• সই এ কি সহে পরাণে
    সই, এ কি সহে পরাণে। কি বোল বলিয়া গেল ননদিনী শুনিলে আপন কাণে।। পরের কথায় এত কথা কহে ইহাতে কহিব কি। কানু-পরিবাদে ভুবন ভরিল বৃথায় জীবনে জী। কানুরে পাইত এ সব কহিত তবে বা সে বোলে ভাল। মিছা পরিবাদে বাদিনী হইয়া জর জর প্রাণ হৈল।। কে আছে বুঝায়ে শ্যামেরে কহিয়ে এ দুখে করিবে পার। চণ্ডীদাস […] keyboard_arrow_right
  • সই কি হইল কালার জ্বালা
    সই, কি হইল কালার জ্বালা। রাত্রি দিন মন সদা-উচাটন স্বপনে দেখি যে কালা।। মুদিত-লোচনে যদি বা ঘুমাই হৃদয়ে কানুরে দেখি। মনের মরম তোমারে কহিনু শুন গো মরম-সখি।। ঘরে নাহি মন মন উচাটন কি না হৈল মোর ব্যাধি। কি জানি জীবন বাঁচিতে সংশয় কহ না ইহার বুঁধি।। সদাই হৃদয় আমার পরাণ কানুর চরণে বাঁধা। যে জন […] keyboard_arrow_right
  • সই কেমনে জীব গো আর
    সই, কেমনে জীব গো আর। বুকে খেয়েছি শ্যামের শেল পিঠে হৈল পার।। মনু মনু মনু গো সখি কালিয়া বাঁশীর গানে। সুজন দেখিয়া পীরিতি করিনু এমতি হবে কে জানে।। সকল গোকুল হইল আকুল শুনিয়া বাঁশীর কথা। খলের সহিত পীরিতি করিয়া কি হ’ল অন্তরে ব্যথা।। স্থির হৈতে নারি প্রাণের সখি গো বুকে খেয়েছি ঘা। আঁখির জলেতে পথ […] keyboard_arrow_right
  • সই নিরবধি কত পড়ে মনে
    সই নিরবধি কত পড়ে মনে। শ্যাম বন্ধু বিনু না রহে মোর তনু সোয়াস্ত নাহিক রাতি দিনে।।ধ্রু।। ধরিয়া আমার করে বৈসায় আপন কোরে পুন দেই সিঁথায়ে সিন্দূর। তাম্বূল সাজাঞা তোলে খাও খাও কত বোলে কত গুণ কহিব বন্ধুর।। ঝাড়িয়া বান্ধয়ে চুল বেঢ়িয়া মালতী ফুল বসন পরাই আমা দেখে। দেখিয়া আমার মুখ না জানি কি পায় সুখ […] keyboard_arrow_right
  • সই, এত কি সহে পরাণে
    সই, এত কি সহে পরাণে। কি বোল বলিয়া গেল ননদিনী শুনিলে আপন কানে ।।ধ্রু।। পরেব কথায় এত কথা কহে ইহাতে কহিব কি। কানু-পরিবাদে ভুবন ভরিল বৃথাই জীবনে জি।। কানুরে পাইত এ সব কহিত তবে বা সে বোল ভাল। মিছা পরিবাদে বাদিনী হইয়া জর জর প্রাণ হৈল।। কে আছে বুঝায় শ্যামেরে কহিয়ে এ দুখে করিবে পার। […] keyboard_arrow_right
  • সখি আমার কি কাজ ভূষণে
    সখি আমার কি কাজ ভূষণে। আমার মন যা করে শ্যামের তরে আমার পরাণ তা জানে।। আমার নয়ন ভূষণ শ্যাম-দরশন শ্রবণ ভূষণ শ্যাম-গুণ। আমার করের ভূষণ শ্যাম-প্রেম-মণি শ্যাম নামে ঝরে পানি। হিয়ার ভূষণ শ্যামাঙ্গ পরশন গলার হার (শ্যাম) রতন মণি।। আমার কণ্ঠের ভূষণ কনকের মালা নাসার ভূষণ (শ্যাম) অঙ্গগন্ধ। আমার পিরীতি ভূষণ শ্যাম-প্রতি তনু (শ্যামের) অনুগত […] keyboard_arrow_right
  • সখি রে বরষ বহিয়া গেল
    সখি রে, বরষ বহিয়া গেল বসন্ত আওল ফুটল মাধবী লতা। কুহু কুহু করি কোকিল কুহরে গুঞ্জয়ে ভ্রমরী যতা।। আমার মাথার কেশ সুচারু অঙ্গের বেশ পিয়া যদি মথুরা রহিল। ইহ নব যৌবন পরশ রতন ধন কাচের সমান ভেল।। কোন সে নগরে নাগর রহল নাগরী পাইয়া ভোর। কোন গুণবতী গুণেতে বেঁধেছে লুবধ ভ্রমর মোর।। যাও সহচরি মথুরামণ্ডলে […] keyboard_arrow_right
  • সখি রে,— বরষ বহিয়া গেল বসন্ত আওল
    “সখি রে,— বরষ বহিয়া গেল বসন্ত আওল ফুটল মাধবীতলা। কুহু কুহু করি কোকিল কুহরে গুঞ্জয়ে ভ্রমরী যতা।। আমার মাথার কেশ সুচারু অঙ্গের বেশ পিয়া যদি মথুরা রহিল। ইহ নব যৌবন পরশ-রতন-ধন কাচের সমান ভেল।। কোন্‌ সে নগরে নাগর রহল নাগরী পাইয়া ভোর। কোন্‌ গুণবতী গুণেতে বেঁধেছে লুবধ ভ্রমর মোর।। যাও সহচরি, মথুরামণ্ডলে বলিও আমার কথা। […] keyboard_arrow_right
  • সখীগণ সঞে নাহি হাস সম্ভাষ
    সখীগণ সঞে নাহি হাস সম্ভাষ। অনুখন ধরণীশয়নে অভিলাষ।। এ হরি যব ধরি পেখল তোয়। তব ধরি দিনে দিনে ঐছন হোয়।।ধ্রু।। নয়নকমলে জল গলয়ে সদায়। বিরলে বসিয়া সে তোহারি গুণ গায়।। তহি যব প্রিয়সখী আওত কোই। চরণে লিখয়ে মহী নিশবদ হোই।। যতনে পুছিয়ে যব মরমক বোল। উতর না দেয়ই রোয়ে উতরোল।। কিয়ে পুন আছয়ে হিয়ে অভিলাষ। […] keyboard_arrow_right
  • সজনি অনুপম প্রেমতরঙ্গ
    সজনি অনুপম প্রেমতরঙ্গ। যাহা বহু ভাতি তরুণ তরুণী জন নাচাওত নৃপতি অনঙ্গ।।ধ্রু।। কানুকো তাপ দাব বিকটানল ধনী ধারল যব শ্রবণে। গরাসল মান তিমির মনমথ সূর অতি বিকলী ভেল তখনে।। মূরত নেহ নিঝরে সোই লোচন ঝরি ঝরি সিঞ্চিত চীরে। সম্ভ্রমে বিকল কমলমুখী অতিশয়ে অভিসরু কালিন্দী তীরে।। আওলি রাই পাওল পঁহু চেতন ধাওল তব পাঁচ বাণ। কহে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ