• বালি বিলাসিনী মনসিজ নাট
    বালি বিলাসিনী মনসিজ নাট। অব কছু কছু সমুঝয়ে রসপাঠ।। শশিমুখী রহি রহি লহু লহু বোলে। প্রিয়তম শ্রবণে অমৃতরস লোলে।। যত যত করে ধনী কাকুতি কম্পে। বিদগধ ততহি গাঢ় পরিরম্ভে।। হরিণ নয়ানী সঘনে শিতকার। টুটুত কুচ কঞ্চুক মণিহার।। নির্ভর বিম্ব অধরপর দংশে। অনুভবি মনমথ রসে পরশংসে।। ঘন দামিনী মিলি কেলি বিলাস। সখীজন নয়ন শিখিনী সহাস।। কঙ্কণ […] keyboard_arrow_right
  • বিকসিত কুসুম ঝরই মকরন্দ
    বিকসিত কুসুম ঝরই মকরন্দ। সব বন পবন পসারল গন্ধ।। মধু পিবি ধাবই মধুকর-পুঞ্জ। গাবই ভ্রমি ভ্রমি কেলি-নিকুঞ্জ।। হরি হরি সব সখি ঘুমল শয়নে। অলসভাবে রহু অরুণিত নয়নে।। কূজই কোকিল মধুকর-নাদ। শুনি শুনি মনমথ মদ-উনমাদ।। উয়লহি হিম-কর ঊজর রাতি। ঝলকই তরুকুল কিশলয়-পাঁতি।। দশ দিশ পূরল খগ-গণ গানে। বলরাম জানল নিশি-অবসানে।। keyboard_arrow_right
  • ভোখে ভাত না খায় পিয়া তিরিষায় পানী
    ভোখে ভাত না খায় পিয়া তিরিষায় পানী রাতি দিবস মোর দেখে মুখখানি।। আঁখির নিমিখে পিয়া হারায় হেন বাসে। হেন পিয়া কেমনে আছয়ে দূর দেশে।। প্রাণ করে ছটপট নাহিক সম্বিত। কি করিয়া পাসরিব পিয়ার পিরিতি।। মরিব মরিব সই কি আর যতনে। সে পিয়া পাসরে যদি কি ছার জীবনে।। কত পরিহার কৈল ধরিয়া আঁচলে। হাস বিলাস কত […] keyboard_arrow_right
  • মঝু মনে লাগল শেল
    মঝু মনে লাগল শেল। গৌর বিমুখ ভৈ গেল।। জনম বিফল মোর ভেল। দারুণ বিহি দুখ দেল।। কাহে কহব ইহ দুখ। কহইতে বিদরয়ে বুক।। আর না হেরব গোরামুখ। তব জীবনে কিয়ে সুখ।। বাসুদেব ঘোষ রস গান। গোরা বিনু না রহে পরাণ।। keyboard_arrow_right
  • মাধব বিরহ বিয়াধিনি রাই
    মাধব বিরহ বিয়াধিনি রাই। মদন পরাভবে জিবইতে সংশয় অনুরাগিণি তুয়া পথ চাই।।ধ্রু।। সকল বিপিন ধনী ভ্রমি ভ্রমি বৈঠহি তরুতলে রোদতি মন্দা। পিক সব জানি বৈরিকুল ধাবই তুরিত কাক কদম্বা।। আলিঙ্গন নিবারিতে কিশলয়দল রুচি কীরে দংশল যুগপাণি। বদন তুলাইতে শিরে বেণি লম্বিত মউরে ধরল ফণি জানি।। রিপুগণ ভয়ে ধনি আকুল জীবন নিরধিতে নাহিক আন। গোবিন্দদাস কহ […] keyboard_arrow_right
  • মাধব তুমি আমার নিধনিয়ার ধন
    মাধব তুমি আমার নিধনিয়ার ধন। আমারে ছাড়িয়া তুমি মধুপুরে যাবে জানি তবে মুঞি তেজিব জীবন।।ধ্রু।। নহে ত আগুনি খাব কিম্বা বনে প্রবেশিব এই দঢ়ায়্যাছি মুঞি চিতে। লইয়া তোমার নাম গলায় গাঁথিয়া শ্যাম প্রবেশ করিব যমুনাতে।। কুলবতী হৈয়া যেন কেহ ত না করে প্রেম পিরীতি করিলে এই রীত। প্রাণনাথ তেজে যারে সে কেমনে প্রাণ ধরে না […] keyboard_arrow_right
  • মাধবি লতাতলে বসি
    মাধবি লতাতলে বসি। চিবুকে ঠেকনা দিয়া বাঁশি।। তোহারি চরিত অনুমানে। যোগী যেন বসিলা ধেয়ানে।। হরি হরি যবে গেলি রাধা। হাঁচি জিঠি না পড়ল বাধা।।ধ্রু।। জল গেলে কি করিবে বান্ধে। নিশি গেলে কি করিবে চান্দে।। জিউ গেলে কি কাজ শরীরে। রাধা বিনু কি নন্দকুমারে।। রাধা রাধা জপে অবিরাম। না জানি কি হয়ে ঘনশ্যাম।। keyboard_arrow_right
  • যব দুহুঁ লায়ল নব নব নেহ
    যব দুহুঁ লায়ল নব নব নেহ। কেহু না গুনল পরবশ দেহ।। অব বিহি ভাঙ্গল সো সব মেলি। দরশন দুলহ দূরে রহু কেলি।। তুহুঁ পরবোধবি রাইক সজনি। যৈছনে জীবয়ে দুয় এক রজনি।। গনইতে দিবস অধিক গণি দেখ। মেটি শুনায়বি দুয় এক রেখ।। লিখইতে হৃদয়ে উঠয়ে যছু রীত। নিজ করে লিখইতে নাহি পরতীত।। কতয়ে সম্বাদব পুর-মুখে বাণী। […] keyboard_arrow_right
  • রতি-জয়-মঙ্গল ভরলহি কানন
    রতি-জয়-মঙ্গল ভরলহি কানন কো কহু আরতি ওর। শ্যামর কোরে বিলসই রসবতি নব-ঘনে চাঁদ উজোর।। বৃন্দাবনে বনি রমণি শিরোমণি অনুপম অনুগত ছান্দে। কমলিনী সঙ্গে রঙ্গে নব মধুকর মাতি রহল মকরন্দে।। দুহঁ দুহুঁ মুখ হেরি করু কত চুম্বন মাতল মনসিজ রঙ্গে। দুহুঁজন পিরীতি- সিন্ধু ভেল আকুল ভাসল রসের তরঙ্গে।। নিবিড় আলিঙ্গন দুহুঁ তনু মিলাওল হেম-মণি মরকত জোড়। […] keyboard_arrow_right
  • রাইমুখ হেরি বড়াই কহে
    রাইমুখ হেরি বড়াই কহে। এত কি আমার পরাণে সহে।। রাখাল হইয়া ছুঁইতে চায়। অব কি করব নাহি উপায়।। দানী অবসর বুঝিয়া কাজে। লুকাই যাইয়া নিকুঞ্জ মাঝে।। এত কহি সভে ধাইয়া চলে। নিকুঞ্জে রাই লুকায় ছলে।। রসিক নাগর বুঝিয়া কাজ। লুকায়্যা চলিলা কুঞ্জের মাঝ।। রাই কানু তাঁহা দরশ পাই। রহে দুহেঁ দুহাঁর বদন চাই।। প্রতি অঙ্গে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ