• সম-বয় বেশ-ভূষণ-ভূষিত-তনু
    সম-বয় বেশ-ভূষণ-ভূষিত-তনু সখিগণ সঙ্গহি মেলি। গজ-গতি নিন্দি গমন অতি সুন্দর কিয়ে জিত-খঞ্জন-কেলি।। দেখ রাই করল অভিসার। শিরিষ-কুসুম জিনি কোমল পদতল বিপথে পড়ত অনিবার।।ধ্রু।। যো থল-কমল পরশে অতি কোমল ঝামর ভই উপচঙ্ক। সো অব যাহাঁ তাহাঁ কঠিন ধরণি মাহা ডারত বড়ই নিশঙ্ক।। ঐছন ভাতি মিলল কুঞ্জ মাহা দূতিক যাহাঁ উপদেশ। ভণ রাধামোহন তহিঁ যো আচরণ হাম […] keyboard_arrow_right
  • সময় জানি সব সখিগণ আই
    সময় জানি সব সখিগণ আই। আনন্দে মগন ভেল দুহুঁ-মুখ চাই। দুহুঁজন-সেবন সখিগণ কেল। চৌদিগে চান্দ হেরি রহি গেল।। নীলগিরি বেঢ়ি কিয়ে কনকের মাল। গোরি-মুখ সুন্দর ঝলকে রসাল।। বানরি রব দেই কখ্‌খটি নাদ। গোবিন্দদাস কহ শুনি পরমাদ।। keyboard_arrow_right
  • সময় জানি তব কাননদেবি
    সময় জানি তব কাননদেবি। ইঙ্গিতে বনহুঁ বসন্তহিঁ সেবি।। গন্ধচূর্ণ বহু আনল তাই। সব সখিগণ দেখি লেওল ধাই।। মণিময় কতশত পিচকারি আনি সহচরীগণে কহে গদগদ বাণী।। এক এক করি সব সহচরী নেল। শত শত কুসুমগেন্দু পুন দেল।। কুসুমক বারি ঝারি ভরি আনি। তাহে মিশাওল মৃগমদপানি।। ভরি পিচকারি কানু তাহা নেল। হেরইতে মাধব হরষিত ভেল।। keyboard_arrow_right
  • সময় জানিয়া ভানুর বালা
    সময় জানিয়া ভানুর বালা। নিকসে যেমন চাঁদের মালা। পরিধান নীল পট্ট শাড়ী। অঞ্চলে বাঁধয়ে নব কস্তুরী।। চাঁচর চিকুরে বাঁধে কবরী। শশী করে আলো চৌদিগে ঘেরি।। সিঁথাতে শোভিত সোনার সিঁথি। তাহাতে দুলিছে কনক মোতি।। কপালে সিন্দুর চন্দন বিন্দু। উদয় হইল অরুণ ইন্দু ।। নাসায় শোভিত সুন্দর বেশর। মৃগমদ বিন্দু চিবুক-উপর। কর্ণে শোভিত সোনার ফুলে। মুখে মৃদু […] keyboard_arrow_right
  • সময় জানিয়া তুরিত হইয়া
    সময় জানিয়া তুরিত হইয়া আসিয়া ধনিষ্ঠা নারী। যশোদামন্দিরে পিঁঢ়ার উপরে সুখদ আসন করি।। সুগন্ধি সলিল করিয়া শীতল পূরিয়া আনল ঝারি। রাইয়ের পক্বান্ন আনিয়া তখন রাখল পৃথক করি।। এ সূপ মুদ্‌গ মরিচা সুখদ যে কিছু আছিল ঘরে। যশোদাবচনে আনিল তখনে কানুর ভোজন তরে।। সিনান করিয়া বলাই হাসিয়া চলিলা আপন ঘরে। কানুর বচন না মানে তখন বারুণীপানের […] keyboard_arrow_right
  • সমর সমাধিয়া যুগল কিশোর
    সমর সমাধিয়া যুগল কিশোর। আওল দুহুঁ যাহাঁ কুসুমহিণ্ডোর।। বৃন্দা দেবীরচিত ফুলদোলা। ঝূলয়ে দুহুঁ জন আনন্দে বিভোলা।। কুসুম বরিখে সব সহচরি মেলি। গাওত বহুবিধ মনসিজকেলি।। সুমেল করিয়া কত কত যন্ত্র। নাচত গাওত তাল স্বতন্ত্র।। দোলত দুহুঁ জল কুসুমহিণ্ডোরে। দুইদিগে দুই সখী দেই ঝকোরে।। তড়িত জড়িত জনু জলধর-কাঁতি। পরিমলে ধাওল মধুকর-পাঁতি।। অপরূপ দোলত কেলি-নিকুঞ্জে। দুহুঁ পর কুসুম […] keyboard_arrow_right
  • সমুখে সুনাগর হেরি রহু রাধা
    সমুখে সুনাগর হেরি রহু রাধা। চীর দেই ঝাঁপল মুখশশি আধা।। ও বর নাগর বিধুমুখি হেরি। লোল দৃগঞ্চল তছু পর দেলি।। বিহসি সুধামুখি নাহ মুখ চাই। থোরহি দূরে রহল ঠমকাই।। আজুক অপরূপ মীলন অঙ্গ। পহিলহি দরশনে উপজল রঙ্গ।। অতিহু তিয়াসে পাশে মিলু কান। কি করব অব ধনি কছুই না জান।। অঙ্গহি অঙ্গ পরশ রসে ভোর। সরস […] keyboard_arrow_right
  • সমুদিতমদনে রমণীবদনে চুম্বনবলিতাধরে
    সমুদিতমদনে রমণীবদনে চুম্বনবলিতাধরে। মৃগমদতিলকং লিখতি সপুলকং মৃগমিব রজনীকরে।। রমতে যমুনাপুলিনবনে বিজয়ী মুরারিরধুনা।।ধ্রু।। ঘনচয়রুচিরে রচয়তি চিকুরে তরলিততরুণাননে।; কুরুবককুসুমং চপলাসুষমং রতিপতিমৃগকাননে।। ঘটয়তি সুঘনে কুচযুগগগনে মৃগমদরুচিরূষিতে। মণিসরমমলং তারকপটলং নখপদশশিভূষিতে।। জিতবিসশকলে মৃদুভুজযুগলে করতলনলিনীদলে। মরকতবলয়ং মধুকরনিচয়ং বিতরতি হিমশীতলে।। রতিগৃহজঘনে বিপুলাপঘনে মনসিজকনকাসনে। মণিময়রসনং তোরণহসনং বিকিরতি কৃতবাসনে।। চরণকিশলয়ে কমলানিলয়ে নখমণিগণপূজিতে। বহিরপবরণং যাবকভরণং জনয়তি হৃদি যোজিতে ।। রময়তি সুভৃশং কামপি সুদৃশং খলহলধরসোদরে। কিমফলমবসং […] keyboard_arrow_right
  • সয়ন চরাবহি পাবে
    সয়ন চরাবহি পাবে। দুর কর সে সব সকল সভাবে।। মুখ অবনত তেজ লাজে। কত মহি লিখসি চরন মহিকে আসে।। রামা রহ পিআ পাসে। অভিনব সঙ্গম তেজহি তরাসে।। পিয়া সয়ঁ পহিলকি মেলী। হোউ কমলকে অলি কেলী।। তরতম তঞে কর দূরে। ছেল ইছহি ছোড়হ মোর চীর।। বিদ্যাপতি কবি ভাসা। অভিনব সঙ্গম তেজহ তরাসা।। keyboard_arrow_right
  • সয়নে সুতিয়া থাকি ননদীর সনে গো
    সয়নে সুতিয়া থাকি ননদীর সনে গো। ভরমে তাহার নাম জিহ্বা কেনে লয় গো।। পথে জাই যদি না চাই লোক পানে গো। তার কথায় না রয় মন তারে কেনে টানে গো।। খেতে জদি বসি তবে খেতে কেনে নারি গো। কেশপানে চাহিলে নয়ন কেনে ঝুরে গো।। বসন পরিয়া থাকি জদি চাহি বসন পানে গো। সমুখে তাহার রূপ […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ