• হাথে চান্দ মানী বড়ায়ি করায়িলেঁ পাগলী
    হাথে চান্দ মানী বড়ায়ি করায়িলেঁ পাগলী। আইহনক পীঠ দিলোঁ লাজে তিনাঞ্জলী।। আশোআশ দিআঁ তোহ্মে হৈলা এক ভীতে। কাহ্নত লাগিআঁ মোর বেআকুল চীতে। জাণিল জাণিল বড়ায়ি চিহ্নিল কাহ্নাঞিঁ। আছুক পরসরস দরশন নাহিঁ।।ধ্রু।। তোহ্মার বচনে বড়ায়ি নেহা বাঢ়ায়িলোঁ। কাহ্ন সমে ভালেঁ রস ভুঞ্জিতেঁ না পাইল। পুরুব জরমে কিবা খন্ডব্রত কৈল। তেকারণে মোর মনোরথ না পুরিল।। দুখ সুখ […] keyboard_arrow_right
  • হাম সে অবলা হৃদয় অখলা
    হাম সে অবলা হৃদয় অখলা ভালমন্দ নাহি জানি। বিরলে বসিয়া পটেতে লিখিয়া বিশাখা দেখাল আনি।। হরি হরি এমন কেনে বা হৈল। বিষম বাড়ব আনল মাঝারে আমারে ডারিয়া দিল।। নয়ন যুগল করয়ে শীতল বড়ই রসের কূপ। বয়েস কিশোর বেশ মনোহর অতি সুমধুর রূপ।। নিজ পরিজন সে নহে আপন বচনে বিশ্বাস করি। চাহিতে তা পানে পশিল পরাণে […] keyboard_arrow_right
  • হাম অবলা নারী কিয়ে গুণ জান
    হাম অবলা নারী কিয়ে গুণ জান। সো রসময় তনু ছৈল সুজান।। কতহুঁ যতনে মোরে কোড়ে বসাই। বাঁধল বেণী কিয়ে কবরী খসাই।। কঞ্চুক দেয়ল হিয়া পর মোর। পরশি পয়োধর ভৈ গেল ভোর।। কণ্ঠে পিন্ধায়ল মোতিম হার। অঙ্গেতে লেপল কুমকুম ভার।। বসন পরাওল করি কত ছন্দ। কিঙ্কিণীজালে করহু নীবিবন্ধ।। নিজ করপল্লবে মঝু মুখ মাজি। সাজাওল নয়ন কাজল […] keyboard_arrow_right
  • হাম কুলবতী কুল কন্টক ভেল
    হাম কুলবতী কুল কন্টক ভেল। কাতিয় রাতি দীপ জনু দেল।। গুরুগঞ্জন আঁখিঅঞ্জন শোভা। এত যে কয়ল কিছু নাহিক লোভা।। সজনি ঐছন হয়ে জনি কাহে। সোই পুরুখমণি সব মুখে কাহিনী অতয়ে সোপলুঁ তনু তাহে।।ধ্রু।। মনহিক সাধ আধ নাহি পূরল ভুললহি পরঅনুরোধে। পুণমিক চাঁদ আধ জনু উগয়ে রাহু কয়ল উনমাদে।। রূপ দেখি গুণ শুনি অতয়ে সে জানিয়ে […] keyboard_arrow_right
  • হাম ধনী কুলবতী নারী
    হাম ধনী কুলবতী নারী। জগভরি রহি গেল গারি।। দুহুঁ কুলে কন্টক দেল। মনোরথ উগি আথ গেল।। সই কত অনুরোধব কানে। অব কৈছে ধরব পরাণে।।ধ্রু।। হিয় মাহা ছিল বহু সাধে। সবে সিদ্ধি ভেল পরিবাদে।। অনুখণ লখএ না যায়। দুরগহ কিয়ে না করায়।। কুসুম ঝলমল মকরন্দে। কি করব অলিপরবন্ধে।। নব যৌবন যব যাব। জ্ঞানদাস পুন কিয়ে পাব।। keyboard_arrow_right
  • হাম নারী অতি হরি প্রেমেতে উদাস
    হাম নারী অতি হরি প্রেমেতে উদাস। তোমার পিরীতি হরি, হইল রাধার বৈরী, জাতি ধর্ম করিল বিনাশ।। ধু তোমার পিরীতে বাদে, কলঙ্কিণী হৈলুম রাধে, তথাপি তোমার মনে রিষ। পন্থ নিরখিয়া থাকি, কায় প্রাণে ভজি ডাকি, কান্দিয়া পোহাই অহর্নিশ।। প্রেমমূলে দাসী করি, কি হেতু না চাহ ফিরি, নিশি দিশে অই মোর দুখ। রাধার পরাণ তনু, মীন প্রায় […] keyboard_arrow_right
  • হাম মরইতে তুহুঁ মরইতে চাহ
    হাম মরইতে তুহুঁ মরইতে চাহ। অনুখন মঝু হিয়া তুষ-দহ দাহ।। এ সখি কীয়ে করব পরকার। সোঙারিতে নিকসয়ে জিবন হামার।। হামার বচন-রূঢ়-কন্টক জারি। বিদগধ নাহ গেও মুঝে ছাড়ি।। মুঞি অতি পাপিনি কলহে বিরাজ। জানি মোহে তেজল নাগর-রাজ।। দারুণ প্রাণ রহ কন্ঠহি লাগি। বুঝলুঁ এহ মঝু করম অভাগি।। গৌরদাস কহ না কর সন্দেহ। তুয়া প্রেমে মীলব রসময়-দেহ।। keyboard_arrow_right
  • হাম যাইতে পথে ভেটলুঁ গোরি
    হাম যাইতে পথে ভেটলুঁ গোরি। তুয়া পরথাব কয়ল কছু থোরি।। সজল নয়নে ধনী মঝু মুখ হেরি। আরতি রহল কহব পুন বেরি।। শুন শুন মাধব নিজ পুণভাগ। রাই কমলিনী তোহে এত অনুরাগ।। পুলকি রহল তনু পুন পরসঙ্গ। নীপ নিকরে কিয়ে পূজল অনঙ্গ।। অধর শুখায়ল দীঘ নিশাস। জনু অনুরোধে ঝাঁপল নিজ বাস।। কত কত ভাব পেখলুঁ হাম […] keyboard_arrow_right
  • হাম রাধার কি ফল জীবন
    হাম রাধার কি ফল জীবন। কি হেতু তেজিলা হরি রাধা বৃন্দাবন ? ধু কংস ধরি নিল হরি মথুরা নগর। হরিকে না দেখি রাধা কান্দে ঝর ঝর।। অষ্ট অলঙ্কার পরি বিচিত্র বসন। সাজিল সুন্দরী রাধে ত্রিলোক মোহন ।। শ্যাম বিনে ….. ধৈরয নাহি চিত। জল ছলে যমুনাতে চলিল ত্বরিত।। সুবর্ণ কলসী কাঁখে নানা ভঙ্গী হাঁটে। কান্দিতে […] keyboard_arrow_right
  • হাম সে অবলা হৃদয় অখলা
    হাম সে অবলা হৃদয় অখলা ভাল মন্দ নাহি জানি। বিরলে বসিয়া পটেতে লিখিয়া বিশাখা দেখাল আনি।। হরি, হরি, এমন কেনে বা হল। বিষম বাড়ব অনল মাঝারে আমারে ডারিয়া দিল।। বয়সে কিশোর অতি মনোহর অতি সুমধুর রূপ। নয়ন যুগল করয়ে শীতল অমিয়া রসের কূপ।। নিজ পরিজন সে জন আপন বচনে বিশ্বাস করি। চাহিতে তা পানে পশিল […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ