• জয় জয় পণ্ডিত গোসাঁই
    জয় জয় পণ্ডিত গোসাঁই। যার কৃপাবলে সে চৈতন্য গুণ গাই।। হেন সে গৌরাঙ্গচন্দ্রে যাহার পিরীতি। গদাধর প্রাণনাথ যাহে লাগে খ্যাতি।। গৌরগত প্রাণ প্রেম কে বুঝিতে পারে। ক্ষেত্রবাস কৃষ্ণসেবা যার লাগি ছাড়ে।। গদাইর গৌরাঙ্গ গৌরাঙ্গের গদাধর। শ্রীরামজানকী যেন এক কলেবর।। যেন একপ্রাণ রাধাবৃন্দাবনচন্দ্র। তেন গৌর-গদাধর প্রেমের তরঙ্গ।। কহে শিবানন্দ পহুঁ যার অনুরাগে। শ্যামতনু গৌরাঙ্গ হইয়া প্রেম […] keyboard_arrow_right
  • জরতী যতন করি কহে শুন সুন্দরি
    জরতী যতন করি কহে শুন সুন্দরি সখী সঙ্গে করহ পয়ান। উড়নি ঘোড়নি মাথে দেখিয়া চলিবে পথে লখিতে না পারে যেন আন।। বড়োর ঝিয়ারী বট কুলে শীলে নহ ছোট সব গুণে হও পরবীণ। থাকিহ সভার মাঝে বুঝিবা আপন কাজে আমি আর জীব কত দিন।। সদয়ে বিদায় করে জটিলা চলিলা ঘরে উলসিত রসবতী রাধে। রঙ্গিণী সঙ্গিনী তার […] keyboard_arrow_right
  • ঝর ঝর লোচন লোর
    ঝর ঝর লোচন লোর। নাগর ভেল বিভোর।। গোকুলমণ্ডল দুখ। শুনইতে বিদরয়ে বুক।। ঘন ঘন তেজয়ে শ্বাস। আকুল ভেল পিতবাস। গদ গদ কহে আধবাত। ধুলি ধূসর ভেল গাত।। ঐছে মুগধ ভেল কান। নব কবিশেখর ভাণ।। keyboard_arrow_right
  • তিনুহিঁক দোষ এতহি সখি মানিয়ে
    তিনুহিঁক দোষ এতহি সখি মানিয়ে সঙ্কেত করি নহি আয়ে। হাম হিঁক দোষ মান করি তা সঞে অবহুঁ বহুত পচতায়ে।। সখী কালক দোষ রাখনি। আজি শনিশ্চর ঘড়ি দুই প্রাতর সময় অভদ্রক জানি।।ধ্রু।। হরিষে যোই যুবতি নিশি বঞ্চল তাকর এহি পুন দোষ। আপন দাগে দাগি তাহে ভেজল তে মঝু বাঢ়ল রোষ।। এহি চারি দোষে উপেখলুঁ মাধব অন্তরে […] keyboard_arrow_right
  • তোমার প্রেমে বন্দী হৈলাম শুন বিনোদ রায়
    তোমার প্রেমে বন্দী হৈলাম শুন বিনোদ রায়। তোমা বিনে মোর চিতে কিছুই না ভায়।। শয়নে স্বপনে আমি তোমার রূপ দেখি। ভরমে তোমার নাম ধরণীতে লেখি।। গুরুজন মাঝে যদি থাকিয়ে বসিয়া। পরসঙ্গে নাম শুনি দরবয়ে হিয়া।। পুলকে পূরয়ে অঙ্গ আঁখে ঝরে জল। তাহা নিবারিতে আমি হই যে বিকল।। নিশি দিশি বঁধু তোমায় পাসরিতে নারি। চণ্ডীদাস কহে […] keyboard_arrow_right
  • দরশনে নয়নে নয়নে বহে লোর
    দরশনে নয়নে নয়নে বহে লোর। আপাদ মস্তক দুহুঁ পুলকে আগোর।। সজনী হোর দেখ প্রেম-তরঙ্গ। কত কত ভাবে থকিত ভেল অঙ্গ।।ধ্রু।। দুহুঁকর দেহে ঘাম বহি যাত। গদ গদ কাহুঁ না নিকসয়ে বাত।। দুহুঁজন-কম্প হেরি লাগে ধন্দ। রাধামোহন হেরি পরম আনন্দ।। keyboard_arrow_right
  • দুহুঁ দুহুঁ পিরীতি আরতি নাহি টুটে
    দুহুঁ দুহুঁ পিরীতি আরতি নাহি টুটে। পরশে পরম কত কত সুখ উঠে।। নাচয়ে গৌরাঙ্গ মোর গদাধররসে। গদাধর নাচে পুন গৌরাঙ্গবিলাসে।। প্রকৃতি পুরুষ কিবা জানকী শ্রীরাম। রাধাকানু এই কিবা রতি দেব কাম।। অনন্ত অনঙ্গ জিনি অঙ্গের বলনি। উপমা মহিমাসীমা কি বলিতে জানি।। মুখে চাঁদ কি বর্ণিব নিতি জীয়ে মরে। কর-পদে পদ্ম কিবা হিমভরে ঝরে।। প্রেমকীর্ত্তন সুখ […] keyboard_arrow_right
  • দূতী শ্যাম অন্বেষণে যায়
    দূতী শ্যাম অন্বেষণে যায়। ঢুঁরিতে ঢুঁরিতে চন্দ্রাবতী কুঞ্জে শ্যাম সৌরভ পায়।। গন্ধেতে মাতিয়া অলি পুঞ্জে পুঞ্জে ভ্রমণ করয়ে তথা। তা দেখিয়া দূতী মনে বিচারিল নিচয় নাগর আছয়ে হেথা।। আড়েতে দাঁড়ায়ে গবাক্ষের পথে কুঞ্জের ভিতরে চায়। চন্দ্রাবলী সনে কুসুম শয়নে আছেন নাগর রায়।। তথা ধিকি ধিকি জ্বলে বাতি। কোকিল জাগিল কুহুরব করি অলপ আছয়ে রাতি।। তা […] keyboard_arrow_right
  • দূর কর মাধব কপট সোহাগ
    দূর কর মাধব কপট সোহাগ। হাম সমুঝল সব তুয়া অনুরাগ।। ভাল ভেল অব সে মিটল সব দ্বন্দ্ব। ভাল নহে কবহু আশ-পরিবন্ধ।। তুহুঁ গুণ-সাগর সেহ গুণ জান। গুণে গুণে বান্ধল মদন পাঁচবাণ।। তুরিত চলহ তাহাঁ না কর বিয়াজ। ভ্রমর কি তেজই নলিনি-সমাজ।। কৈতবিনি হামরা কৈতব নাহি তায়। তোহারি বিলম্ব অব নাহিক যুয়ায়।। বিমুখি ভেল ধনি গদ […] keyboard_arrow_right
  • ধায়ল বিরহিণি কালিন্দি-রোধ
    ধায়ল বিরহিণি কালিন্দি-রোধ। সহচরি বচনে না মানে পরবোধ।। মাতল করিনি যৈছে গতি ধাব। ঐছে চললি কোই লাগি না পাব।। অতি দুরবল পুন পড়ি সোই ঠাম। মুরছিত হই তহিঁ হরল গেয়ান।। শ্রবণে বদন দেই কহে শ্যাম-নাম। চেতন পাই কহে কাহাঁ ঘনশ্যাম।। সখিগণ লেই করু কুঞ্জ পরবেশ। চম্পতিপতি হেরি তনু ভেল শেষ।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ