• সজনী হরি যদি মীলল গেহ
    সজনী হরি যদি মীলল গেহ। যত যত বিপদ সকল ভেল সম্পদ জীবন পাওল দেহ।। দারুণ কোকিল যত দুখ দেওল কলরব-বজর-নিনাদে। সো অব কুহু কুহু কুরু পুনু মুহু মুহু শুনইতে লাগই সাধে।। কুসুমিত কুঞ্জে ভ্রমরগণ গুঞ্জরু মদন কদন করু রঙ্গে । মনসিজ-ভয় যত ভাগল দুর পথ শ্যামের রস পরসঙ্গে।। বৃন্দাবন বন গিরি গোবর্দ্ধন সুখময় সাগর ভেল। […] keyboard_arrow_right
  • সবহুঁ মিলিত যমুনা তীর
    সবহুঁ মিলিত যমুনা তীর অঞ্জলি পুরি পিয়ত নীর বৈঠল তহিঁ তরুর ছায় বিহারে নন্দনন্দনা। নবীন নীরদ বরণ জ্যোতি নাসায়ে ললকে ঝলকে মোতি উরে লম্বিত কদম্বমাল ভালে তিলক চন্দনা।। কুন্দকলিক কলিত চূড়ে মন্দপবনে বরিহা উড়ে কটিতটে কিয়ে পীত বসন বাহে শোভিত কঙ্কণা। হসিত ললিত বদনইন্দু অলপে উপজে ঘরমবিন্দু লোল নয়নকমল যুগল তাহে ললিত অঞ্জনা।। নখর উজর […] keyboard_arrow_right
  • সভে মেলি ঝুলন যাই হিঁডোর
    সভে মেলি ঝুলন যাই হিঁডোর। বংশী-বট তট সব সখি ভোরা। ঝূলত নন্দ-কিশোর।।ধ্রু।। সখি-গণ সঙ্গহি চলু বৃখভানু-সুতা। বায়ত মৃদঙ্গ-মন্দিরা। তাম্বুল করপুর হার মনোহর ভেটব পীতম প্যারা।। ললিতা বিশাখা সঙ্গীত গাওত হরি-গুণ-গানে সব ভোরা। সুরদাস-প্রভু তুহারি দরশকো ঢুঁড়ত নয়ন-চকোরা।। keyboard_arrow_right
  • সরস সিনান সমাপই সুন্দরী
    সরস সিনান সমাপই সুন্দরী মন্দিরে চলু সখি সাথ। নিরজন জানি কানু তঁহি উপনীত সহচর সুবল সাঙ্গাত।। দেখরি মোহন গোকুলচন্দ। রাধা রসবতি রসিক শিরোমণি নব পরিচয় অনুবন্ধ।।ধ্রু।। সহচরী পাশে হাসি হরি পুছয়ে স্বরূপে কহবি বররামা। রমণিসমাজে গজবরগামিনী এ ধনি কে অনুপামা।। সরস সম্বাদ সম্বাদই সহচরি কনয় দামরুচি গোরি। মাঝহি মাঝ বিরাজই এ ধনি বৃষভানুরাজকিশোরি।। শুনইতে নাম […] keyboard_arrow_right
  • সরুয়া কাঁকলি ভাঙ্গিয়া পড়ে
    সরুয়া কাঁকলি ভাঙ্গিয়া পড়ে। তাহে তনুসুখ বসন পরে।। কোঁচার শোভায় মদন ভুলে। যুবতি জীবন ঘুরিয়া বুলে।। শচীর দুলাল গৌরাঙ্গ চাঁদে। বান্ধল রঙ্গিণী ভুরুর ফাদে।। আঁখির বিলোল মুচকি হাসি। কুলবতীব্রত নাশিল বাসি।। বঙ্গ গুলাল চাঁপার ফুলে। কি দিয়া বান্ধিল কুন্তলমূলে।। চাঁচর কেশের লোটন দেখি। কোন ধনী নিজ ধৈরজ রাখি।। কপালে চন্দন ফোঁটার ছটা। রসিয়া যুবতি কুলের […] keyboard_arrow_right
  • সহচর লৈয়া যেখানে বসিয়া
    সহচর লৈয়া যেখানে বসিয়া আছয়ে নাগররাজ। দূতী দ্রুতগতি যাইয়া নয়ন- ইঙ্গিতে কহল কাজ।। চতুর নাগর ধরি তার কর নিরজনে চলি যাই। কি লাগি বিরস বদন তোহারি বিবরি কহ বুঝাই।। সখী কহে শুনি শুকের শবদ আন সঞে তুয়া কাম। সহজে মানিনী ভৈগেল দ্বিগুনি না শুনে তোহারি নাম।। এত শুনি হরি ব্যাজ পরিহরি মিলল রাইক পাশ। হেরি […] keyboard_arrow_right
  • সহচরি চলত খলত পদ-পঙ্কজ
    সহচরি চলত খলত পদ-পঙ্কজ অন্তরে অতিশয় সাধা। শুভ দিন জানি (ভগবতী) মোহে উপদেশল যতনহিঁ করব সমাধা।। হরি হরি অপরূপ প্রেমনিবন্ধে। বিধির ঘটনা দুহুঁ তনু তনু মীলিব বুঝিলুঁ বচন অনুবন্ধে।। চান্দ চকোর কমল-মধু মধুকর ঐছন শ্যামর রাধা। মধুরিম বাতে হাথ ধরি আনব পূরব দুহুঁ মন-সাধা।। অতি রস বাদর আদর দর দর অন্তর পুলকিত দেহ। সহচরি দীন- […] keyboard_arrow_right
  • সহচরি মেলি রাইতনু হেরই
    সহচরি মেলি রাইতনু হেরই শ্রমজল সকলি মিটাই। শিথিলহি কবরি যতনে পুন বান্ধই সিন্দূর কাজর পরাই।। সজনী বিদগধ নাগর কান। নিজ কৃত দেখি আপন সুখ মানই রাই অধিন জন জান।।ধ্রু।। দশনক রেখ তছু সবহুঁ মিটায়ই কুঙ্কুমে নখরেখ পূর। উচ করি চূচুক কঁচুক বনায়ই আন চিহ্ন করু দূর।। বসন ভূষণ দেই অঙ্গ সাজায়ত পিন্ধায়ল নীলদুকূল। গোপাল দাস- […] keyboard_arrow_right
  • সহচরি-কর-পল্লব ধরি সুন্দরি
    সহচরি-কর- পল্লব ধরি সুন্দরি কহতহিঁ গদগদ ভাষ। নাগর দরশ- পরশ-রস লালসে জীবন পড়ল নিরাশ।। সজনি বহুত মিনতি করি তোয়। ছল করি গুরুজন মন্দির পরিহরি নাহ মিলাওবি মোয়।। নব নব গোপ সঙ্গে যদুনন্দন করতহিঁ গোঠ-বিহার। বিরহ-বেয়াধি কহই নাহিঁ পারিএ তহিঁ করহ অভিসার।। আধ পলক যদি করহ বিলম্বন তবহিঁ মরব তুয়া আগে। সহচরি দীন- বন্ধু শুনি সাজল […] keyboard_arrow_right
  • সহচরী আসি গোঠ পরবেশল
    সহচরী আসি গোঠ পরবেশল যাহা বিদগধ নটরাজ। মোতিম দাম হাথ করি কহতহিঁ সহচরি সংগতি মাঝ।। মাধব তুহুঁ নব জলধরদেহ। জিতি বকপাঁতি সভাতি মণি মোতিম পথি মাঝে পাওলুঁ এহ।। মুকুট পিঞ্জ জনু ইন্দ্র-শরাসন ঘন-রব মুরলি নিনাদ। তড়িদিব পীত বসন কটি-শোভিত হেরইতে লাগএ সাধ।। রাতুল ধাতু অতুল গিরি–সম্পদ যদি ভূষণ কর অঙ্গে। বিঘটন সুঘটন অরুণ উদয় যেন […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ