• সুন্দরী ভালে তুহুঁ হরিণি-নয়ানি
    সুন্দরী ভালে তুহুঁ হরিণি-নয়ানি। সো চঞ্চল হরি হিয় পঞ্জর ভরি কৈছনে ধয়লি সেয়ানি।। যো গিরি-গোচর বিপিনহি সঞ্চরু কৃশ-কটি কর অবগাহ। চন্দ্রক চারু শটা পরিমণ্ডিত অরুণ কুটিল দিঠি চাহ।। কত বরদন্তি করহি কর বারই দশনহি গণ্ড বিদারি। বল কয়ে খরতর নখর শিখর সঞে মোতিম বনহি বিথারি।। অধর সুধা দেই পুনহি জীয়ায়ই পুন নিরমদ করি তেজ। গোবিন্দদাস […] keyboard_arrow_right
  • সুবল, সে ধনী কে কহ বটে
    “সুবল, সে ধনী কে কহ বটে। গোরোচনা গোরী নবীনা কিশোরী নাহিতে দেখিলু ঘাটে।। শুনহে পরাণ সুবল সাঙ্গাতি কো ধনী মাজিছে গা। যমুনার তীরে বসি তার নীরে পায়ের উপরে পা।। অঙ্গের বসন করেছে আসন এলায়ে দিয়াছে বেণী। উচ কুচমূলে হেম হার দোলে সুমেরু-শিখর জিনি।। সিনিয়া উঠিতে নিতম্ব তটীতে পড়েছে চিকুররাশি। কাঁদিয়ে আঁধারে কনক চাঁদার শরণ লইল […] keyboard_arrow_right
  • সুমধুর মধুকর কোকিল কলরব
    সুমধুর মধুকর কোকিল কলরব সো ভেল ছরবন শেল। চন্দন গরল অনল ভেল সরসিজ চান্দ সূরজ ভৈ গেল।। মাধব ধনী কি সাতাওব চিত। পাপিনী বিরহিণী কো বিহি সিরজিল হিতহি ভেল বিপরীত।। জনম দিবস ভরি জীউ অধিক করি যাহে বাঢ়াওলি রাই। নিজ হিয় হোই সোই উচ-কুচ যুগ অনুখণ দগধই তাই।। নব কিশলয় শয়ন রতনময় অভরণ পরশত সব […] keyboard_arrow_right
  • সুরধনি বারি ঝারি ভরি ঢারই
    সুরধুনি বারি ঝারি ভরি ঢারই পুন ভরি পুন ভরি ঢারি। কো জানে কাহে দলাগি অভিসিঞ্চই লীলা বুঝই না পারি।। হেরইতে মঝু মনে লাগি রহু। সীতাপতি শ্রীঅদ্বৈত পহুঁ।।ধ্রু।। নব নব তুলসী মঞ্জুল মঞ্জরী তাহি দেই হাসি হাসি। কবহুঁ গৌর পিত শ্যামর লোহিত সু মূরতি পরকাশি।। ডাহিনে রহুঁ পুরু- ষোত্তম পণ্ডিত কামদেব রহুঁ বাম। অপরূপ চরিত হেরি […] keyboard_arrow_right
  • সুরধুনীর তীরে দেখা গৌরাঙ্গের সনে
    সুরধুনীর তীরে দেখা গৌরাঙ্গের সনে। হাসিয়ে কহিল কথা মধুর বচনে ।। শ্রীবাস অঙ্গনে আজি করিব কীর্ত্তন। তোমরা মিলিবে সভে শুনহ বচন।। এতেক বলিয়ে গোরা নগরে চলিল। পাসরি সকল নারী আপনা ভুলিল।। কোন রসবতী রসের বুঝয়ে বিলাস। চরণ ধরিয়ে কহে মোহন দাস।। keyboard_arrow_right
  • সে যে ব্রজেশ্বরী না জানে চাতুরী
    সে যে ব্রজেশ্বরী না জানে চাতুরী পরম উদার সেহ। যখন যা বলে তখনি তা ভুলে সভারে সমান লেহ।। হেদে গো আরিজা মা। সে জন আমারে পাঠাইল সত্বরে দেখিতে তোমার পা।।ধ্রু।। চুল খড় ধরি দশন উপরি যে সব কহিল রাণী। সে সব শুনিতে হেন লয় চিতে পাষাণ গলয়ে জানি।। মাসীর চরণে কহিবে বচনে গোপতে আনিবে বহু। […] keyboard_arrow_right
  • সেই হৈতে মোর মন নাহি লয় সম্বরণ
    * * * * * * * * * * সেই হৈতে মোর মন নাহি লয় সম্বরণ নিরন্তর ঝুরে দুটি আঁখি।। একলা মন্দিরে থাকি কভু তারে নাহি দেখি সে কভু না দেখে আমারে। আমি কুলবতী রামা সে কেমনে জানে আমা কোন্‌ ধনী কহি দিল তারে।। না দেখিয়া ছিনু ভাব দেখিয়া অকাজ হল না দেখিলে প্রাণ […] keyboard_arrow_right
  • সেই হৈতে মোর মন নাহি হয় সম্বরণ
    * * * * * * সেই হৈতে মোর মন নাহি হয় সম্বরণ নিরন্তর ঝুরে দুটি আঁখি।। একলা মন্দিরে থাকি কভু তারে নাহি দেখি সে কভু দেখে না আমারে। আমি কুলবতী রামা সে কেমনে জানে আমা কোন্‌ ধনী কহি দিল তারে।। না দেখিয়া ছিনু ভাল দেখিয়া অকাজ হল না দেখিলে প্রাণ কেন কাঁদে। চণ্ডীদাস কহে […] keyboard_arrow_right
  • সো বর নাগররাজ
    সো বর নাগররাজ। তপনতনয়া তটে নীপতরু নিকটে হীলন নটবর সাজ।।ধ্রু।। মকরতরতন মুকুর জিনি লাবণি প্রতিতনু পিরিতি পসার। শারদ চাঁদ ফাঁদ মুখমণ্ডল কুণ্ডল শ্রবণে বিথার।। নাচত ভাঙ মদনধনু ভঙ্গিম দিঠিখঞ্জন নটজোড়। বান্ধুলিঅধরে মুরলিরব মাধুরি উমতায়ল মন মোর।। ঊড়ত চূড়ে চারু শিখিচন্দ্রক মন্দপবন সঞে মেল। কহে যদুনন্দন শ্রুতি আঁখি রসায়ন তনু মন সব হরি নেল।। keyboard_arrow_right
  • সোনার নাতিনী এমন যে কেনি
    সোনার নাতিনী এমন যে কেনি হইলি বাউরি পারা। সদাই রোদন বিরস বদন না বুঝি কেমন ধারা।। যমুনা যাইতে কদম্ব-তলাতে দেখিলে যে কোন জনে। যুবতী -জনার ধরম-নাশক বসি থাকে সেইখানে।। সে জন পড়ে তোর মনে। সতীর কুলের কলঙ্ক রাখিলি চাহিয়া তাহার পানে ।।ধ্রু।। একে কুলনারী কুল আছে বৈরী তাহে বড়ুয়ার বধূ। কহে চণ্ডীদাসে কুলশীল নাশে কালিয়ার […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ