বিনোদিয়া নাগর শেখর চূড়ামনি। রাই-ভাবে পুলকিত লোটায়ে ধরনি।। হতাশে খসিল গিমহার মনোহর। বহু ক্ষেণে চেতন পাইঞা নটবর।। ধরিঞা করের বাঁশী রাধানামগানে।। হেনক সময় কালে আসি হলধর। “একেলা বসিঞা কেনে গভর-ভিতর।” লজ্জিত হইলা কানু হলধর কাছে। মধুর মধুর বোল কহে রাম-পাশে।। “আজুকার বোল ভাই,কহনে না জায়।” কহিব সকল কথা চণ্ডীদাস গায়।।
keyboard_arrow_right