• মগন করিয়া সে গেল চলিয়া
    মগন করিয়া সে গেল চলিয়া সোনার পুতলি কায়া। তাহে নীল সাড়ী ভেদিয়া উঠিল রূপ অনুপম ছায়া।। বসন ভেদিয়া রূপ উঠে গিয়া যেমন তড়িৎ দেখি। লখিতে নারিনু কেমন বন্ধান লখিয়া নাহিক লখি।। কিবা সে তাহার নয়ন চঞ্চল নানা আভরণ গায়ে। অঙ্গের পবন রসের সৌরভে লাখ লাখ অলি ধায়ে।। চলিল যখন দেখিল তখন রাজহংসিনী প্রায়। আপন গিয়ানে […] keyboard_arrow_right
  • মুরলী করাহ উপদেশ
    মুরলী করাহ উপদেশ। যে রন্ধ্রে যে ধ্বনি উঠে জানাহ বিশেষ।। কোন্ রন্ধ্রে বাজে বাঁশী অতি অনুপাম। কোন্ রন্ধ্রে রাধা বলি ডাকে আমার নাম।। কোন্ রন্ধ্রে বাজে বাঁশী সুললিত ধ্বনি। কোন্ রন্ধ্রে কেকা-রবে নাচে ময়ূরিণী।। কোন্ রন্ধ্রে রসালে ফুটয়ে পারিজাত। কোন্ রন্ধ্রে কদম্ব ফুটে হে প্রাণনাথ।। কোন্ রন্ধ্রে ষড় ঋতু হয় এককালে। কোন্ রন্ধ্রে নিধুবন শোভে […] keyboard_arrow_right
  • রূপ দেখি যত মথুরা-নাগরী
    রূপ দেখি যত মথুরা-নাগরী মোহিত হইল তারা।। তাথে প্রেমরসে কুলের কামিনী চৈতন্য নাহিক কারা।। কে হেন ও রূপ নিরমাণ কৈল কত সুধা দিয়া রাশি। গড়ল হরষে এমনি পরশে এমনি গতিকে রাশি।। ধন্য সে রসিয়া এমন কালিয়া নিরমাণ কৈল দেহা। গঠন সুঠন করি একমন নয়ন খঞ্জন-রেহা।। চৌরস কপাল উঘ রাতাপল দশন কুন্দের কলি। দেখিয়া শুনিয়া ফুলের […] keyboard_arrow_right
  • শুন প্রাণসখা আমি সে জানিয়ে
    ”শুন প্রাণসখা আমি সে জানিয়ে অনেকু টোনার খেলা। তাহাই খেলিতে যাইব ত্বরিতে শুন পরাণের কালা।।” কহে তবে তায় সেই যদুরায় ”কিবা সে খেলিবে ভাই। দেখি তাহা আমি আপন নয়ানে তবে সে প্রতীত যাই।। সখাহে সুবল এইখানে খেল কোন্‌ সে করিবে টোনা। যদি মনে লাগে এই হিয়া জাগে।। তবে সে যাইব জানা।।” ”বৈসহ আনন্দে তরু আশানন্দে […] keyboard_arrow_right
  • শুন প্রাণসখী আমি সে জানিয়ে
    “শুন প্রাণসখী আমি সে জানিয়ে অনেক টোনার খেলা। তাহাই খেলিতে যাইব ত্বরিতে শুন পরাণের কালা ।।” কহে তব তায় সেই যদুরায় “কিবা সে খেলিবে ভাই। দেখি তাহা আমি আপন নয়ানে তবে সে প্রতীত যাই।। সখীহে সুবল, এইখানে খেল কোন্‌ সে করিবে টোনা। যদি মন লাগে এই হিয়া জাগে তবে সে যাইবে জানা।।” “বৈঠহ আনন্দে তরু […] keyboard_arrow_right
  • শুন রসমই রাধা
    ”শুন রসমই রাধা। চল সব গোপী বিলম্ব না কর কেন বা করিছ বাধা।। দেখ আগে হৈয়া পশরা লইয়া দানী আগে কিবা চায়। তবে সে সকল জানিব কহিতে হেন আছে অভিপ্রায়।।” বড়াই বচনে যত গোপীগণে চালিলা কদম্ব তলে। ”রহ রহ বলি শুন গোয়ালিনী” দানী সে ডাকিয়া বলে।। ”বহুদিন রাধে পলাইছ সাধে আজু সে পাইয়াছি লাগি। যত […] keyboard_arrow_right
  • শুন, রসমই রাধা
    “শুন, রসমই রাধা। চল সব গোপী বিলম্ব না কর কেন বা করিছ বাধা।। দেখ আগে হৈয়া পশরা লইয়া দানী কি বলে কি চায়। তবে সে সকল যা জানি করিব যে আছে মোর হিয়ায়।।” বড়াই বচনে যত গোপীগণে চলিলা কদম্বতলে। “রহ রহ বলি শুন গোয়ালিনী” দানী সে ডাকিয়ো বলে।। ”বহু দিন রাধে ছলায়াছ সাধে আজু সে […] keyboard_arrow_right
  • শুনহে নাগর শরণ যে লয়
    শুনহে নাগর শরণ যে লয় তারে সে এমন কর। সরল হৃদয় সরল স্বভাবে সবারে করিয়া জর।। “শ্যাম শ্যাম”–বলি শ্যামরী সকল শ্যামল হইয়া গেল। সঘনে সঘনে সে গুণ ভাবিতে কূলে তিলাঞ্জলি দিল।। সুজন পীরিতি সুখের আরতি সে ভেল গরলময়। সুখ দূরে গেল। দুখ অবশেষ মরণ হইল ভয়।। সময় হইল দশমী দশার এই সে সকল মোয়। শরণ […] keyboard_arrow_right
  • শ্রীমুখ-পঙ্কজ চাহি গোপীগণ
    শ্রীমুখ-পঙ্কজ চাহি গোপীগণ নয়নে বহয়ে লোর। যেন সুরধুনী- তরঙ্গ তেমনি ভিজিল বসন জোর।। গাগরি গাগরি যেন বারি ঢারি লোচন-কমল তায়। চিত্রের পুথলি সে নব কিশোরী কাষ্ঠের পুথলি প্রায়।। স্বপনে না জানি লোকমুখে শুনি ছাড়িব গোকুল-পুরে। মনমথ কাম ভেল সেই ঠাম এ সব করিয়া দূরে।। “তুমি কি যাইবে মধুপুর দূর কেমনে জীবই মোরা। কেবল রাধার পরাণ-পুথলি […] keyboard_arrow_right
  • সখি কহবি কানুর পায়
    সখি কহবি কানুর পায়। সে সুখ সায়র দৈবে শুকায়ল পিয়াসে পরাণ যায়।। সখি-ধরবি কানুর কর। আপনা বলিয়া বোল না তেজবি মাগিয়া লইবি বর।। সখি – যতেক মনের সাধ। শয়নে স্বপনে করিনু ভাবনে বিধি সে করিল বাদ।। সখি – হাম সে অবলা তায়। বিরহ আগুন দহে শতগুণ সহন নাহিক যায়।। সখি – বুঝিয়া কানুর মনে। যেমন […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ