• দেবী আরাধন করল জতন
    দেবী আরাধন করল জতন চঢ়ায়ে মাথার ফুল। “কহ কহ দেবি, নিশ্চয় বচন যদি হবে অনুকূল।। মথুরা নগরে দূর পরবাসে গেছেন নাগর-হরি। যদি বা তুরিত গমন করব সে নব চতুর-ধারী।। সমুখ সমহ ? যদি ফুল দেহ তবে সে জানব ভালি। তবে সে জানব গোকুল-নগরে আয়ব সো বনমালী ।। এ সব রচন করত যতন চঢ়ায়ে মাথায়ে ফুল। […] keyboard_arrow_right
  • ধেনুগণ সব করি হাম্বা রব
    ধেনুগণ সব করি হাম্বা রব মথুরা মুখেতে ধায়। ধেনুর বাছুরি বিয়োগ পাইয়া সেহ দুধ নাহি খায়।। পুচ্ছ উচ্চ করি মায়ে পরিহরি মথুরা গমন দিগে। যথা সে রসিক নাগরশেখর সে দিক গমন ভাগে।। খগ মৃগগণ রোদন বেদন আহার নাহিক খায়। ডালে বসি খগ শ্যাম শ্যাম করি রাতি দিন নাম লয়।। মৃগগণ অতি চেয়ে আছে কতি নয়নে […] keyboard_arrow_right
  • ধেনুগণ সব করি হাম্বারব
    ধেনুগণ সব করি হাম্বারব মথুরা-মুখেতে ধায়। ধেনুর বাছুরি বিয়োগ পাইয়া সেহ দুধ নাহি খায়।। পুচ্ছ উচ্চকরি মায়ে পরিহরি মথুরা-গমন-দিগে। যথা সে রসিক নাগরশেখর সে দিক্‌ গমন ভাগে।। খগ মৃগগণ রোদন বেদন আহার নাহিক খায়। ডালে বসি খগ ‘শ্যাম শ্যাম’–করি রাতি দিন নাম লয়।। মৃগগণ অতি চেয়ে আছে কতি নয়নে বহয়ে লোর। কৃষ্ণের বিরহে পেয়ে অতি […] keyboard_arrow_right
  • ব্রজরাজ বালা রাজ পথে আইলা
    ব্রজরাজ বালা রাজ পথে আইলা লইয়া ধেনুর পাল। সঙ্গে সখাগণ ভাই বলরাম ছিদাম সুদাম ভাল।। সুবল সঙ্গাত তার কাঁধে হাত আরোপি নাগর রায়। হাসিতে হাসিতে সঙ্কেত বাঁশীতে এ দুই আঁখর গায়।। এ কথা আনেতে কিছু না জানে সুবল কিছু সে জানে। হৈ হৈ বলি রাজপথে চলি গমন করিছে বনে। গবাক্ষে বদন দিয়া প্রেমময়ী রূপ নিরক্ষণ […] keyboard_arrow_right
  • ব্রজরাজ-বালা রাজপথে আইলা
    ব্রজরাজ-বালা রাজপথে আইলা লইয়া ধেনুর পাল।। সঙ্গে সখগণ ভাই বলরাম শ্রীদাম সুদাম ভাল।। সুবল সঙ্গাত তার কাঁধে হাত আরোপি নাগর-রায় । হাসিতে হাসিতে সঙ্কেত-বাঁশীতে এ দুই আঁখর গায়।। একথা আনেতে না পারে বুঝিতে সুবল কিছু সে জানে। হৈ হৈ বলি রাজপথে চলি গমন করিছে বনে।। গবাক্ষে বদন দিয়া প্রেমময়ী রূপ নিরীক্ষণ করে। দোঁহার নয়নে নয়ন […] keyboard_arrow_right
  • মধুপুরে বসু – দেব ভাবল
    মধুপুরে বসু – দেব ভাবল, কহেন দৈবকি-আগে। ” * কটি বচন আমার মরমে সদাই ২ জাগে।। দুষ্ট কংস লাগি সঙ্কট দেখিয়া ভয় ভয়ানক চিতে। সে * * *য়ান কংসের লাগিয়া রাখিল নন্দের ভিতে ।। বহু দিন ভেল এ নামকরন জে হএ জজ্ঞের বিধি। ত * * জানই বেভাব করন জেন হএ সব সিধি।।” কহেন দৈবকি– […] keyboard_arrow_right
  • ময়ূর ময়ূরী নাচে ফিরি ফিরি
    ময়ূর ময়ূরী নাচে ফিরি ফিরি আসিয়া মাধবীতলে। দেখিয়া কুপিত হইল বেকত তারে ধনী কিছু বলে।। “হেথা কেন তোরা নাচ হয়া ভোরা দিতে সে শোচনা সারা । ঝাট করি যাও যেখানে রসিক নাগর-শেখর তোরা।। নিকুঞ্জ-ভবনে যাহ সেইখানে এখানে নাচহ কেনে। হেথা কিবা সুখ সুখের বিচার ভাবিয়া দেখহ মনে।। তুমি না ধরিতে শ্যামল বরণ তবে সে হইত […] keyboard_arrow_right
  • যমুনার তট অতি রম্য স্থল
    যমুনার তট অতি রম্য স্থল রতন-বেদিকা তায়। নানা তরুবর পুষ্প-বিকসিত নানা পক্ষগণ গায়।। তরুগণ যত ফুলভরে তারা লম্বিত ধরণীতলে। মধু ঝরে কত দেখহ বেকত মধুকর ভ্রমে ডালে।। ময়ূর ময়ূরী নাচে ফিরি ফিরি ফেকম ধরিয়ে তারা। চাতক চাতকী ডাহুক ডাহুকী হংস জোড়ে ডাকে তারা।। যমুনার নীরে জলচর ফিরে শফরী ফিরিছে তায়। নানা পুষ্প ফুটে পঙ্কজ দুসারি […] keyboard_arrow_right
  • যমুনার তট অতি রম্য স্থল
    যমুনার তট অতি রম্য স্থল রতন-বেদিকা তায়। নানা তরুবর পুষ্প বিকশিত নানা পক্ষী গুণ গায়।। তরুগণ যত ফুল ভরে তারা লম্বিত ধরণী-তলে। মধু ঝরে কত দেখহ বেকত মধুকর ভ্রমে ডালে।। ময়ূর ময়ূরী নাচে ফিরি ফিরি ফেকম ধরিয়া তারা। চাতক চাতকী ডাহুক ডাহুকী হংস জোড়ে ডাকে তারা।। যমুনার নীরে জলচর চরে শফরী ফিরিছে তায়। নানা পুষ্প […] keyboard_arrow_right
  • রাই বলে শুন বেদনী বড়াই
    রাই বলে ”শুন বেদনী বড়াই মোর ঘরে গিয়া বল। কানুর চরণে শরণ পশিল মনের মানস ভেল।। ব্রহ্মা আদি দেবে যেই পদ সেবে ধেয়ানে নাহিক পায়। হেনক সম্পদ অলসে পাইল … … … কি করিব কুল সব যাও দূর যাহারে দেখিলে জি। এ সব ছাড়িয়া কি আর … … …কি।। যায় জাতি কুল সেও মোর ভাল […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ