• করি জলকেলি অলিসঞে বালা
    করি জলকেলি অলিসঞে বালা। হেরলু পথে জনু চান্দকি মালা।। অপরূপ রূপ নয়নে মঝু লাগি। অনুখন মাধুরী মরমহি জাগি।। এ সখি! এ সখি! মোহে হেরি রাই। বিহসি রহলি ধনী গীম মোড়ই।। সো মুখ ঝলমল নিরমল জোতি। লোলিত নাসক বেশর মোতি।। রঙ্গ অধরপর ঢরকই কাঁতি। মদনমোহন যৈছে ফাঁসক ভাঁতি।। বঙ্কিম কেশ বিথারল পীঠে। চকিতহি মঝু মন লাগল […] keyboard_arrow_right
  • কলধৌতবরণ যে সুবল গোপাল
    কলধৌতবরণ যে সুবল গোপাল। কমল জিনিয়া অতি নয়ন বিশাল।। কনকবরণ ধটী কটির শোভন। ক্ষুদ্রঘণ্টিসারি তাহে বাজে রনঝন।। চাঁচর চিকুর চূড়া টালনি কপালে। বেড়িয়া ঝাপনি তাহে নব গুঞ্জামালে।। সর্বাঙ্গ ভূষিয়া শোভে নানা অলঙ্কার। মত্ত করিবর জিনি গমন সঞ্চার।। উরপর দোলে লোল তুলসীর দাম। ভূবনমোহন রূপ অতি অনুপাম।। করেতে মুরলী ধরে কনকরচিত। দেখিতে দেখিতে আঁখি আনন্দে পূর্ণিত।। keyboard_arrow_right
  • কহ কহ সুন্দরি আজুক রঙ্গ
    কহ কহ সুন্দরি আজুক রঙ্গ। কৈছনে মিলল কানু তুয়া সঙ্গ।। কহই না পারিয়ে সখিগণ-মাঝ। কহইতে কাহিনি লাগয়ে লাজ।। আজুক কৌশল অতি অপরূপ। শুনইতে মানবি স্বপন-স্বরূপ।।ধ্রু।। চঞ্চল ধরলহি অঞ্চল মোর। ছোড় ছোড় নাগর লাজ নাহি তোর।। কোরে আগোরল বাহু পসারি। মানস পূরল নিলজ মুরারি।। করে কর ধরি মোরে চুম্বন কেল। মঝু মুখ নিরখিতে পুলকিত ভেল।। পরশি […] keyboard_arrow_right
  • কহিও তাহার ঠাঁই যেতে অবসর নাই
    কহিও তাহার ঠাঁই যেতে অবসর নাই অফুরাণ হল গৃহ কাজে। শাশ্বড়ী সদাই ডাকে ননদী প্রহরী থাকে তাহার অধিক দ্বিজরাজে।। স্বজনি কোপ করেন দুরন্ত। গৃহকর্ম্ম করি ছলে বিপিনে যাইবার বেলে আকাশে প্রকাশ ভেল চন্দ্র।। যে কুলে বিচ্ছেদভয় একুলে নহিলে নয় সুসারিতে নিশি গেল আধা।। আসিয়া মদন সখা হেন বেলে দিল দেখা কহ দূতি কি করিবে রাধা।। […] keyboard_arrow_right
  • কহিও তাঁহার ঠাঁই যেতে অবসর নাই
    কহিও তাঁহার ঠাঁই যেতে অবসর নাই অফুরাণ হল গৃহ-কাজে। শাশুড়ী সদাই ডাকে ননদী প্রহরী থাকে তাহার অধিক দ্বিজরাজে।। স্বজনি, কোপ করেন দুরন্ত। গৃহকর্ম্ম করি ছলে বিপিনে যাইবার বেলে আকাশে প্রকাশ ভেল চন্দ্র।। যে কুলে বিচ্ছেদ ভয় এ কুলে নহিলে নয় সুসারিতে নিশি গেল আধা। আসিয়া মদন-সখা হেন বেলে দিল দেখা কহ দূতি, কি করিবে রাধা।। […] keyboard_arrow_right
  • কহিতে কহিতে ধনি মূরছিত ভেল
    কহিতে কহিতে ধনি মূরছিত ভেল। ধাই যে সহচরি কোর পর নেল।। খরতর বহতহি হাহা হুতাশ। কোই নলিনি-দলে করত বাতাস।। ঘন ঘন কাঁপই খীণ নিশাস। সখীগণ অন্তরে পায়ল তরাস।। রাই জিয়াইতে করু আশোয়াস। শ্যাম বুঝাইতে চলু গোবিন্দদাস।। keyboard_arrow_right
  • কহে বাজিকর–খেলিল বিস্তর
    কহে বাজিকর– “খেলিল বিস্তর রাজা গেল অন্তঃপুরে । গুণীর সম্মান না করিয়া কেন ত্বরিতে চলিলা ঘরে।।” এই সব কথা কহে বাজিকর সবার মাঝারে বসি। গুণীর গোচরে কহিল সত্বরে এক সহচরী দাসী।। “শুন বাজিকর কহিল সত্বর দেখিতে তোমার খেলা। অন্তঃপুরে বড় বিষম হইল এক বৃকভানু বালা।। তার নাম রাধা সুন্দরী আগাধা ভুবনমোহিনী রূপে। তুলনা নাহিক তাহার […] keyboard_arrow_right
  • কানন গমন করল যব কান
    কানন গমন করল যব কান। ধনি সঞে সঙ্কেত মুরলী নিশান।। কলাবতি কৌশল কহনে না যায়। প্রণতি করল পুন যশোমতী পায়।। অনুমতি মাগই অনুনয় করই। ব্রজপতি দম্পতি অনিমিখে রহই।। গদগদ শবদে না ফুরয়ে বাণি। গরগর অন্তর পুন ধরু পাণি।। তুহুঁ অতি গুণমণি করহ পরাণ। আন্ধল ভৈ গেল হামারি নয়ান।। আকুলি অনুসরি আওলি দূর। কাতরে কমলিনি কহই […] keyboard_arrow_right
  • কানায়েরে মাঝে করি চলে বলাই ধিরি ধিরি
    কানায়েরে মাঝে করি চলে বলাই ধিরি ধিরি উপনিত যমুনা পুলিনে। সখা গণ ধেয়ে গিয়ে যমুনার পানি পিয়ে নিজ নিজ মুখ নিরীক্ষণে।। নির্মল যমুনার জলে মুখ দেখে কুতূহলে কার মা কেমন সাজায়েছে ভাই। রাখাল সব এক সঙ্গে মুখ দেখে নানা রঙ্গে কানায়ের মুখের বালাই যাই।। আসিয়া তরুর তলে খেলে রাখাল নানাছলে সুবল চতুর বলে ভাইরে। আনন্দে […] keyboard_arrow_right
  • কানু কথা শুনি গদগদ ভাষ
    কানু কথা শুনি গদগদ ভাষ। মীলতি সহচরি রাইক পাশ।। কহতহি সহচরি শুন বর-গোর। তুয়া লাগি হালত নন্দ-কিশোর।। তুয়া রূপ নিরখই তরু দেই কোর। হেরইতে গলতহি লোচন লোর।। যব নহি সুন্দরি করবি পয়াণ।। তব জিউ তেজব নাগর কান।। সহই ন পারই মদন হুতাশ। চামর ঢুলায়ত গোবিন্দদাস।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ