• বৃকভানু নন্দিনী রমণী শিরোমণি
    বৃকভানু নন্দিনী রমণী শিরোমণি নব নব রঙ্গিনী সঙ্গে। চলিলা শ্রীবৃন্দাবনে শ্যামচাঁদ দরশনে রসভরে ডগমগি অঙ্গে।। রাই রূপ-লাবণ্যের সীমা। না জানি কতেক নিধি গড়িল কেমন বিধি ত্রিভুবনে নাহিক উপমা।। ধ্রু।। নীলমণি চুড়ি হাতে রতন কঙ্কণ তাতে নীল বসন শোভে গায়। সোনার নূপুর পাতামল রাঙ্গাপায়ে ঝলমল হংসগমনে চলি যায়।। জিনি কত কোটী শশী মুখে মন্দ মৃদু হাসি […] keyboard_arrow_right
  • বৃকভানুপুরে গিয়া কুতূহলে
    বৃকভানুপুরে গিয়া কুতূহলে সুবল এ চারি-জনে। রাজার দুয়ারে এ গান বাজন করেন আনন্দ মনে।। কেহ গায় অতি কেহ বায় তথি আনন্দ কৌতুক মনে। বৃকভানুরাজা শুনি সুললিত অতি সে মধুর গানে।। রাজা কহে– “কোন্‌ গুণীর গমন জান একজন দ্বারে। নেহত খবর আনত গোচর” ভেজিয়া দিল সে চরে।। গিয়া একজন বুঝল কারণ — কেন বা আইলে তোরা। […] keyboard_arrow_right
  • বৃকভানুপুরে গিয়া কুতূহলে
    বৃকভানুপুরে গিয়া কুতূহলে সুবল এ চারিজনে। রাজার দুয়ারে এ গান বাজন করেন আনন্দ মনে।। কেই গায় অতি কেহ বায় তথি আনন্দ কৌতুক মনে। বৃকভানু রাজা শুনি সুললিত অতি সে মধুর তানে।। রাজা কহে ”কোন গুণীর গমন জান একজন দ্বারে। নেহত খবর আনহ গোচর ভেজিয়া দিল সে চরে।। গিয়া একজন বুঝল কারণ ”কেন বা আইলে তোরা। […] keyboard_arrow_right
  • বৃখভানুসুতা রান্ধে পারশে রোহিণী
    বৃখভানুসুতা রান্ধে পারশে রোহিণী। বসিয়া ভোজন কৃষ্ণ করেন আপুনি।। হেন কালে নন্দ সুত রসবতি হেরি। শ্লথ রুচি অশন অনঙ্গ অঙ্গ ঘেরি।। করে কবল কৃষ্ণ খাইতে না পারে। ব্যস্ত হয়ে যশোমতি শুধাইছে তারে।। অন্ন ব্যঞ্জন মিষ্ট অতি পরিষ্কার। আমার শপতি বাছা খাও আর বার।। কৃষ্ণ বোলে ভোজন করিলু বহুতর। আর নাহি খাইতে পারি ভরিল উদর।। গোঠের […] keyboard_arrow_right
  • বৃন্দা কহে কান কর অবধান
    বৃন্দা কহে কান কর অবধান নাগরী সরসীকূলে। দেবতাপূজনে আনিলুঁ যতনে বসলি বকুল মূলে।। হের দেখ আর কুরঙ্গ তোমার মিলল কুরঙ্গী সঙ্গ। তাণ্ডবী দেখিয়া তাণ্ডব ছুটল উঠল মদনরঙ্গ।। চকোর আসিয়া চকোরী মিলল শারিকা মিলল শুক। নাগর যাইয়া নাগরী মিলহ ঘুচাহ মনের দুখ।। বিরা বৃন্দা তথি করিয়া যুগতি সুবলে মঙ্গলে লৈয়া। কদলি কানন করল গমন মাধব ইঙ্গিত […] keyboard_arrow_right
  • বৃন্দা কহে পঢ় শারি শারী পঢ়ে মনোহারী
    বৃন্দা কহে পঢ় শারি শারী পঢ়ে মনোহারী জলজনয়নী ধনী রাধে। জগন্নারীর গর্ব্বহারী জয় রাধে সুকুমারী কৃষ্ণপ্রিয়া কৃষ্ণসর্ব্বসাধে।। সুনাগরী সুসাধিকে কৃষ্ণচিত্তমরালিকে কহে শারী ধনী অতি ধন্যা।। জগততরুণীশ্রেণী কলাশিশক্ষাগুরুমণি ভুবন ভরিল যশবন্যা।। সর্ব্বগুণ মণি খনি প্রেমসুধানিধি ধনী ত্রিভুবন সাধ্বীগণবন্দ্যা। ভূবনপূজিতা ধনী বৃন্দারণ্যরাজ্যরাণী লক্ষ্মী জিনি স্বয়ং লক্ষ্মীছন্দা।। সর্ব্বসল্লক্ষণময়ী সুসদ্‌গুণ সুসঞ্চরী প্রণম্য প্রণয়ে নিরমলা। অজিত করল বশ হেন প্রেমসুধারস […] keyboard_arrow_right
  • বৃন্দা কুন্দলতা দোঁহে মেলি
    বৃন্দা কুন্দলতা দোঁহে মেলি। বাঢ়াওত দুহুঁজন কৌতুক কেলি।। সখিগণে থির করি কহে পুন বাণী। ঐছনে হারি জীত নাহি মানি।। নিজ অঙ্গপণে পাশা খেল পুনর্বার। হারিজীত তব করব বিচার।। এত শুনি দোঁহে পুন বৈঠল তাই। ষোড়শ দ্বাদশ দশ দান নিল রাই।। সাতা দুয়া চৌ পঞ্চ দান নিল কান। তাক ততহুঁ অঙ্গ যাক যত দান।। ঐছে বিচারি […] keyboard_arrow_right
  • বৃন্দা দেবি নিজ পরিজন সঙ্গহি
    বৃন্দা দেবি নিজ পরিজন সঙ্গহি গাগরি ভরি মধু লেই। সখি সঞে রাই কানু যাহাঁ বৈঠই তাহিঁ লাই সব দেই।। ইহ অপরূপ মধুপানকি রীত। রাধা শ্যাম সবহুঁ সখিগণ সঞে পিবইতে মাতল চীত।।ধ্রু।। কাহুঁক গলিত চিকুর কোই চীরহি কোই পড়ল মহি মাতি। কানুক মোর মুকুট মুরলী খসি মুখ সঞে খিতি গড়ি যাতি।। রাইক বেণি গলিত কুচঅম্বর শ্যাম […] keyboard_arrow_right
  • বৃন্দা বিপিনে বিহরই মাধবী মাধব সঙ্গিয়া
    বৃন্দা বিপিনে বিহরই মাধবী মাধব সঙ্গিয়া। দুহুঁগুণ দুহুঁগুণ গাওত সুললিত চলত নয়ন গতি ভাতিয়া।। শ্রবণ যুগলে কুণ্ডল শোহই নব কিশলয় তোড়িয়া। দুহু কান্ধে দুঁহু ভুজ শোভই চুম্বই মুখশশি মোড়িয়া।। মত্ত কোকিল মূরলি তাহে বায়ে নাচত শিখিগণ মাতিয়া। তেজি মকরন্দ ধাই বেঢ়ল মুখর মধুকর-পাঁতিয়া।। সকল সখিগণ কুসুম বরিষণ আনন্দে ও রসে ভাসিয়া । দাস গোবিন্দ কবহিঁ […] keyboard_arrow_right
  • বৃন্দা-বচনহি উঠই ফুকারই
    বৃন্দা-বচনহি উঠই ফুকারই শুক পিক শারিক-পাঁতি। শুন তহিঁ জাগি পুনহু দুহুঁ ঘূমল নাগরি কোরহিঁ যাঁতি।। হরি হরি জাগহ নাগর কান। বর পামর বিহি কিয়ে দুখ দেয়ল রজনি হোয়ল অবসান।। আওলি বাউরি বরজ-মহেশ্বরি বোলত পুন দধিলোল। শুনইতে কাতর বিদগধ নাগর থোর নয়নযুগ খোল।। নাগরি হেরি পুনহি দিঠি মুদল পুলক-মুকুল ভরু অঙ্গ। বলরাম হেরি কবহুঁ সুখ-সায়রে নিমজব […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ