• শ্যামনাম যব যে মোরে শুনায়ব
    শ্যামনাম যব যে মোরে শুনায়ব না হেরব তাকর মুখ। কালিয় বরণ কবহুঁ নহি পেখব তবহুঁ মিটব মোর দুখ।। সজনী ঐছন মরম-বিচার। তাকর সরূপ বিরূপ করি রাখহ যৈছে না হোয়ে বিকার।।ধ্রু।। কঞ্জ বিম্বফল নব কিসলয় দল বান্ধুলি করু দূরদেশ। কর পদ অধর যেসব সম তাকর হেরইতে তছু করু শেষ।। কোকিল ষট্‌পদ তুহুঁ দূরে ভেজহ কালিয়বরণ সম […] keyboard_arrow_right
  • শ্যামর গৌরবরণ একুদেহ
    শ্যামর গৌরবরণ একুদেহ। পামর জন ইথে করয়ে সন্দেহ।। সৌরভে আগর মূরতি রসসার। পাকল ভেল জনু ফল সহকার।। গোপ জনম পুন দ্বিজ অবতার। নিগমে না জানয়ে নিগূঢ় বিহার।। প্রকট করল হরিনাম বাখান। নারী পুরুখ মুখে না শুনিয়ে আন।। ত্রিপুরাচরণকমল মধুপান। সরস সঙ্গীত কবিরঞ্জন গান।। keyboard_arrow_right
  • শ্যামরচন্দ গোরি যব বৈঠল
    শ্যামরচন্দ গোরি যব বৈঠল নিধুবনে সখিগণ সঙ্গ। চাতুরি রভস কলা কত কৌশল কিয়ে কিয়ে মদনতরঙ্গ।। সজনী কো পয়ে ঐছন জান। পিয় পিয় পিপিয় নাদ শুনি আকুল মুরছি আনত ভই আন।।ধ্রু।। ঢর ঢর লোরে নয়ন বহি যাওত কত কত করুণা কোটি। দন্তে তৃণহুঁ কহি প্রিয় দরশন দেহ না হেরিয়া হিয়া যাউ ফোটি।। বহুত বিনতি করে সখির […] keyboard_arrow_right
  • শ্যামরী শ্যামের গুণে উনমত হৈয়া
    শ্যামরী শ্যামের গুণে উনমত হৈয়া। চলিলা নিকুঞ্জে প্রিয় সহচরী লৈয়া।। নানা যন্ত্রে প্রেমমন্দ্রে উঠে উনমাদ। আবেশে অবশ মনে করি শ্যাম-চাঁদ।। চৌদিগে চমকি চায় কালিয়া বলিয়া। আনন্দে নয়ন-জলে পড়িছে ঢলিয়া।। সখী আশে পাশে হাসি উলসিত মনে। গায় সুললিত গীতি সুমধুর তানে।। প্রবেশিলা বৃন্দাবনে দিয়া জয় জয়। উথলে রসের নদী যদুনাথে কয়।। keyboard_arrow_right
  • শ্যামের মুরলী শুনিতে পাই
    শ্যামের মুরলী শুনিতে পাই। পিছু না গণয়ে ধাইয়া যাই।। কারু পতি দেখি রাখিল বান্ধি। যাইতে না পারে মরয়ে কান্দি।। সোঙরি শ্যামের পিরীতি লেহ। তখনি ছাড়িল আপন দেহ।। গুণময় দেহ তেজিয়া তবে। শ্যামচাঁদ আগে পাইল সভে।। সকল গোপিনী হইয়া সুখী। এ বড় কৌশল দেখ না সখি।। ইহাদের পতি বান্ধিয়া থুইল। কেমন করিয়া গোবিন্দ পাইল।। নিমানন্দ দাস […] keyboard_arrow_right
  • শ্যামের মুরলী হৃদয় খুরলি
    শ্যামের মুরলী হৃদয় খুরলি করিলি সকলি নাশ। মোহর মিনতি না শুনি আরতি করহ বাজিতে আশ।। শুন শুন রে ধরমনাশা। দেব আরাধিয়া ও মুখ বান্ধিব ঘুচাব তোমার আশা ।।ধ্রু।। আমরা অবলা সহজে অখলা হৃদয়ে জাগায়া ক্ষোভ। অলপে অলপে সকলি খাইয়া জীবনে করহ লোভ।। এখনে আমরা সতর হইলুঁ তেজহ এসব আশ। যাহার যেমন না ছাড়ে করণ কহে […] keyboard_arrow_right
  • শ্রীরাধা রমণ চরণ অনুক্ষণ
    শ্রীরাধা রমণ চরণ অনুক্ষণ মন যাহা করিয়ে ধিয়ানে। নিগূঢ় নিরমল বীজ রসময় কৃপায় কৈল আরোপণে।। তছু পদ পঙ্কজ হোই অতি সঙ্কোচ প্রণিপাত করিয়ে অষ্টাঙ্গে। ঠাকুর পিতামহ দশ্রীঠাকুর কালিদাস পূজারি গোসাঞি তছু সঙ্গে।। গোসাঞি শ্রীভূগর্ভ শাখাময় সর্ব্ব লোকনাথ প্রভু পরমাণ। দয়িত শ্রীগৌরবর পণ্ডিত শ্রীগদাধর লীলা বিলসন স্থান।। এ দাস হরেকৃষ্ণ ভাবত অবিরত শ্রীগদাধর পদ দ্বন্দ্ব। আন […] keyboard_arrow_right
  • শ্রীরূপ মঞ্জুরী দয়া করহ আমারে
    শ্রীরূপ মঞ্জুরী দয়া করহ আমারে। মিছা মায়াজালে পড়ি গেনু ছারে খারে।। কবে হেন দশা হবে সখী সঙ্গ পাব। বৃন্দাবনের ফুল গাঁথি দোঁহারে পরাব।। সম্মুখে রহিয়া কবে চামর ঢুলাব। অগুরু চন্দন গন্ধ দুহুঁ অঙ্গে দিব।। সিন্দূর তিলক কবে দোঁহাকে পরাব। সখীর আজ্ঞায় কবে তাম্বূল যোগাব।। বিলাস কৌতুক কেলি দেখিব নয়নে। চন্দ্রমুখ নিরখিব বসায়ে সিংহাসনে।। সদা সে […] keyboard_arrow_right
  • সই , কাহারে করিব রোষ
    সই, কাহারে করিব রোষ। না জানি না দেখি সকল লইনু সে পুনি আপন দোষ।। বাতাস বুঝিয়া ফেলাইতু পা বাড়াই বুঝিয়া থেহ। মানুষ বুঝিয়া কথা সে কহিয়ে রসিক বুঝিয়া লেহ।। মরক বুঝিয়া গুণ প্রকাশিয়ে ব্যথিত বুঝিয়া ব্যথা। অবিচারে সই করিল পীরিতি কেন কৈল হেন কাজে। চণ্ডীদাস কহে ধী রহ সুন্দরি কহিলে পাইবে লাজে।। keyboard_arrow_right
  • সই আর কিছু কৈয় না গো
    সই, আর কিছু কৈয় না গো। সকল বজর পাড়িয়া পরল গোকুলে নন্দের পো।। কে জানে পাইব এত অপবাদ স্বপনে নাহিক জানি। তবে কি তা সনে বাড়ানু মরমে অথবা কুলের ধনী।। শয়নে স্বপনে আন নাহি মনে দেখিয়া কালিয়া কানু। বিরহ বেয়াধি কত না সহিব কবে সে তেজিব তনু।। শুনহ সজনি হেন মনে করি গরল তখিয়া মরি। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ