• কহিও বঁধূরে নতি কহিও বঁধূরে
    কহিও বঁধূরে নতি কহিও বঁধূরে। গমন বিরোধ হৈল পাপ শশধরে।। গুরুজন সম্ভাষিতে গেল আধ রাতি।। তবে ত পাইব আমি বঁধূর সংহতি।। অমাবস্যা প্রতিপদে চাঁদের মরণ। সে দিনে বঁধূর সনে হইবে মিলন।। চণ্ডীদাসে বলে তুমি না ভাবিহ চিতে। সহজে এ কথা বটে কেন পাও ভিতে।। keyboard_arrow_right
  • কি কব রাইয়ের গুণের কথা
    কি কব রাইয়ের গুণের কথা। সব গুণে তারে গড়িল ধাতা।। এ রাস বিলাস করিল যত। এক মুখে তাহা কহিব কত।। কিবা মুখে তাহা কহিব কত।। কিবা সে মধুর নটনগান। অমিয়া অধিক করিলুঁ পান।। সে সব কহিতে হিয়া না বান্ধে। দরশন লাগি পরাণ কান্দে।। শুনহে পরাণ বল্লভ সখা। সে ধনী পুন কি পাইব দেখা।। নয়ন বাণে […] keyboard_arrow_right
  • কি বুকে দারুণ বেথা
    কি বুকে দারুণ বেথা। সে দেশে যাইব সে দেশে না শুনি পাপ পিরীতির কথা।। সই কে বলে পিরীতি ভাল। হাসিতে হাসিতে পিরীতি করিয়া কাঁদিতে জনম গেল।। কুলবতী হৈয়া কুলে দাঁড়াইয়া যে ধনী পিরীতি করে। তুষের অনল যেন সাজাইয়া এমতি পুড়িয়া মরে।। হাম অভাগিনী এ দুখে দুখিনী প্রেম ছলছল আঁখি। চণ্ডীদাস কহে যেমতি হইল পরাণে সংশয় […] keyboard_arrow_right
  • কুসুম-ভরে নব পল্লব দোল
    কুসুম-ভরে নব পল্লব দোল। মধু পিবি মধুকরি মধুকর রোল।। তাহে নব কোকিল পঞ্চম গায়। দুহুঁ জন আরতি চন্দন-বায়।। পুনমিক রাতি মোহন ঋতু-রাজ। বৈদগধি বিদগধ মিলল সমাজ।। নাহ নীলমণি বরণ সুঠাম। রাই মুকুর কাঞ্চন দশবান।। দোঁহে দোঁহা হেরইতে দুহুঁ ভেল ভোরি। রাই ভেল শ্যাম শ্যাম ভেল গোরি।। আলিঙ্গন করইতে উপজল হাস। ও রুপ বলিহারি বলরাম দাস।। keyboard_arrow_right
  • কুসুমে ভরল নব পল্লব দোল
    কুসুমে ভরল নব পল্লব দোল। মধু পিবি মধুকর মধুকরী ভের।। তাহে কুহু কোকিল পঞ্চম গায়। দোঁহার আরতি মৃদু চন্দন বায়।। পুনমিক রাতি মোহন ঋতুরাজ। বৈদগধি বিদগধ মীলল সুসাজ।। নাহ নীলমণি বরণ সুঠান। রাই কাঞ্চন মুকুর দশবাণ।। দোঁহে দোঁহা হেরইতে ভৈ গেল ভোর। রাই ভেল শ্যাম শ্যাম ভেল গোর।। আলিঙ্গন করইতে উপজল হাস। ও রস বলিহারি […] keyboard_arrow_right
  • কে মোরে মিলাঞা দিবে সো চাঁদ-বয়ান
    কে মোরে মিলাঞা দিবে সো চাঁদ-বয়ান। আঁখি তিরপিত হবে জুড়াবে পরাণ।। কাল-রাতি না পোহায় কত জাগিব বসিয়া। গুণ শুনি প্রাণ কান্দে না যায় পাতিয়া।। উঠি বসি করি কত পোহাইব রাতি। না যায় কঠিন প্রাণ ছার নারী জাতি।। ধন জন যৌবন দোসর বন্ধুজন। পিয়া বিনু শূন্য ভেল এ তিন ভুবন।। আজু যদি না দেখিলাম গো চান্দবয়ান। […] keyboard_arrow_right
  • কে যাবে মথুরাপুর কার লাগি পাব
    কে যাবে মথুরাপুর কার লাগি পাব। এ সব দুখের কথা লিখিয়া পাঠাব।। হাথ কলম করি নয়ন করি দোত। কলিজা কাগজ করি লিখি চাঁদ-মুখ।। কেহু ত না কহে রে আওব তোর পিয়া। কত না রাখিব চিত নিবারণ দিয়া।। দেখিলা যতেক দুখ কহিয় বন্ধুরে। পুছিয় তাহারে মোরে মনে নাকি করে।। কহিবা দুখের কথা বিরলে পাইয়া। ধরিবা চরণে […] keyboard_arrow_right
  • গদাধরমুখ হেরি কিবা উঠে মনে
    গদাধরমুখ হেরি কিবা উঠে মনে। সোঙরি সে সব সুখ কুঞ্জে বৃন্দাবনে।। ঝুরয়ে সদাই মন সে গুণ শুনিয়া। হারাইল দুখী যেন পরশমণিয়া।। হরি হরি বলে পহু কান্দিতে কান্দিতে। না জানি কাহার ভাব উপজিত চিতে।। টলমল করয়ে সোনার বরণখানি। ঢুলিয়া ঢুলিয়া পড়ে লোটায় ধরণী।। কহয়ে নয়নানন্দ গদাধর আগে। এত পরমাদ হৈল কার অনুরাগে।। keyboard_arrow_right
  • গোলোক ছাড়িয়া পহু কেনে বা অবনী
    গোলোক ছাড়িয়া পহু কেনে বা অবনী। কালা রূপ কেনে হৈল গোরা বরণ খানি।। হাস বিলাস ছাড়ি কেনে পহু কান্দে। না জানি ঠেকিল গোরা কার প্রেম ফান্দে।। খেণে কৃষ্ণ কৃষ্ণ বলি কান্দে ঘনে ঘন।। খেণে সখি সখি বলি করয়ে রোদন।। মথুরা মথুরা বলি করে কি বিলাপ। খেণে বা অক্রূর বলি করে অনুতাপ। খেণে বলে ছিয়ে ছিয়ে […] keyboard_arrow_right
  • জটিলা আসিয়া তবে
    জটিলা আসিয়া তবে কহয়ে সভারে এবে পুরোহিত আনহ যাইয়া। শুনি পুন কুন্দলতা হৈল অতি হর্ষচিতা সেইক্ষণে চলিলা ধাইয়া।। দেখ কৃষ্ণের অপরূপ লীলা। ধীর শান্ত কলেবর সাক্ষাৎ বিপ্র-বেশ-ঘর কেহ নাহি লখিতে পারিলা।।ধ্রু।। কুন্দলতা দেবী আসি কহয়ে বৃদ্ধারে ভাষি মাথুর দেশীয় গর্গছাত্র। ব্রহ্মচর্য্য সদা ধরে না দেখে অবলা করে আমার সাধনে আইলা মাত্র।। শুনি সেই হর্ষমতি করয়ে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ