• সখি রে মথুরামণ্ডলে পিয়া
    সখি রে, মথুরামণ্ডলে পিয়া। আসি আসি বলি পুন না আসিল কুলিশ পাষাণ হিয়া।। আসিবার আশে লিখিনু দিবসে খোয়ানু নখের ছন্দ। উঠিতে বসিতে পথ নিরখিতে দু আঁখি হইল অন্ধ।। এ ব্রজমণ্ডলে কেহ কি না বলে আসিবে কি নন্দলাল। মিছা পরিহার তেজিয়ে বিহার রহিব কতেক কাল।। চণ্ডীদাস কহে মিছা আসা আশে থাকিব কতেক দিন। যে থাকে কপালে […] keyboard_arrow_right
  • সখি-করে ধরি চলল সুন্দরী
    সখি-করে ধরি চলল সুন্দরী নিকুঞ্জ-মন্দির মাঝে। গমন মন্থর জিনি করি-বর চলিতে না পারে লাজে।। অনঙ্গ-মোহিনী বালা। অঙ্গের ছটায় সঙ্গিনী-ঘটায় নিকুঞ্জ করিল আলা।।ধ্রু।। হসিত বদনে নয়নের কোণে নাগরের পানে চাঞা। নীল-নলিনী দিয়া যেন ধনী নিকুঞ্জে ভেটল গিয়া।। রাই-প্রতিবিম্ব পাঞা শ্যাম-অঙ্গ হইল হরিত-আভা। সব সখীগণ চকিত-নয়ন দেখিয়া দোহাঁর শোভা।। অনিমিখে হরি রাধার মাধুরি নয়নে করয়ে পান। ভুখিল […] keyboard_arrow_right
  • সখিগণ মেলি বহু ভরছন কেল
    সখিগণ মেলি বহু ভরছন কেল। মানিনি শুনি কিছু উতর না দেল।। কোপে কহয়ে শুন নাগর কান। এতহুঁ করায়সি কাহে অপমান।। কাঁহে তুহুঁ পুন পুন দগধসি মোয়। যাহ চলি তুহুঁ যাহা নিবসয়ে সোয়। অতয়ে চলহ তুহুঁ যাহা নিজ বাস ঝুকি কহত বেরি গোবিন্দদাস।। keyboard_arrow_right
  • সখিগণে তোহে আপন হম জান
    সখিগণে তোহে আপন হম জান। অন্তর বাহির না করলুঁ আন।। যো রসিক সহিত মিলনে ভয় হোয়। তাকর আগে কাহে সোঁপলি মোয়।।ধ্রু।। পহিলহি আদর নয়ন বিভঙ্গ। করইতে কোরে আন হোয়ে রঙ্গ।। এহ সখি হামে সহা নাহি যায়। পিরীতি মুরুখ সঞে কো করু চায়।। তরণীরমণ ভণ আন নাহি জান। সো সুপুরুখ লাগি তেজব পরাণ।। keyboard_arrow_right
  • সখী অবলম্বনে চলবি নিতম্বিনী
    সখী অবলম্বনে চলবি নিতম্বিনী থম্ভবি নাথ সমীপে। যদি হরি করে ধরি কোরে বৈঠায়ই নিচোলে চালায়বি দীপে।। সুন্দরি মান না রহয়ে উদাসে। বদন আধ বিনু সাধ না পুরবি কুচ দরশায়বি পাশে।। বহু অনুরোধে পহুঁ কাতর দেখি বিমুখে বৈঠবি বামে। পাণি পরশে ঘন চমকিত চপলা শেজ তেজি আন ঠামে।। ভূজ যুগ জোড়ি মোড়ি করপল্লব অম্বর সম্বরবি পীঠে। […] keyboard_arrow_right
  • সখী পরবোধি চললি বর-রঙ্গিণি
    সখী পরবোধি চললি বর-রঙ্গিণি পৈঠলি আপন-ভবনে। গাগরি ছোড়ি তৈখনে সুন্দরি তুরিতহি করল শয়নে।। ধনি বড় কাতর-চীত। ননদিনী কহত কাহে তুহুঁ শূতলি না বুঝিয়ে তুহারি চরীত।।ধ্রু।। কহতহি সুন্দরি শুন মোর বাদিনি তোহে কি কহব ইহ দুখে। পথ অতি-সঙ্কট কাঁখে দারুণ ঘট বেদন লাগিল জানি বুকে।। এ সব বচন শুনি সখিগণ হাসত রাধারে কহয়ে ভালি ভালি। নিমানন্দ […] keyboard_arrow_right
  • সখী প্রতি কমলিনী বোলয়ে মধুর বাণী
    সখী প্রতি কমলিনী বোলয়ে মধুর বাণী মোরে মিলাইয়া দেহ শ্যাম। তুমি মোর প্রিয় সখী দেখাও সে নীরজ আঁখি শূন্যময় হেরি ব্রজধাম।। শুন শুন প্রাণসখি মন্ত্রণা বলহ দেখি কিসে পাই শ্রীনন্দকুমার। সখী কহে শুন ধনি মোর নিবেদনবাণী পুন দেখা না পাইবা তার।। শ্যাম নাগর ইহা বলি কুঞ্জ ত্যজি গেল চলি প্রাণ দিব রাধাকুণ্ডজলে। তাহা শুনি রাই […] keyboard_arrow_right
  • সখীগণ আগমন দেখিয়া হরিষ মন
    সখীগণ আগমন দেখিয়া হরিষ মন উঠিয়া বসিলা শেজমাঝে। নয়ন কচালি করে মুখানি পাখালে নীরে রজনী সমান করে সাজে।। গুনবতি জানতি সকল উদ্দেশ। মদনমোহন মন মোহন কারণ ধরতহিঁ নিরূপম বেশ।।ধ্রু।। কুঞ্চিত কেশের বেণী কালজাদে সাজনি মৃগমদ লেপলি অঙ্গে। নীলরতনে ধনী মণ্ডিত ভেল তনি নীলবসন পরু রঙ্গে।। নীলকমল হাতে চড়লি মনোয়থে সারথি সাহস রাজে। মনমথ বাজী সাজি […] keyboard_arrow_right
  • সখীগণ নিজগৃহে কয়ল সিনান
    সখীগণ নিজগৃহে কয়ল সিনান। বেশ ভূষণ সব করি নিরমাণ।। গৃহে নিজকাজ সমাপন কেল। রাইক মন্দিরে তুরিতহিঁ গেল।। হেরল শশিমুখী শয়নক মাঝ। তুরিতহি লেয়ল শয়নক সাজ।। আনহি মন্দিরে আনলি রাই। মুখশোধনি লেই যোগাই।। রতন পীঠ পর বৈঠল যাই। হাসি হাসি মুখখানি পাখালয়ে তাই।। মাজল দশন সুরঙ্গিমকাঁতি। উজোরল কুন্দসুকোরকপাঁতি।। শোধল রসনাশোধনি করি হাত। উজলিত জনু থলকমলক পাত।। […] keyboard_arrow_right
  • সখীর বচন শুনল সুন্দরী
    সখীর বচন শুনল সুন্দরী রাজার নন্দিনী ধনী। মিলল নয়ান মুছল রয়ান কহে আধ আধ বাণী।। “সবার বচন যেন লাগে আসি গরল সমান মানি। সেই সুনাগর বিনে নাহি আর কিছুই নাহিক জানি।।” মুখে দিয়া জল রাই উঠায়ল গৃহমাঝে নিল থুয়া সুচারু পালঙ্কে রাই শুতায়ল দুই চারি সখী লয়া।। বসনের বায়ে রাই অঙ্গ তুষে কহেন মধুর বাণী। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ