মনের মানুষ নাই রে দেশে–এইদেশে কেমনে থাকি, এই দেশে কেমনে থাকি, সখি এই দেশে কেমনে থাকি। দেশের লোকের মন ভাল না–কৃষ্ণ কথা কইতে দেয় না, সদায় আমার ঝরে আঁখি পরের মন বা কেমনে রাখি। আমার হইছে কপাল মন্দ–জানো না রে প্রাণ-গোবিন্দ প্রাণ আমার করছে উবি ডুবি। লালন বলে, হায় কি করি–ও আমার থুইয়া জঙ্গলে বসি।
keyboard_arrow_right