• রজনি উজাগরি নাগর নাগরি
    রজনি উজাগরি নাগর নাগরি শূতল কিশলয় সেজে। রতি-রস-আলসে অবশ কলেবর দুহুঁ তনু দুহুঁ নাহি তেজে।। শুন সজনি শুতি রহু নীলজ কান। রাই জাগাই লেই চলু মন্দির জানাহি হোত বিহান।। রাইক কবরি বান্ধি পুন সম্বরি পিঞ্জ মুকুট গড়ি জাউ। মণিময় মুদরি মোহন মুরলী এ দুহুঁ যতনে চোরাউ।। ঘুমল কাহ্ন যুগতি শুনি ঐছন রাইক কোরে আগোর। গোবিন্দদাস […] keyboard_arrow_right
  • রাই মুখ-পঙ্কজ কুঙ্কুমে মাজল
    রাই মুখ-পঙ্কজ কুঙ্কুমে মাজল বসনহি পুলক আগোর। নিরমিত সিন্দুর যতনে নিবারই নীঝর নয়নক লোর।। এ সখি চতুর-শিরোমণি কান। নিরমজি উনমজি আরতি-সায়রে করল বেশ-নিরমাণ।। অঞ্জইতে লোচন দুনয়ন ছল ছল করল ঘরম-জল চোরি। কত পরকারহিঁ কাঁপ নিবারল লিখইতে উচ কুচ জোরি।। বসন পরাইতে মুগধল নাগর থম্বি রহল যব নাহ। তব দিঠি কুঞ্চিত রঙ্গদেবি সখি তহিঁ বলরাম-মুখ চাহ।। keyboard_arrow_right
  • শ্যাম কহে শুন, রাই বিনোদিনি
    শ্যাম কহে “শুন, রাই বিনোদিনি, তুলিয়া বদন চাহ। হরস বদন যাই নিরখিয়া , আমারে বিদায় দেহ।।” এ বোল শুনিয়া বৃকভানুসুতা শোকেতে আকুল অঙ্গ। “আর কি এমন হইব সুদিন করিব রসের রঙ্গ।” গদ গদ বোলে প্রেমে ছল ছলে কহে বিনোদিনী রাধে। “কি আর বলিব তোমার চরণে বিধাতা লাগিল বাদে।। পলকে প্রলয় না হেরিলে নয় কি বলিব […] keyboard_arrow_right
  • শ্যাম কহে শুন রাই বিনোদিনী
    শ্যাম কহে শুন রাই বিনোদিনী তুলিয়া বদনে চাহ । সরস বদনে হাসি নিরখিয়া আমারে বিদায় দেহ।। এ বোল শুনিতে বৃকভানুসুতে পুলক বেদ অঙ্গ। আর কি সুজন শুনিব বচন কবির রসে রঙ্গ।। গদ গদ বোলে অতি প্রেমছলে কহে বিনোদিনী রাধা। কি বলিব আমি তোমার চরণে সকলি হইল বাধা।। মুখে না নিঃস্বরে তোমারে বলিতে কি বলিব আমি […] keyboard_arrow_right
  • শ্যামলা বিমলা মঙ্গলা অবলা
    শ্যামলা বিমলা মঙ্গলা অবলা আইলা রাইয়ের পাশে। যদি স্বতন্তরে তথাপি রাধারে পরাণ অধিক বাসে।। দেখি সুবদনী উঠিলা অমনি মিলিলা গলায় ধরি। কত না যতনে রতন আসনে ঘসায় আদর করি।। রাই-মুখ দেখি হই মহাসুখী কহয়ে কৌতুক-কথা। রজনী-বিলাস শুনিতে উল্লাস অমিয়া অধিক গাথা।। হাস পরিহাসে রসের আবেশে মগন হইল রাধা। চণ্ডীদাস-বাণী নিশির কাহিনী শুনিতে লাগয়ে সাধা।। keyboard_arrow_right
  • শ্যামলা বিমলা মঙ্গলা অবলা
    শ্যামলা বিমলা মঙ্গলা অবলা আইল রাইএর পাশে। যদি স্বতন্তরে তথাপি রাধারে পরাণ অধিক বাসে।। দেখি সুবদনী মিলিল অমনি মিলিল গলায় ধরি। কত না যতনে রতন-আসনে বসায় আদর করি।। রাইমুখ দেখি হৈয়া মহাসুখী কহয়ে কৌতুককথা। রজনী-বিলাস শুনিতে উল্লাস অমিয় অধিক গাথা।। হাস পরিহাসে রসের আবেশে মগনে হইল রাধা। চণ্ডীদাসবাণী নিশির কাহিনী শুনিতে লাগয়ে সাধা।। keyboard_arrow_right
  • শ্রীরাধে কৃষ্ণ গোবিন্দ হরে
    শ্রীরাধে কৃষ্ণ গোবিন্দ হরে।। ধ্রু।। গোপীনাথ মদনমোহনবর যুগলকিশোর রসিক মুরলীধর রাধাবল্লভ প্রেমসুধাকর ছয়ল ছবীলে রস বরসীলে রূপে মদনমন মোহে। শ্রীব্রজবিনোদ মাধব গিরিধারি চীরহরণ নাগর বনয়ারি ললিত ত্রিভঙ্গী কুঞ্জবিহারি রূপ উজাগর রতিসুখসাগর ললিত বিভুষণ শোহে।। গোপীবিলাসী গোকুলবাসী আভরণ অঙ্গ অঙ্গ পরকাশী ত্রিভুবন তিলক কলা মৃদুবাঁশী লাল লাড়লি রূপরসায়লি সব সখিগণমন মোহে। বালা ঘন তন বাসন নিভাঞ্জন […] keyboard_arrow_right
  • সেই কোন বিধি আনি সুধানিধি
    সেই কোন বিধি আনি সুধানিধি থুইল রাধিকা নামে। শুনিতে যে বাণী অবশ তখনি মূরছি পড়ল হামে।। সই, কি আর বলিব আমি। সে তিন আঁখর কৈল জর জর হইল অন্তরগামী।। সব কলেবর কাঁপে থর থর ধরণ না যায় চিত। কি করি কি করি বুঝিতে না পারি শুনহ পরাণ মিত।। কহে চণ্ডীদাসে বাশুলী আদেশে সেই যে নবীন […] keyboard_arrow_right
  • সেই কোন বিধি আনি সুধানিধি
    সেই কোন বিধি আনি সুধানিধি থুইল রাধিকা নামে। শুনিতে যে বাণী অবশ তখনি মূরছি পড়ল হামে।। সই, কি আর বলিব আমি। সে তিন আঁখর কৈল জর জর হইল অন্তরগামী।। সব কলেবর কাঁপে থর থর ধরণ না যায় চিত। কি করি কি করি বুঝিতে না পারি শুনহ পরাণ মিত।। কহে চণ্ডীদাসে বাশুলী আদেশে সেই যে নবীন […] keyboard_arrow_right
  • সেই কোন বিধি আনি সুধানিধি
    সেই কোন বিধি আনি সুধানিধি থুইল রাধিকা নামে। শুনিতে যে বাণী অবশ তখনি মূরছি পড়ল হামে।। সই, কি আর বলিব আমি। সে তিন আঁখর কৈল জর জর হইল অন্তরগামী।। সব কলেবর কাঁপে থর থর ধরণ না যায় চিত। কি করি কি করি বুঝিতে না পারি শুনহ পরাণ-মিত। কহে চণ্ডীদাসে বাশুলী আদেশে সেই যে নবীন বালা। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ