিযুগ সুরপতি কোপে তনু কম্পিত […] keyboard_arrow_right
  • ধনি ধনি বনি অভিসারে
    (রমণি) ধনি ধনি বনি অভিসারে। সঙ্গিনী রঙ্গিণী রাগ-তরঙ্গিণী সাজলি শ্যাম-বিহারে।। লোচন খঞ্জন- গঞ্জন রঞ্জন অঞ্জন বসন বিরাজে। কিঙ্কিণী রনরনি রঙ্করাজ ধ্বনি মল্ল মনোহর বাজে।। সজলি মদন- কলাবতী রাধা যুবতী-বৃন্দ করি সাথে। রাজহংস গজ- গমনবিড়ম্বন অবলম্বন সখী হাতে।। চলইতে চরণ সঙ্গে চলু মধুকর মকরন্দ পানকি লোভে। সৌরভে উনমত ধরণী চুম্বই কত চরণ-চিহ্ন যাহা শোভে।। কনক-লতা জিনি […] keyboard_arrow_right
  • নাচে শচীনন্দন দেখেন শ্রীসনাতন
    নাচে শচীনন্দন দেখেন শ্রীসনাতন গান করে স্বরূপ দামোদর। গায় রায় রামানন্দ মুকুন্দ মাধবানন্দ বাসুঘো গোবিন্দ শঙ্কর।। প্রভুর দক্ষিণ পাশে নাচে নরহরি দাসে বামে নাচে প্রিয় গদাধর। নাচিতে নাচিতে প্রভু আউলাইয়া পড়ে কভু ভাবাবেশে ধরে দোঁহার কর।। নিত্যানন্দমুখ হেরি বলে পহুঁ হরি হরি কৃষ্ণ কৃষ্ণ ডাকে উচ্চাস্বরে।। সোঙারি শ্রীবৃন্দাবন প্রাণ করে উচাটন পরশ করয়ে রায়ের করে।। […] keyboard_arrow_right
  • নিতাই করিয়া আগে যায় শচী অনুরাগে
    নিতাই করিয়া আগে যায় শচী অনুরাগে সভে মেলি গেলা শান্তিপুরে। মুড়াইয়া মাথার কেশ ধর‍্যাছে সন্ন্যাসীর বেশ দেখিয়া সভার মন ঝুরে।। নদিয়ার ভোগ ছাড়ি মায়েরে অনথি করি কার বোলে করিলা সন্ন্যাস। কর জোড় করি আগে মায়ের চরণ জুগে পড়িলেন দণ্ডবৎ হইয়া।। দুই হাত তুলি বুকে চুম্ব দিলা চাঁদ-মুখে কান্দে শচী গলায় ধরিয়া। ইহার লাগিয়া কত পড়াইলাম […] keyboard_arrow_right
  • নিতি নিতি আসি যাও রাধা সনে কথা কও
    বড়াইর উক্তি — শ্রীকৃষ্ণের প্রতি নিতি নিতি আসি যাও রাধা সনে কথা কও শুনিয়াছিলাম পরের মুখে। মনে করি কোন দিনে দেখা হবে তার সনে ভাল হল দেখিলাম তোকে।। চেটো নেটো যায় জলে তার নাকি ধর চুলে এমত তোমার কোন রীত। যাব তুমি ধর চুলে সেই এসে মোরে বলে নহিলে নহিতাম পরতীত।। সুজন কখন নও পর-নারী […] keyboard_arrow_right
  • নিশি দিশি জাগরি মধুপুর-নাগরি
    নিশি দিশি জাগরি মধুপুর-নাগরি বেশ পসাহল অঙ্গে। তুহুঁ সুপুরুষবর সময় গোঙায়সি নব নব রস-পরসঙ্গে।। মাধব তুহঁ যব নিকরুণ ভেল। মিছই অবধি-দিন গণি কত রাখব ব্রজবধূ জীবনশেল।। কোই ধরণিতল কোই যমুনা-জল কোই কোই লুঠই নিকুঞ্জ। এতদিনে বিরহে মরণ-পথ পেখলুঁ তোহে তিরি-বধ পুন-পুঞ্জ।। তপত সরোবরে থোরি সলিল জনু আকুল সফরি-পরাণ। জীবন মরণ মরণ বরু জীবন গোবিন্দদাস পরমাণ।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ