• ঞ কি মথুরা ঞ কি চতুরা
    ঞ কি মথুরা ঞ কি চতুরা ঞ কি পরের বশে। ঞ কি নিদান ঞ কি পাষাণ ঞ কি ছাড়িব বাসে।। ঞ কি গোধন তেজিয়া সদন ঞ কি তেজিব মায়ে। ঞ কি বালক তেজিব সকল ঞ কি মথুরা যায়ে।। ঞ কি গোপিনী তেজিব এখনি ঞ কি নিদয়া হয়া। ঞ কি গোকুল তেজিব সকল ঞ কি এ […] keyboard_arrow_right
  • নিজ বেশ ছাড়ি রসিক মুরারী
    নিজ বেশ ছাড়ি রসিক মুরারী বান্ধল বিনোদ চূড়া । নানা আভরণ অঙ্গের ভূষণ নানা মালতির বেঢ়া।। কনক বলয়া নানা রত্নমণি মাণিক তাহার মাঝে। বিনোদ নাগর বিনোদ বেশেতে নানা আভরণ সাজে।। মোহন মুরুলী ধরিয়া করেতে বায়ই নাগর রায়। শুনিতে সুস্বর মুরুলীর রব শ্রবণ পাতল তায়।। তরুয়া কদম্বে দাঁড়াই ত্রিভঙ্গে রসিক নাগর কান। গৃহ-কাজে নাহি মন মনোহর […] keyboard_arrow_right
  • পুত্র কোলে করি জসদা সুন্দরী
    পুত্র কোলে করি জসদা সুন্দরী * * লোলে ভাসে। প্রসব-বেদনা সব পাসরিঞা মনের সহিত হাসে।।– “পরম ইশ্বর দেব হৃষীকেশে র [ * *]আলরি। তারা তুষ্ট হঞা অনুকুল পাঞা মোরে পুত্র দিল হরি।। এমত ছাআল হউক বলিআ [*] নে ছিল সাদ। বিধাতা সাপক্ষ হই তার পক্ষ ঘুচিল মনর বাদ।।” পুত্র-মুখ হেরি জসদা সুন্দরী [আন]ন্দে নাহিক থেহা। […] keyboard_arrow_right
  • ফুলি ফুলি কান্দে স্থির নাহি বান্ধে
    ফুলি ফুলি কান্দে স্থির নাহি বান্ধে সে হেন রসিক রায়। সদয় হৃদয় কাঁদিতে কাঁদিতে সুবল পানেতে চায়।। না বল না কহ ও সব বচন কহিতে পরাণ ফাটে। হিয়া জর জর পুড়য়ে অন্তর অধিক জ্বলিয়া উঠে।। শ্রীদাম সুদাম আর বসুদাম অপর যতেক সখা। আর না হেরব ও মুখমণ্ডল আর না হইব দেখা।। মো সবা বিসরি যাবে […] keyboard_arrow_right
  • ফুলি ফুলি কান্দে স্থির নাহি বান্ধে
    ফুলি ফুলি কান্দে স্থির নাহি বান্ধে সে হেন রসিক রায়। সদয় হৃদয় কাঁদিতে কাঁদিতে সুবল পানেতে চায়।। “না বল না কহ ও সব বচন কহিতে পরাণ ফাটে। হিয়া জর জর পুরয়ে অন্তর অধিক জ্বলিয়া উঠে।।” শ্রীদাম সুদাম আর বসুদাম অপর যতেক সখা। “আর না হেরব ও মুখ-মণ্ডল আর না হইব দেখা।। মো সব বিসরি যাবে […] keyboard_arrow_right
  • বন্ধু কানাই, তোমার চরিত এত দূর
    “বন্ধু কানাই, তোমার চরিত এত দূর। সে হেন কিশোরী রাধা তো বিনু হইয়া আধা তুমি কেনে এতেক নিঠুর।। চম্পকবরণী ধনী লাখবাণ হেম গণি সে রাধা মলিন মুখচাঁদে। গিয়া নীপতরুমূলে লোটাইয়া ভূমিতলে নিশি দিশি পিয়া বলি কান্দে।। খলিত নয়নজলে সে অঙ্গ ভাসিয়া চলে তিতে অঙ্গে নীলের বসন। খঞ্জন-নয়নী রাই কান্দিয়া আকুল তাই দেখি যে অরুণ বরণ।। […] keyboard_arrow_right
  • বন্ধু কানাই তোমার চরিত এত দূর
    বন্ধু কানাই, তোমার চরিত এত দূর। সে হিন কিশোরী রাধা তো বিনু হইয়া আধা তুমি কেনে এতেক নিঠুর।। চম্পকবরণী ধনী লাখ বাণ হেম গণি সে রাধা মলিন মুখচাঁদে। গিয়া নিপ তরুমূলে লোটাইয়া ভূমিতলে নিশি দিশি পিয়া বলি কান্দে।। খলিত নয়নজলে সে অঙ্গ ভাসিয়া চলে তিতে অঙ্গ নীলের বসন। খঞ্জন-নয়নী রাই কান্দিয়া আকুল তাই দেখি যেন […] keyboard_arrow_right
  • মথুরা নাগরী রূপ হেরি হেরি
    মথুরা নাগরী রূপ হেরি হেরি লাগল রসের লেহা। কি জানি কি করে কোথা না আছয়ে ছাড়িয়া আপন গেহা।। নটবর বেশ সুখের লালস ঐছন দেখিয়া থাকি। নহি স্বতন্তর পরবশ হয়া থাকিয়ে এ বাঁধা পাখী।। গৃহপতি মোর বড় খরতর কথায়ে যাতনা দেই। মনের মরম আপন বেদন শুন গো মরম-সই।। যত সখীগণ অতি সে মগন দেখিয়ে দোঁহার রূপ। […] keyboard_arrow_right
  • মথুরা- নাগরী রূপ হেরি হেরি
    মথুরা- নাগরী রূপ হেরি হেরি লাগল রসের লেহা। কি জানি কি করে কোথা না আছয়ে ছাড়িয়া আপন গেহা।। “নটবর বেশ সুখের লালস ঐছন দেখিয়া থাকি। নহি স্বতন্তর পরবশ হয়া থাকিয়ে এ বাঁধা পাখী।। গৃহপতি মোর বড় খরতর কথায়ে যাতনা দেই। মনের মরম আপন বেদন শুন গো মরম-সই।।” যত সখীগণ অতি সে মগন দেখিয়ে দোঁহার রূপ। […] keyboard_arrow_right
  • মোর অপরাধ ক্ষেম
    “মোর অপরাধ ক্ষেম। এ দেহ ধরিয়া হেন না করিব হেনক না হয় যেন।। প্রভু ভগবান আকার কারণ করণ প্রবণ ধাতা। নিশা তর তম চন্দ্র দিবাকর ব্রহ্মাণ্ডেতে গতায়াতা।। তুমি চরাচর তুমি সে সত্যর ভৈবর আগম সার। যার নাহি পায় গমন বিচার যাহাতে না পায় পার।। ক্ষেম ক্ষেমতম অন্ধকার ভূম অথির নিবিড় গতা। তুমি সে পুরুষ — […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ