• সখি আগে আমি জানিনা
    সখি, আগে আমি জানিনা দারুণ প্রেমের এতই যাতনা।। কুলমান তেজ্য করি, যার লাগি ঘুরিয়া ফিরি। ভুলক্রমে একদিনও সে দয়া ধরি চাইল না।। ঘুরিয়া ফিরি যার আশে, সে ত আমায় ভিন্ন বাসে। সরল চিত্তে বিধু মুখে মধু কথা বলেনা।। আকাশ ও পাতাল ঘুরি, শ্যামরূপ নাহি হেরি। কেবল আদম ছুরতে মিলে কিছু নিশানা।। প্রেম জ্বালা যার অন্তরে, […] keyboard_arrow_right
  • সখি আর কি কহিতে ডর
    [সখি আর কি কহিতে ডর। যাহার লাগিয়া সব ছাড়িলাম সে কেন বাসয়ে পর। সুজন কুজন যে জন না জানে তাহারে বলিব কি। অন্তরের বেদন যে জন জানয় তাহারে পরাণ দি।। কানুর পীরিতি কহিতে শুনিতে পরাণ ফাটিয়া উঠে। শঙ্খ বণিকের করাত যেমন আসিতে যাইতে কাটে ।।] গৃহে গুরুজন স্বামী তরজন যা লাগি না দিনু কানে। এখন […] keyboard_arrow_right
  • সখি এমন তোমারে কেন দেখি
    সখি, এমন তোমারে কেন দেখি। একলা গহন বনে পড়িয়া আছহ কেনে আভরণ সকল উপেখি।। রাধা আগে রহে বাণী কি আর পূছহ তুমি কহিতে বহুত হয়ে লাজ। মুই অভাগিনী নারী বচন-চাতুরী করি করিলাঙ আপনি অকাজ।। বৃন্দাবন রাসরসে জাগি সব গোপী শেষে উজাগর নিশিশেষে এই। রাধার বাসনা সাধে কানুর চরিতে কাঁধে তোমারে তেজিয়া গেল সেই।। আমারে লইয়া […] keyboard_arrow_right
  • সখি ঐ দেখ তরণী বাহিয়া যায় শ্যাম
    সখি ঐ দেখ তরণী বাহিয়া যায় শ্যাম। চূড়ায় ময়ূরের পুচ্ছ, মল্লিকা মালতী গুচ্ছ, অলকা মিলিত তছু ঠাম।। তিলক ঝলমল করে, মকর কু্ণ্ডল দোলে মৃদুভাষ হাসে অনুপাম। আকর্ণ নয়ন বাণ, কামিনী মরমে হান সুবলন বাহুর সুঠাম।। অধরে মুরলী ধরি, কক্ষে কেরোয়াল করি, উরে মণি বনি বনমাল। কটিতে কিঙ্কিণী বেড়া, শোভা করে পীতধড়া, পদে শোভে নূপুর রসাল।। […] keyboard_arrow_right
  • সখি কহ তুয়ানন সরস অনুপ
    সখি কহ তুয়ানন সরস অনুপ। ইথে লাগি মুকুরে হেরনু নিজ মুখ এ সখি হেরইতে ভেল ধন্দ। উদয়ল কানে মঝু মুখ সো মুখ যবে ভেল সঙ্গ। হিয়ে কিয়ে বাঢ়ল প্রেম তরঙ্গ। উপজল কম্প নয়ন ভরু লোর। পুলকে চমকে চমকে ভেল ভোর।। করইতে আলিঙ্গন বাহু পসারি। কর সঞে আরসি খসল হামারি।। রহউ পরশ রস অদরশ ভেল। গোবিন্দদাস […] keyboard_arrow_right
  • সখি কহবি কানুর পায়
    সখি কহবি কানুর পায়। সে সুখ সায়র দৈবে শুকায়ল পিয়াসে পরাণ যায়।। সখি-ধরবি কানুর কর। আপনা বলিয়া বোল না তেজবি মাগিয়া লইবি বর।। সখি – যতেক মনের সাধ। শয়নে স্বপনে করিনু ভাবনে বিধি সে করিল বাদ।। সখি – হাম সে অবলা তায়। বিরহ আগুন দহে শতগুণ সহন নাহিক যায়।। সখি – বুঝিয়া কানুর মনে। যেমন […] keyboard_arrow_right
  • সখি কহিও তাহার পাশে
    সখি কহিও তাহার পাশে। যাহারে ছুঁইলে সিনান করিয়ে সে মোরে দেখিলে হাসে।। কার শিরে হাত দিয়া। কদম্ব তলাতে কি কথা কহিলে যমুনার জল ছুঁইয়া।। মোর – বৃন্দাবন আছে সাখী। যদি মনে লয় আর এক আছে কপোত নামেতে পাখী।। বোল নিঠুরের আগে। যাহার লাগিয়ে যে জন মরয়ে সে বধ কাহারে লাগে।। বড়ু চণ্ডীদাসে ভণে। যাহার লাগিয়ে […] keyboard_arrow_right
  • সখি কহিও তাহার পাশে
    সখি, কহিও তাহার পাশে। যাহারে ছুঁইলে সিনান করিয়ে সে মোরে দেখিলে হাসে।। কার শিরে হাত দিয়ে। কদম্ব-তলাতে কি কথা কহিলে যমুনার জল ছুঁয়ে।। মোর বৃন্দাবন আছে সাখী। আর এক হয় যদি মনে হয় কপোত নামেতে পাখী।। এ কথা কহিও তারে। সে গুণ ঝুরিয়া যে জন মরিবে সে বধ লাগিবে তারে।। দ্বিজ চণ্ডীদাস ভণে। যাহার লাগিয়ে […] keyboard_arrow_right
  • সখি কহিবি কানুর পায়
    সখি, কহিবি কানুর পায়। সে সুখ-সায়র দৈবে শুকায়ল তিয়াষে পরাণ যায়।। সখি, ধরিবি কানুর কর। আপনা বলিয়া বোল না তেজবি মাগিয়া লইবি বর।। সখি, যতেক মনের সাধ। শয়নে স্বপনে করিনু ভাবনে বিহি সে করল বাদ।। সখি, হাম সে অবলা তায়। বিরহ আগুন হৃদয়ে দ্বিগুণ সহন নাহিক যায়।। সখি, বুঝিয়া কানুর মন। যেমন করিলে আইসে সে […] keyboard_arrow_right
  • সখি কহে–শুন ধনি, রমনির শিরোমণি
    সখি কহে—“শুন ধনি, রমনির শিরোমণি, সুভ দশা জানল এখন। নিসির সপনে জদি দেখিয়াছ গুণনিধি তব হরি আয়ব ভবন।।” হরষ-বদন ধনি কহয়ে কিছুই বানি– “কোকিল সতিন সম ভেল । করিতে রসের সুখ হেন বেলে দিলে দুখ আচম্বিতে ডাকিয়া উঠল ।। ভালই তাহার কাজ সে রসে পড়িল বাজ হইব অক্ষটিয় বিনাসি। হেনক ভাবিল মনে তার রাখে কোন […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ