• মনে বুঝে নারে কি হৈল প্রমাদ নিশিদিন
    মনে বুঝে নারে কি হৈল প্রমাদ নিশিদিন শুনতে চায় কংসের সংবাদ। কংসরাণী কুলনাশিণী গোয়ালিনী সনে, বাড়িল নাগরের পীরিত টপকাবাজা গানে। বারেবারে নিষেধি তায় প্রবোধ নাহি মানে, টিস্কিতে না পারে ঘরে, দৌড়ে হেছ্‌কা টানে। কাম কামিনী মদন বাণে, নিয়ে যায় তারে, আহার বিহার করে যশোদা মন্দিরে। দিন যামিনী ঘুরে ফিরে নাহি লয় স্থিতি, অকস্মাৎ আসি তার […] keyboard_arrow_right
  • মনে ভয় ধন্ধহয় সঙ্কট কালে স্মরিরে
    মনে ভয় ধন্ধহয়, সঙ্কট কালে স্মরিরে প্রেমের প্রেমিকেরে নিবে রঙ্গিয়া সে ঘরে। নাজানি কিরূপে আইসে যম রাজ্যেশ্বররে, ঘরে সিংদিবেরে চোরা তিমির করিয়া। দক্ষিণে প্রবেশ হৈয়া হরি নিবে সুয়ারে, চতুর্থ মোহনরে আছে ঘরে প্রবেশিয়া। একে একে নিকুলিয়া অঙ্গ তেয়াগিয়ারে প্রেমশোকী হইয়ারে কায়া করিবে রোদন। ছাড়িয়া না যাও মোরে চতুর্থ মোহনরে, শ্রীকুলার হাটের শব্দ না হৈবে রোল। […] keyboard_arrow_right
  • মনে লয়, বৈরাগী হয়ে বিদেশেতে যাই
    মনে লয়, বৈরাগী হয়ে বিদেশেতে যাই। ওয়রে কালার নামটি কণ্ঠে দিয়া ভিক্ষা মাগি খাই।। আর পাঞ্চ ছিয়ায় চিঁড়া কুটে তীর্থে লইয়া যাইত। ওয়রে, বৈরাগীয়ে করে ফালাফালি বৈষ্টবনী খইয়া যাইত। আর যাও যাও প্রাণের বৈরাগী ও তুমি তীর্থে চলিয়া যাও।। ওয়রে আর নি আসিয়া তুমি বৈষ্টবনীর লাগল পাও রে।। আর ‘বৈরাগী বৈরাগী’ বইলে বৈষ্টনীয়ে ডাকে। ওয়রে, […] keyboard_arrow_right
  • মনের কথা বলবো কারে
    মনের কথা বলবো কারে। মন জানে আর জানে মরমে মজেছি মন দিয়ে যারে। মনেরো তিনটি বাসনা নদীয়ায় করবো সাধনা, নইলে মনের বিয়োগ যায় না, তাইতে ছিদাম এ হাল মোরে।। কটিতে কৌপীন পরবো করতে করঙ্গ নেবো মনের মানুষ মনে রাখবো কর যোগাব মনের শিরে। যে দায়ের দায়ে আমার এমন রসিক বিনে বুঝবে কোন জন, গৌর হয়ে […] keyboard_arrow_right
  • মনের মরম মনেতে জানহ
    মনের মরম মনেতে জানহ মানস মরমে যতি। মন-সুখ যত মানসে জানিয়ে মদন-তরঙ্গে মাতি।। মদন-মোহন রমণীর মন মোহিলে মনের সুখে। মধুপুর দূর মথুরা-নাগরী মনে সে পড়ল তাকে।। মনেতে লাগিল মনোহর রূপ মগন হইয়া চিতে। মনে নাহি ভায় গোকুল-নগরী কিরূপ আছয়ে ইথে।। মন-মত্তহাতী মারিয়ে কেশরী শৃগাল মারিতে চায়। মাণিকের কাছে তুলনা থাকয়ে কাঁচের ফলের প্রায়।। পর যে […] keyboard_arrow_right
  • মনের মানসে কহেন হরসে
    মনের মানসে কহেন হরসে চা * * * * ক পানে। স্তুতিপাঠ পাড়ে নিস্বাস জে এড়ে প্রণাম করেন ঘনে।। “তুমি নারায়ণ পরম কারণ দেবের * * * * মি। পরম কারণ দেবের জিবন কি বলিতে জানি আমি।। নানা অবতার হঞা বারেবার করিলে অ * * * * । ইবে অবতার হঞা বিস্বম্ভর হলে দেব জগন্নাথ।। […] keyboard_arrow_right
  • মনের আনন্দ সখী মন্দ মন্দ
    মনের আনন্দ সখী মন্দ মন্দ ঝুলায়ত দুহুঁ সুখে। আর সখীগণ সুগন্ধি চন্দন তাম্বুল দেয়ই মুখে।। বেগ অবশেষে পাঞা অবকাশে পরাগাদি লৈয়া করে। নাগর নাগরী অঙ্গের উপরি বরিখে আনন্দভরে।। কোন সখীগণ করয়ে নর্ত্তন মোহন মৃদঙ্গ বায়।। বিবিধ যন্ত্রেতে রাগগণ তাতে আলাপি সুস্বরে গায়।। হেরিয়া বিহ্বল দেবনারীকুল ঊর্দ্ধ্ব পথে সভে রহে। পুষ্প বরিষণ করে অনুক্ষণ এ দাস […] keyboard_arrow_right
  • মনের আশা পূরাও না আমার
    মনের আশা পূরাও না আমার। সোনার বন্ধুয়া রে মনের আশা পূরাও না আমার।। নিশিতে বসাইয়া কোলে মুখে দিয়া মুখ । অঙ্গেতে মিলাইয়া অঙ্গ মিটাও মনের দুঃখ।। তুমি আমি এক বটি ভিন্ন কেহ নয়। অঙ্গের বসন খোল হাত লাগাইতে দেও।। শুইয়া কিংবা বইয়া করি আজ্ঞা মোরে দেও। কিংবা কৃষ্ণমন্ত্র সঙ্গে করি নেও।। উন্মর পাগলে বলইন না […] keyboard_arrow_right
  • মনের মরম কথা তোমারে কহিয়ে হেথা
    মনের মরম কথা তোমারে কহিয়ে হেথা শুন শুন পরাণের সই। স্বপনে দেখিলুঁ যে শ্যামল বরণ দে তাহা বিনু আর কারো নই।। রজনী শাঙন ঘন ঘন দেয়া গরজন রিমিঝিমি শবদে বরিষে। পালঙ্কে শয়ন রঙ্গে বিগলিত চীর অঙ্গে নিন্দ যাই মনের হরিষে।। শিখর শিখণ্ডরোল মত্ত দাদুরীবোল কোকিল কুহরে কুতূহলে। ঝিঁঝা ঝিনিকি বাজে ডাহুকী সে ঘন গাজে স্বপন […] keyboard_arrow_right
  • মনের মরম মনেতে জানহ
    মনের মরম মনেতে জানহ মানস মরমে যতি। মনসুখ যত মানসে জানিয়ে মদন-তরঙ্গে মাতি।। মদন-মোহন রমণীর মন মোহিলে মনের সুখে। মধুপুর দূর মথুরা-নাগরী মনে সে পড়ল তাকে।। মনেতে লাগিল মনোহর রূপ মগন হইয়া চিতে। মনে নাহি ভয় গোকুল নগরী কি রূপ আছয়ে ইথে।। মনমত্ত হাতী মারিয়ে কেশরী শৃগাল মারিতে চায়। মাণিকের কাছে তুলনা থাকয়ে কাঁচের ফলের […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ