হেন বেলে যত রাখাল বালক আইল কানাই নিতে। শ্রীদাম সুদাম আর বসুদাম বাঁশী শিঙ্গা বেণু গীতে।। চল ভাই, কানু কি কাজ বিলম্বে হইল উছর বেলা। এখন কি কাজে আছ গৃহমাঝে করহ ধেনুর মেলা।। ধবলী শাঙলি অতি চোরা গাভী যদি বা উচর হয়। দূর বনে গিয়ে কোথা পড়ে ধেয়ে এই উঠে মনে ভয়।। তুরিত গমন কি […]
keyboard_arrow_right