• হরি হরি গোরা কোথা গেল
    হরি হরি গোরা কোথা গেল। কেনে নিদারুণ বিধি এত দুঃখ দিল।।ধ্রু।। হিয়া মোর জর জর পাঁজর গেল ধসি। পরাণ গেল যদি পিরীতি কিসে বাসি।। ঘরের বাহির নহি কুলের রমণী। স্বপনে না হয় দেখা করিব কি জানি।। সে রূপমাধুরী লীলা কাহারে কহিব। গোরা পহুঁ বিনে মুই অনলে পশিব।। গোরা বিনু প্রাণ রহে এই বড় লাজ। বাসু […] keyboard_arrow_right
  • হরি হরি দারুণ জৈঠহি মাসে
    হরি হরি দারুণ জৈঠহি মাসে। মাঝ গগনে আসি দিন-পতি বৈঠল দশ দিশি কিরণ বিকাসে।। ধূপক ভয়ে ঘরে সব জন বৈঠল দ্বারহি দেওল কপাট। চামর-বীজন সব জন সেবই পথিক না চলতহি বাট।। ঐছন সময়ে রাই অভিসারল কানু-মিলন প্রতিআশে। দেহ-মরিযাদ কিছুই না রাখল ছুটল হরি-অভিলাষে।। আগুনি-অধিক রেণূ পর চলইতে দগধল পদ-অরবিন্দ। চন্দ্রশেখর কহে মিলল কলাবতি কুঞ্জে শ্যামরচন্দ।। keyboard_arrow_right
  • হরি হরি বড় দুঃখ রহিল মরমে
    হরি হরি বড় দুঃখ রহিল মরমে। পাইয়া মানব তনু শ্রীগুরু-বৈষ্ণব বিনু এই জন্ম গেল অকারণে।। নন্দের নন্দন হরি নবদ্বীপে অবতরি জগত ভরিয়া প্রেম দিল। আমি সে অধম অতি বৈষ্ণবে না হল্য রতি তে কারণে করুণা নহিল।। স্বরূপ সনাতন রূপ রঘুনাথ ভট্টযুগ তাহাতে না হল্য রতিমতি। বৃন্দাবন রম্যস্থান দিব্য চিন্তামণি ধাম হেন স্থানে নহিল বসতি।। ছাড়িয়া […] keyboard_arrow_right
  • হরি হরি বড় দুখ রহল মরমে
    হরি হরি বড় দুখ রহল মরমে। গৌরকীর্ত্তনরসে জগজন মাতল বঞ্চিত মো হেন অধমে।।ধ্রু।। ব্রজেন্দ্রনন্দন যেই শচীসুত হৈল সেই বলরাম হইল নিতাই। দীন হীন যত ছিল হরি নামে উদ্ধারিল তার সাক্ষী জগাই মাধাই।। প্রভুর শ্রীচরণে রতি না জন্মিল কেনে না ভজিলাম হেন অবতার। দারুণ বিষয়বিষে সতত মজিয়া রৈলুঁ মুখে দিলুঁ জ্বলন্ত অঙ্গার।। এমন দয়ালু দাতা আর […] keyboard_arrow_right
  • হরি হরি বিফলে জনম গোয়াইনু
    হরি হরি বিফলে জনম গোয়াইনু। মনুষ্য জনম হঞা রাধাকৃষ্ণ না ভঙ্গিঞা জানিঞা শুনিঞা বিষ খানু।। গোলোকের প্রেমধন হরিনাম সংকীর্তন রতি না জন্মিল কেনে তায়। সংসার বিষয়ানলে দিবানিশি হিয়া জ্বলে জুড়াইতে নাহিক উপায়।। ব্রজেন্দ্র-নন্দন যে শচীসুত হঞাছে বলরাম হঞাছে নিতাই । দীনহীন যত ছিল হরিনামে উদ্ধারিল তার সাখি জগাই মাধাই।। হাহা প্রভু নন্দসুত বৃষভানু-সুতাযুত করুণা করহ […] keyboard_arrow_right
  • হরি হরি মঙ্গল ভরল খিতি-মণ্ডল
    হরি হরি মঙ্গল ভরল খিতি-মণ্ডল রসময় রতন-পসার। নিজ গুণ-কীর্ত্তন প্রেম-রতন ধন অনুখণ করু পরচার।। নাচত নটবর গৌর কিশোর। অনুখণ ভাবে বিভাবিত অন্তর প্রেম-সুখের নাহি ওর।। কুন্দন-কনয়-বিরাজিত কলেবর বিহি সে করল নিরমাণ। মনমথ মুরুছিত অঙ্গহি অঙ্গ কত রুপ দেখি হরল গেয়ান।। যা কর ভজন শিব চতুরানন করু মন-মরম সন্ধান। হেন নাম-হার যতন করি গাঁথই পতিত জনেরে […] keyboard_arrow_right
  • হরি হেন দিন হইবে আমার
    হরি হেন দিন হইবে আমার। দুহুঁ অঙ্গ পরশিব দুহুঁ অঙ্গ নিরখিব সেবন করিব দোহাঁকার।। ললিতা বিশাখা সঙ্গে সেবন করিব রঙ্গে মালা গাথিঁ দিব নানা ফুলে। কনক সম্পুট করি কর্পূর তাম্বূল পূরি যোগাইব অধর যুগলে।। রাধাকৃষ্ণ বৃন্দাবন সেই মোর প্রাণ-ধন সেই মোর জীবন উপায়। জয় পতিতপাবন দেহ মোর এই ধন তোমা বিনা অন্য নাহি ভায়।। শ্রীগুরু […] keyboard_arrow_right
  • হরি-অভিসার কাজে
    হরি-অভিসার কাজে। উলটা সকল সাজে।। মাথে মুকুতার মালা। হিয়াতে হেম-মেখলা।। চরণে কঙ্কণ পরি। তুরিতে চলিলা গোরি।। নূপুর পাণির মূলে। অঞ্জন রঞ্জন ভালে।। সিন্দূর অরুণ আঁখি। চিবুকে চন্দন মাখি।। হেন বিপরীত বেশে। মিলল শ্যামের পাশে।। শশিশেখর পহুঁ। হেরি হাসে লহু লহু।। keyboard_arrow_right
  • হরি-উরে আন-রমণি-নখ-লক্ষণ
    হরি-উরে আন-রমণি-নখ-লক্ষণ তহি পুন কঙ্কণ-ঘাত। হেরইতে রোখ-ভরে ফুলি ভামিনি রোয়ত অবনত মাথ।। দেখ দেখ মুগধিনি-রীত। কানুক অনুনয়ে উতর না দেয়ত বৈঠি রহত এক-ভীত।। মুনি-গণ মৌন-বরতে পরবেশল বরণ না করত উচার। পদ-তলে পিঞ্ছ মুকুট গড়ি যায়ত নিরখি রোয়ত পুন বার।। ঐছন মান হেরি তব মোহন মন দুখে করল পয়ান। চন্দ্রশেখর কহে অপরূপ পেখলুঁ রাই শিখল কবে […] keyboard_arrow_right
  • হরিণ-নয়নি তেজি নিজ মন্দির
    হরিণ-নয়নি তেজি নিজ মন্দির অবইতে সঙ্কেত ঠামা। তৈখনে চান্দ উদয় ভেল দারুণ পসারল কিরণক দামা।। মাধব তোহে কি বোলব আন। বিষম কুসুম-শরে পাঁজর জর জর ধনি জনি তেজই পরাণ।। মোতিম হার ভার হিয়ে জারই কর-কঙ্কণ ভেল ঝঙ্ক। সহচরি-কোরে ভোরি তনু মোড়ই লোরে ধরণি করু পঙ্ক।। কিশলয় শয়নে থীর নাহি বান্ধই চন্দন পবনে মুরছাই। গোবিন্দদাস কহই […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ