করঙ্গ কৌপীন লঞা ছিড়া কাঁথা গাএ দিঞা তেয়াগিব সকল বিষয়। হরি অনুরাগি হবে ব্রজের নিকুঞ্জে কবে যাইঞা করিব নিজালয়।। হরি হরি কবে মোর হবে শুভদিন। ফলমূল বৃন্দাবনে খাঞা দিব্য অবসানে ভ্রমিঞা হইব উদাসীন।। শীতল যমুনা জলে স্নান করি কুতূহলে প্রেমাবেশে আনন্দ হইঞা। বাহু দুই ঊর্দ্ধ করি বৃন্দাবনের কুলি কুলি কৃষ্ণ বলি বেড়াব কান্দিঞা।। দেখিব সঙ্কেত […]
keyboard_arrow_right